শ্বেতপত্রের পক্ষ থেকে প্রতি মাসে সাহিত্য বৈঠক আয়োজনের সিন্ধান্ত নিয়েছি। কুড়িগ্রামে জন্ম গ্রহণ করা লেখকদের সাহিত্য কীর্তি নিয়ে প্রতি মাসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথমবারের আয়োজন কুড়িগ্রামের নিভৃতচারী কবি মাহমুদ আল হেলাল উজ্জামানের প্রথম কবিতার বই 'সাজঘরে ক্রীতদাস’ প্রসঙ্গে। এই আয়োজনে সাহিত্যপ্রেমী সকলের উপস্থিতি কাম্য।
উল্লেখ্য, মাহমুদ আল হেলাল উজ্জামানের কবিতার বই 'সাজঘরে ক্রীতদাস’ ফেব্রুয়ারী ২০২১ এ ঢাকার ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। ৬৪ পৃষ্ঠার এই বইটির দাম ১৬০ টাকা।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷