৫১
নদীজন্ম হয়ে এলে, আজোবধি নদী রয়ে গেলে
কান পেতে শোন সমুদ্রের আহ্বান
বরণ শৈলী মননে কবি সেথায় অপেক্ষমাণ…
৫২
প্রেমের প্রতিমা, গড়ি তোমায় হৃদপিণ্ড খুঁড়ে-খুঁড়ে
শুধু এ জীবন নয় হাজার জীবন তোমার তরে…
৫৩
কালো তিলে ঝলসানো রোদ্দুর খেলা করে
আকাশের মেঘ কালো হলে
সেথায় জোনাকিরা আলো জ্বালে!
৫৪
হরিণীচোখে কেড়ে নিলে অবারিত স্বপ্নকথা
বিষাদের এই ক্ষনে স্বপ্নরা তবু বৃষ্টিমাখা!
21 মন্তব্যসমূহ
খুব সুন্দর কবিতা।
উত্তরমুছুনধন্যবাদ কবি
মুছুনসহজ প্রাণের কথা। ধন্যবাদ কবিকে...
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনমিস্টি কবিতা
উত্তরমুছুনকবিকে শুভেচ্ছা
সম্পাদককে চুমু
কবিতা মিষ্টি লেগেছে যেহেতু, তাহলে কবিকে মিষ্টি পাঠাতে বলবো কী?.
মুছুনসুন্দুর কবিতা৷ ভালো লেগেছে৷ কবিকে স্বাগতম৷
উত্তরমুছুনGood poem
উত্তরমুছুনThanks
মুছুনএসব কোন প্রাজ্ঞধারার কবিতা নয়৷ চলনসই মাত্র
উত্তরমুছুনআপনার কাছে তা মনে হতেই পারে?
মুছুনইনার মুক্তগদ্য পড়েছিলাম
উত্তরমুছুনকবিতা পড়িই রেগুলার
আরো পড়তে চাই৷
কিন্তু খুব দুঃখ পেলাম দেখে, উপরে এতগুলো মন্তব্য পাঠকের, লেখক একটিরও উত্তর দেননি৷ এ কি লেখকের অযোগ্যতা?
রেশমি আক্তার মনে কষ্ট নিবেন না হয়তো কবি কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। হয়তো সেকারণে উত্তর দিতে পারেনি।
মুছুন"""গড়ি তোমায় হৃদপিণ্ড খুঁড়ে-খুঁড়ে""""
উত্তরমুছুনএখানে কবি কি বুঝিয়েছেন?
পাঠকের মন্তব্যের উত্তর দেয়ার জন্য কবির দৃষ্টি আকর্ষণ করছি!
মুছুনকবি শুতি পইচ্চে 😂
মুছুনবা! আমার মনের কথা বলেছেন৷ কবিকে ধন্যবাদ৷
উত্তরমুছুনপাঠকের মন্তব্য দেখে কবি বউয়ের আচলের তলে আত্তগোপন করেছেন ৷ কেউ কবিকে ডিসটাপ করিয়েন না pls
উত্তরমুছুনএগুলা কবিতা নাকি ছাই,
উত্তরমুছুনএমন আবর্জনা ডাস্টবিন খুললেই পাই।
নিজেরে হাতির হোল মনে করে,
কবিতার নামে বালছাল ছাড়ে,
সেই বালের জন্য সম্পাদক হামাগুড়ি মারে,
পাঠক গাইলায় প্রাণ খুলে,
কেমন কবি সে কমেন্ট পড়তে ভয় করে।
কবি নিশ্চয় কমেন্টের উত্তর দিবে
মুছুনসুপ্রিয় দর্শকবৃন্দ, এখন শুনবেন সমবেত কন্ঠে গাম্বাট সংগীত।
উত্তরমুছুনগানের নাম - রূপকথার রাজকুমার
কথা, সুর - সুরসম্রাট ইদ্রিস আলী
………....….................
গাম্বাট ভাই জন্ম নিলেন
আল্লাহ পাকের রহমতে
কুড়িগ্রামের আচোদা লেখকরা জন্ম নিলেন
আল্লাহ পাকের রহমতে
এই দুনিয়ার ভাগ্যটাকে পাল্টাতে
গরীব দু:খীর ভাগ্যটাকে পাল্টাতে
আহা ভাগ্যটা পাল্টাতে (২বার)
স্বপ্নে রাজকুমার এরা
স্বপ্নে করে ফোস ফোস
প্রতি পদে উষ্টা খায়
স্বপ্নেও করে দোষ
আহা স্বপ্নে করে দোষ (২বার)
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷