New

শ্বেতপত্র

নিরুপমার ভগ্নি এবং ভ্রাতা : আশুতোষ বিশ্বাস


আমার কণ্ঠ ভীষণ অভিমানী
সুর কিছুতেই বশে আসে না
সূর্যপোড়া ছাই মেখেছে চোখ 
আয়ত্বাধীন বোবা-সাধনা।  

অমাবস্যা কর্দমাক্ত কায়া
স্তব্ধ অতি কাঁটাতারের দু’পার 
বেনেচাঁদের চোখে পট্টি বাঁধা
হাট-দরোজা ঘুমায় পাহারাদার।  

সকল পিতা বিমুগ্ধ এক কাবুলিআলায়   
 মিনিকুমারী যাবে শ্বশুর বাড়ি
অভ্যাগত নিরুপমার ভগ্নি এবং ভ্রাতা
দেখে নেবে কে চায় পণ বিশ-হাজারী। 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷