তোমার জন্য এক
শোকসভা ডেকে নেবো
আমন্ত্রিত কেউ হবে না
একা এই অসামান্যজুড়ে—
বসে থাকবো আমি
বক্তব্য নেই কোনো
শুধু শুনশান—নীরবতা৷
তোমার না-থাকা-জুড়ে
এক ভীষণ শোকসভা৷
আহত বেদনার বাদ্যে
বেজে ওঠে অসুখের দিন৷
সন্ধ্যার বাগানবাড়িতে ফিরবে না জানি—
তবু এই অজ্ঞাত হাহাকার৷
পুরোটা না-থাকা-জুড়ে
একা এই দিন—শান্ত, নিথর৷
32 মন্তব্যসমূহ
অসাধারণ। অসাধারণ।
উত্তরমুছুনধন্যবাদ নিন
মুছুনদারুন
উত্তরমুছুনকবিতার মধ্যে যে হাহাকার
উত্তরমুছুনভাইরে মনটা খারাপ করে দিলেন
প্রিয় পাঠক মন ভাল হয়ে যাবে
মুছুনশুভ কামনা
‘আহত বেদনার বাদ্যে
উত্তরমুছুনবেজে ওঠে অসুখের দিন৷’ এত মায়া আপনার কবিতায় উফ্ হৃদয় বিদীর্ণ করে দেয়
বরাবরের মতোই সাম্য আপনার কবিতা অনুপম নান্দনিক
উত্তরমুছুনএকথায় অনবদ্য।
মুছুনআপনার সাথে সহমত
Eid mubarak samya da
উত্তরমুছুনKobita valo legeche
ধন্যবাদ৷ শুভেচ্ছা…
মুছুনকবিতাটি পড়ার পর, অন্ধকারের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। গুমোট একটা অস্বস্তি চেপে বসে আছে দেহমনে।
উত্তরমুছুনআপনার কেন এমন মন খারাপের কবিতাই লিখতে হবে সাম্য ভাই?
কবি নিশ্চয় মন প্রফুল্ল করার কাব্য রচনা করবেন।
মুছুনঈদ মুবারাক সাম্য
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনইদের শুভেচ্ছা নিন।
ধন্যবাদ
মুছুনইদের শুভেচ্ছা নিন
Sammo the great
উত্তরমুছুনচমৎকার কবিতা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনএসব কোনো কবিতা হল। হাতে কলম পাইলাম আর হইল?
উত্তরমুছুনবোকাচোদা বদরুল
মুছুনকবি চিনতে করলে ভুল
এই কবি একজন মহান
আল্লা রাখবে তাঁর সম্মান
অচোদা তুমি, অফ যাও
বাড়ি যাও মুড়ি খাও
কবি চেনো না
কবিতা বোজো না
যেখানে সেখানে বিন বাজাও?
এসব তোমার কেমন কীর্তি ভাই
খেয়েছ গাজা তাই মাথার ঠিক নাই
ইদ্রিস আলি
মুছুনপাছায় তালি
মাথায় ভুষি তোর
ঘিলু যেমন, বুদ্ধি তেমন
কলমে নাই জোড়৷
রাস্তাঘাটের কবি নিয়ে
আলগা পিরিত করো?
পারলে গলায় দড়ি দিয়ে
গাছে ঝুলে পড়ো৷
বো কা চো দা বদরুল
মুছুনতোর জীবনটাই ভুল
অন্যের গলায় দড়ি দিতে বল
এসব বাদ দিয়ে সঠিক পথে চল
সাহিত্য পড়
জীবন গড়
বদরুল আপনার কাছে তা মনে হলে, বলার কিছু নেই।
মুছুনকি মিষ্টি কবিতা। আর কি রোমান্টিক। উফ কি লাভলি তুমি ওগো সম্পাদক
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনGood poem
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনআহ! কি কবিতা, বা! কি কবিতা! এমন মর্মান্তিক কবিতা জীবনে পড়িনাই। এক্কেবারে একের কবিতা।
উত্তরমুছুনএক কথায় অনবদ্য কবিতা
মুছুনপ্রচুর এক্সাইটমেন্টেও(যাকে বলে এড্রেনালিন রাশ) একধরনের বিষাদ থাকে।একটা নিরব মন খারাপ যা এ কবিতা পাঠের পর এখন আমার হচ্ছে
উত্তরমুছুন😑
বালের কবিতা পকাশ করছ মোকচেল সাংবাদিক
উত্তরমুছুনপ্রিয় পাঠক রফিকুল ব্যাখ্যা দেন তাহলে!
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷