New

শ্বেতপত্র

শান্ত-নিথর দিন : সাম্য রাইয়ান


তোমার জন্য এক
শোকসভা ডেকে নেবো
আমন্ত্রিত কেউ হবে না
একা এই অসামান্যজুড়ে—
বসে থাকবো আমি
বক্তব্য নেই কোনো
শুধু শুনশান—নীরবতা৷
তোমার না-থাকা-জুড়ে
এক ভীষণ শোকসভা৷

আহত বেদনার বাদ্যে
বেজে ওঠে অসুখের দিন৷

সন্ধ্যার বাগানবাড়িতে ফিরবে না জানি—
তবু এই অজ্ঞাত হাহাকার৷
পুরোটা না-থাকা-জুড়ে
একা এই দিন—শান্ত, নিথর৷


একটি মন্তব্য পোস্ট করুন

32 মন্তব্যসমূহ

  1. কবিতার মধ্যে যে হাহাকার
    ভাইরে মনটা খারাপ করে দিলেন

    উত্তরমুছুন
  2. ‘আহত বেদনার বাদ্যে
    বেজে ওঠে অসুখের দিন৷’ এত মায়া আপনার কবিতায় উফ্ হৃদয় বিদীর্ণ করে দেয়

    উত্তরমুছুন
  3. বরাবরের মতোই সাম্য আপনার কবিতা অনুপম নান্দনিক

    উত্তরমুছুন
  4. কবিতাটি পড়ার পর, অন্ধকারের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। গুমোট একটা অস্বস্তি চেপে বসে আছে দেহমনে।

    আপনার কেন এমন মন খারাপের কবিতাই লিখতে হবে সাম্য ভাই?

    উত্তরমুছুন
  5. এসব কোনো কবিতা হল। হাতে কলম পাইলাম আর হইল?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বোকাচোদা বদরুল
      কবি চিনতে করলে ভুল

      এই কবি একজন মহান
      আল্লা রাখবে তাঁর সম্মান

      অচোদা তুমি, অফ যাও
      বাড়ি যাও মুড়ি খাও

      কবি চেনো না
      কবিতা বোজো না
      যেখানে সেখানে বিন বাজাও?

      এসব তোমার কেমন কীর্তি ভাই
      খেয়েছ গাজা তাই মাথার ঠিক নাই

      মুছুন
    2. ইদ্রিস আলি
      পাছায় তালি
      মাথায় ভুষি তোর
      ঘিলু যেমন, বুদ্ধি তেমন
      কলমে নাই জোড়৷
      রাস্তাঘাটের কবি নিয়ে
      আলগা পিরিত করো?
      পারলে গলায় দড়ি দিয়ে
      গাছে ঝুলে পড়ো৷

      মুছুন
    3. বো কা চো দা বদরুল
      তোর জীবনটাই ভুল

      অন্যের গলায় দড়ি দিতে বল
      এসব বাদ দিয়ে সঠিক পথে চল

      সাহিত্য পড়
      জীবন গড়

      মুছুন
    4. বদরুল আপনার কাছে তা মনে হলে, বলার কিছু নেই।

      মুছুন
  6. কি মিষ্টি কবিতা। আর কি রোমান্টিক। উফ কি লাভলি তুমি ওগো সম্পাদক

    উত্তরমুছুন
  7. আহ! কি কবিতা, বা! কি কবিতা! এমন মর্মান্তিক কবিতা জীবনে পড়িনাই। এক্কেবারে একের কবিতা।

    উত্তরমুছুন
  8. প্রচুর এক্সাইটমেন্টেও(যাকে বলে এড্রেনালিন রাশ) একধরনের বিষাদ থাকে।একটা নিরব মন খারাপ যা এ কবিতা পাঠের পর এখন আমার হচ্ছে
    😑

    উত্তরমুছুন
  9. বালের কবিতা পকাশ করছ মোকচেল সাংবাদিক

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷