চিরুনিতে দাঁড় টানে গাছের পাতা
ব্যবসায়ী মহলে নতুন খাতা
ঝড়ো হাওয়া কালো মেঘ সূর্যটা কৈ
জলে ডুবে আঙিনা করে থৈ থৈ
গোরুগুলি মাঠ ছাড়ে রাখাল পিছে
ঘরে এলে সরে মেঘ সন্ধ্যা মিছে।
তাল পাখা হাতে নিয়ে কথার ছলে
কতো জনে পড়ে বই গাছের তলে
কারও কারও দিন কাটে রোদ মাখা গায়
ডানা মেলে পাখি সব কোথায় পালায়
ঘরে ঘরে বাসি ভাত খানিক জলে
উৎসবে মেতে উঠে সকাল হলে।
ছাপা শাড়ি ললনার কুলা আর ঢাক
সবুজের সমারোহে এলো বৈশাখ।
2 মন্তব্যসমূহ
দারুন কবিতা পড়ে তৃপ্তি পেলাম
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷