লিটল ম্যাগাজিন শ্বেতপত্র আয়োজন করতে যাচ্ছে বৈশাখী কবিতা পাঠ, শ্বেতপত্রের বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন ও সাহিত্যালোচনা। আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন- জ্যোতি আহমদ, মানিক চৌধরী, রাই বাবু, আশীষ বকশি ও সাম্য রাইয়ান।
আজ বিকাল ৪:৩০ মিনিট, স্থান: কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী। বৈশাখের শুভেচ্ছাসহ সবাইকে সবান্ধব উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল।
4 মন্তব্যসমূহ
জুম্মাবারে এইসব ক্যারিক্যাচার আর কতদিন?
উত্তরমুছুনচলব..
মুছুনউত্তর দিতে না পারলে পএিকা বন্দ করে দে কুত্তাচোদা মোখলেছ সাংবাদিক
উত্তরমুছুনসুনিদিষ্ট সমালোচনা করেন, অশালীন, কুরুচিপূর্ণ শব্দ ও মন্তব্য বন্ধ করেন না ভাই। অযথা পত্রিকার পরিবেশ নষ্ট করেন কেন?
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷