New

শ্বেতপত্র

আধুনিক কবিতা বনাম নতুন ধারার কবিতা

লেখক: আমিন সাদিক


নতুন ধারাার জনক বাংলা সাহিত্যে পালাবদলের কবিদের একজন কবি  ফাহিম ফিরোজের 'ভাতঘুম' কাব্যগ্রন্থ নতুন ধারার আঁতুড়ঘর। এই একটিমাত্র কাব্যগ্রন্থ পাঠ করলেই জানা যায় বাংলাদেশের লোকজ ভাষার উপর তাঁর দখল কতটুকু। সেই সাথে সম্পর্কবাচক শব্দের ব্যবহার একে স্বতন্ত্রও বৈচিত্র্যময় করেছে।তিনি তাঁর  শক্তিশালি কলমের খোঁচায় তুলে এনেছেন আবহমান বাংলার লোকজ অনুসঙ্গ, বিলুপ্তপ্রায় কৃষ্টি কালচার, ঐতিহ্য।  শুধুমাত্র এটির জন্যই তিনি বাংলা সাহিত্যে  চিরস্মরণীয় হয়ে থাকবেন।


তথাকথিত আধুনিক কবিদের বুঝতে হবে, "ভাষা বেঁচে থাকে চর্চায় আর বিলুপ্ত হয় চর্চার অভাবে।" আমাদের হাজার বছরের পুরনোও প্রিয় বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে নতুন ধারার কোনো বিকল্প নেই।হাজার বছরে আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার থেকে হারিয়ে গেছে হাজারো লোকজ শব্দ।  নতুন ধারায় নতুনত্বও অভিনবত্ব দুইই আছে।


নতুন ধারার রয়েছে নিজস্ব বৈশিষ্ট,উপবৈশিষ্ট সম্বলিত ইশতেহার যা আধুনিকও উত্তরাধুনিক কবিতার ছিলোনা; ছিলো শুধু পাশ্চাত্যও কলকাতার অন্ধ অনুকরণ, অনুসরণ। যদিও শিল্প সাহিত্যের প্রথম সমালোচক এরিস্টটল তাঁর  'পোয়েটিকস' গ্রন্থে বলেছেন  "অনুকরণ হল শিল্পের একটি কলা" তবে এতে স্বকীয়তা বিসর্জন দিয়ে দিতে হয়।


আধুনিকও উত্তরাধুনিক কবিদের  এবং কবিতার সাথে আমাদের কোনো নীতিগতও আদর্শিক বিরোধ নেই। আমরা বলছিনা সবাই কে নতুন ধারায় আসতে হবে। ভালো লাগলে, নতুনও যৌক্তিক  মনে হলে আসতে পারেন আবার নাও আসতে পারেন।এটা আপনার/ আপনাদের অভিরুচি।আমরা গায়ে পড়ে কিংবা পায়ে পাড়া দিয়ে লাগতে যাইনা।তবে তেনারা মাঝে মধ্যে আসেন এবং বাকযুদ্ধে লিপ্ত হন।তবে আমরা নতুন ধারায় নবীন প্রবীণ কবি, লেখক,প্রাবন্ধিক সবাইকে স্বাগত জানাই। সময়ই বিচার করবে কোনটা ঠিকবে আর কোনটা ঠিকবেনা আর কে থাকবে এবং কে থাকবেনা?

 জয়তু নতুন ধারা।

একটি মন্তব্য পোস্ট করুন

38 মন্তব্যসমূহ

  1. মকলু সাংবাদিকের চুতরী ফাইট
    উত্তর দেয় না আর 😂

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লেখকের লেখায় কিছু উত্তর পাবেন। অনুগ্রহ করে লেখাটি পড়ুন।

      মুছুন
  2. মকলু হাগি ফেলাইচে রে উত্তর না দেয়

    উত্তরমুছুন
  3. না আর কমেন্ট করব না মকলু শালা উত্তর দিতে পারে না

    উত্তরমুছুন
  4. হাগরি সম্পাদক মোখলেসুর রহমান
    উওর দেয়ার মুরোদ নাই

    উত্তরমুছুন
  5. মকলু সম্পাদক পলাতক পাঠকের ভয়ে

    উত্তরমুছুন
  6. ছাগল দিয়ে কি আর হালচাষ হয়?

    উত্তরমুছুন
  7. যোগ্যতা না থাকলে উওর দিবে কিভাবে মকলু

    উত্তরমুছুন
  8. ছাগলচোদা সম্পাদক উতর দিতে পারে না সম্পাদনা মারাতে আসে কেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাঠক সাহেব
      ঝাঁকের কৈ হলেন না কী?
      সবাই একই মন্তব্য করেন।

      মুছুন
  9. ওর কি যোগ্যতা আছে উত্তর দেয়ার
    অশিক্ষিত গামবাট সম্পাদক
    আগের পোস্টে এত লোক কমান্ড করেছে উত্তর দে গামবাট

    উত্তরমুছুন
  10. মকলু এখন পালাইছে
    পাবলিক তাকে খুজিছে

    পাইলে ওকে ছিলাবে
    গাইন দিয়া কিলাবে

    মকলু তুই চাচা
    আপন প্রাণ বাঁচা

    উত্তর নাই আর
    সম্পাদনা ছাড়

    উত্তরমুছুন
  11. অনেকদিন পর একটা ভালো গল্প পড়লাম। সম্পাদককে ধন্যবাদ। এরকম গল্প আরও পড়তে চাই।

    উত্তরমুছুন
  12. নতুন কথা শুনতে, নতুন ভাবনা ভাবতে, নতুন চিন্তা করতে, নতুন খাবার খাইতে, নতুন গান গাইতে ভালো লাগে। এই নতুন পত্রিকার নতুন সম্পাদকের নতুন লেখা নতুনত্ব এনে দিয়েছে। লেখক ও সম্পাদক দুজনই সত্যিই কিউট!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ফাতেমা আপু, কবির কতা জানিনা, কিন্তু সম্পাদক একটা কিউটের ডিব্বা, I love it

      মুছুন
  13. এইসব নতুন ধারার কবিতা আসলে বাংলা ভাষার বিরুদ্ধে ফ্যাসিবাদী তৎপরতা। আমি এর তেব্র নিন্দা জানাই।

    উত্তরমুছুন
  14. মামুনুল মুখলেছবুধবার, ১২ এপ্রিল, ২০২৩

    কবির এই কথাগুলো সঠিক ও আমি পূর্ণ সম্রথন করি == ##নতুন ধারার রয়েছে নিজস্ব বৈশিষ্ট,উপবৈশিষ্ট সম্বলিত ইশতেহার যা আধুনিকও উত্তরাধুনিক কবিতার ছিলোনা; ছিলো শুধু পাশ্চাত্যও কলকাতার অন্ধ অনুকরণ, অনুসরণ। যদিও শিল্প সাহিত্যের প্রথম সমালোচক এরিস্টটল তাঁর 'পোয়েটিকস' গ্রন্থে বলেছেন "অনুকরণ হল শিল্পের একটি কলা" তবে এতে স্বকীয়তা বিসর্জন দিয়ে দিতে হয়।##

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মামুনুল মুখলেছবুধবার, ১২ এপ্রিল, ২০২৩

      শুধু তাই না, এই কথাগুলো ১০০% শরীয়া সম্মত

      মুছুন
    2. মামুনুল মুখলেছবুধবার, ১২ এপ্রিল, ২০২৩

      এবং ইহাই আমার ফতওয়া। ইহাতে কোন চুদুরবুদুর চইলত না

      মুছুন
    3. মামুনুল মুখলেছবুধবার, ১২ এপ্রিল, ২০২৩

      এই সম্বাদক বলেন কথা সঠিক কী না?

      মুছুন
    4. নতুন ধারাকে শুরুতে কেউ সমর্থন করেন আর কেউ সমর্থন করেন না। কিন্তু নতুন ধারা এস্টাবলিস্ট হলে, এর বিরোধীতা কারীও সমর্থন করতে বাধ্য হয়ে যান।

      মুছুন
  15. প্রিয় সম্পাদক ওগো, নতুন দার্শনিক ধারার লেখা পড়িয়া মুগ্ধ হইলাম। নতুন মানুষ নতুন স্বাদ এনে দেয়। নতুন কবি আমিন সাদিকের দুটো নতুন ছবি যদি এর সাথে প্রকাশ করতেন, তাহলে বড়ই নতুনত্ব হইত। বিষয়টি আপনার সদয় বিবেচনার জন্য নতুনভাবে পেশ করিলাম।

    উত্তরমুছুন
  16. সম্পাদোকের সাউয়া ফাটে দেও নাউয়া শালা উত্তর দেয় না

    উত্তরমুছুন
  17. সম্পাদক নাউয়া
    ফাটাও তার শাউয়া

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কে হে তুই
      গোয়া গোয়া করিস ক্যান
      বেশ্যার কাছে যা, তা চেটেপুটে আয়।

      মুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷