New

শ্বেতপত্র

নতুন ধারা কী? নতুন ধারার কবিতার বৈশিষ্ট্যগুলো কী কী?

লেখক: উত্তম কুমার দাস

মন যা সুস্থ্যভাবে গ্রহণ করে তাই মস্তিষ্কে পৌঁছায়। একথা কবি ফাহিম ফিরোজ সাহেব জানতেন। তাইতো এই নতুন ধারা। জীবনের ছোট ছোট সুখ দুঃখ দৈনন্দিন ঘটনা সামাজিক সমস্যা সব কিছুই উঠে আসে এই নতুন ধারায়। তবে প্রমিতের সঙ্গে আঞ্চলিকের একটা সংমিশ্রণ চাই। তার কারণ ভারত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভাষাগুলোকে ঐক্যবদ্ধ করাই তাঁর একমাত্র লক্ষ্য।
এর সঙ্গে থাকবে আত্মীয়  বা সম্পর্ক বাচক  শব্দ। তবে এর গঠন হবে সংক্ষিপ্ত রস হবে প্রগাঢ়...…যাতে পাঠক সম্পূর্ণ কবিতা পড়ে রস আস্বাদন করতে পারে। অহেতুক টেনে টেনে বাড়ালে কিন্তু কবিতার সংযম বোধ হারিয়ে যায়। এই কথাগুলো মনে রেখে নতুন ধারায় লিখুন।

কবিতা কিন্তু সূক্ষ্ম হৃদয়ের অনুভূতি.. তাই নতুন ধরনের বৈশিষ্ট্য গুলি আমরা এভাবে বলতে পারি।

(১) নতুন ধারায় মানব জীবনের ছোট ছোট সুখ, দুঃখ, দৈনন্দিন ঘটনা, সামাজিক সমস্যার, বিভিন্ন দিক থাকবে।
(২) নতুন ধারায় প্রমিতের সঙ্গে আঞ্চলিকের একটা সংমিশ্রণ থাকবে।
(৩) নতুন ধারা আধুনিক কবিতার মত অতটা ব্যঞ্জনাময় আর জটিল হবে না কোন দুর্বদ্ধতা এখানে কাজ করবে না।
(৪) নতুন ধারায় আত্মীয় বাচক বা সম্পর্ক সূচক শব্দ থাকবে।
(৫) তবে কবিতার গঠন হবে সংক্ষিপ্ত এবং রস হবে প্রগাঢ়। অহেতুক টেনে টেনে বাড়ালে কিন্তু কবিতার সংযমবোধ হারিয়ে যায়।
(৬) নতুন ধারা কবিতার মূল উদ্দেশ্য হলো, ভারত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষাগুলিকে এনে প্রমিতের সঙ্গে সংমিশ্রণ ঘটানো। বাংলা ভাষার ক্ষেত্রকে বিস্তৃত করাই নতুন ধারার অন্যতম মূল উদ্দেশ্য।

একটা কবিতাকে সর্বজনীন করতে হলে তার মধ্যে কিন্তু ব্যক্তিগত ভাবনাগুলোকে সকলের হৃদয়ের  কাছে পৌঁছে দিতে হবে।

আজন্ম অনুসন্ধান

উত্তম কুমার দাস

কালগর্ভের কালী হইয়াই  বাইচ্চা থাক মৃত পৃথিবীর কাল্পনিক অনুভূতি গুলান
মৃত সম্পর্ক গুলানের মাঝে বসুধা শুধু শোকের উত্তাপ ছড়াইয়া দেয়
পোড়া জন্মের নিঃসঙ্গতায়
খালাতো মামাতো ফুফুতো চাচাতো আর পাড়া তুতো সব সম্পর্কই স্বার্থর মাঝে বাঁধা 
কোনভাবে এদিক-ওদিক নড়ন চরণের জো নাই
পাপের হিসাব গুলান কখনোই জনমতে উজ্জ্বল ছিল না
তাই আমাগো বর্ণমালায় শুধু দহন...
কলম তো তরল রক্তের বাস্প জীবন খাইয়া নিঃসঙ্গতায় মৃত্যুরে ডাকে
 আগুন থেকেই তো সৃষ্টি হয় জন্মবোধ।

শালা পর্ব

উত্তম কুমার দাস

শালারা আইছিলো দেশটারে খাতে... ধম্ম ধম্ম করে ধুতি খুইল্যা গান্ডে প্যান্ট পইরা... লুঙ্গি টার দিকে নজর... দ্যাশটারে বেইচ্চা শালারা জল্লাদ   
হবে।
শিশুরা ধর্মপুস্তক পড়ে.... কিন্তু মর্ম বুঝাইবার কেউ নেই।
আজ পোয়াতি শহরে বাঁশের মাচান হৈছে.... বলতেছে পুঁথিবাদী চেতনায় বিশ্বাসী হও!
........ আরে পড়েন তো সবাই বোঝেন কয়জন।

শরৎ মাখা আদর

উত্তম কুমার দাস

শরৎ মাখা আদর গুলান বৃষ্টিভেজা পায়ে বিকেলটারে ছুঁইয়া আইলো।
রমেন খুড়া আর বশির চাচা ভিজা পায় একটু খুনসুটি করতে চান প্রকৃতির সাথে,
মৌন প্রকৃতি একটা সময় মানুষ হইয়া যায় 
আরে মুক প্রকৃতিরে আপাতভাবে একটা সময়ে হাবা কালা মনে হইতেই পারে,

সঙ্গমের আগে তো বেহায়া প্রেম গুলা সুপ্ত মনে কদম কেতকী শিউলি ছুঁতে চায়

কিন্তু মেঘমালা অত স্পর্ধা সহ্য করবে কেমনে,
তাই শেষমেষ ব্যাকুল হৃদয়ে কান্না হইয়াই ঝরে পড়ে।

ফাঁদ

উত্তম কুমার দাস 

মিঞা ভাই ফ্যাদ বুঝ ফ্যাদ
আমাগো ঘরে তো মাগ নাই সব শালা মাগী
হাপর ঝাপর কইরা সব লুইট্যা খাওনের চেষ্টা 
ফুলেরে তো দূরের থেইক্কা দেখন লাগে ওটা কি চটকানোর চিজ
   বাবুরাম,খেন্তি,চাপর খালু,আর 
ওই বুড়া বেটা সব শোনে
   বলবে কি শালারা কান কাটা
তবে ওরা সতর্ক....

মিঞা ভাই ফ্যাদে পা দিওনা।

একটি মন্তব্য পোস্ট করুন

39 মন্তব্যসমূহ

  1. আরে ছোটভাই তুমি পুরান ধারাই মারাইতে পাচ্ছো না আবার এসেছ নতুন ধারা নিয়ে? 😂😂😂
    তোমাকে নিয়ে আর পারি না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার পারা না পারা বিষয় নয়, যেটা বিষয় সেটা নিয়ে যোগ্যতা থাকলে আলোচনা করেন তো?

      মুছুন
  2. কথায় আছে না, ডিম পাড়ে হাসে খায় বাগডাশে, সেই হয়েছে অবস্থা ৷ এখনকার অনেক তরুণ কবি যেভাবে যেভাবে কবিতা লিখছে সেই কবিতার মূল প্রবণতাগুলোকে চিহ্নিত করে নতুনধারা ইশতেহার প্রকাশ করেছে যাতে করে মনে হয় যে, এদের ইশতেহার মেনেই এখনকার কবিকা কবিতা লিখছে৷ হাস্যকর কর্মকান্ড এসব৷ কোত্থেকে এসব ছাগলপাগলদের উদ্ভব হয় কে জানে! এরা কি মনে করে পাঠক বোকাচোদা? কিছু বোঝে না? গাণ্ডুর দল

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মতামতের জন্য ধন্যবাদ।
      নতুন ধারার এই মতবাদ শ্বেতপত্রের নিজস্ব মতবাদ নয়। কিন্তু আমরা চাই সাহিত্যের সকল মতবাদ নিয়েই আলোচনা সমালোচনা হোক। তাই এই মতবাদটি প্রকাশ করে আলোচনার সুযোগ করে দিয়েছি।

      মুছুন
  3. উত্তম কুমার এসব চোট্টামী কাজ ছাড়ো
    কবিতার খাতা ধরো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবিতার খাতা ধরেই আছে, সুনিদিষ্ট বিষয় ধরে মন্তব্য করুন।

      মুছুন
  4. রমজান আলী ত্রিমোহনিসোমবার, ১০ এপ্রিল, ২০২৩

    এসব কি বালের কাব্য লিখেছ মকু

    উত্তরমুছুন
  5. বাহ্ কি সুন্দর প্রবন্ধ
    মকলুদা তোমার উন্নতি হচ্চে

    উত্তরমুছুন
  6. লিখলো মকু নতুন ধারা
    চিন্তা গুলো ছারা ছারা
    নতুন কিছুই পেলাম না
    কবিতাগুলো খাপছাড়া
    এভাবে হয় না উন্নতি
    মকুর কি হবে পরিণতি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই লেখাটি উত্তম কুুমারের প্রবন্ধ। আপনি তাহলে একটা ইদ্রিস ধারা তৈরি করুন।

      মুছুন
  7. বাহ্ সুন্দর লাগলো তো মকলু নাইচ

    উত্তরমুছুন
  8. হারুন সাংবাদিক প্রেসক্লাবসোমবার, ১০ এপ্রিল, ২০২৩

    এই লেখক কি জানেন না যে, সাধু চলিত ভাষা মিশ্রণ দুষনীয়??? আমি ছোট বেলায় পড়েছি
    এই লেখকের কি প্রাইমারি শিক্ষাও নাই? ???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লেখক হতে হলে - প্রাইমারি, হাই স্কুল অথবা কলেজ পাস সার্টিফিকেট লাগে না হারুন সাহেব।

      মুছুন
    2. হারুন সাংবাদিক প্রেসক্লাবমঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

      লেখক হতে হলে যে প্রাইমারি, হাই স্কুল অথবা কলেজ পাস করা লাগে না তা তোমাকে দেখে বুঝেছি ছোটভাই
      নাহলে কি আর তোমার মতো অশিক্ষিত ছেলে কবিতার বই বের করে আবার সাংবাদিক সাজে বল????

      মুছুন
    3. আপনার মতো বলদের সাথে বলদ হতে যাচ্ছি না।

      মুছুন
  9. গুলতেকিন কোবরা সুলতানাসোমবার, ১০ এপ্রিল, ২০২৩

    শ্বেতপত্র কি এখন পুরাতন ধারা ছেড়ে নতুন ধারায় চলবে ?? পুরাতন ধারায় কি আর লিখতে পাচ্ছে না মকলু বন্ধু

    দেখি এবার নতুন ধারায় কি কি নতুন নৃত্য দেখাও পাঠককে
    আল্লাহই জানে এবার পাঠকের কপালে কি আছে
    আল্লা রক্ষা কর মকুর হাত থেকে

    উত্তরমুছুন
  10. মকলু ভাইয়া তুমি এগিয়ে যাও আমি তোমার সাতে আচি ৷ আমিও নতুন ধারায় কবিতা লিকি ৷ তুমিও নতুন ধারায় কবিতা লিকো ৷ পাটক তোমার সাতে আছে ৷ নতুন ধারা পতিস্টা পাবেই tumi agia jao muklu vaia
    Ami tomar fan

    উত্তরমুছুন
  11. যা বুঝলাম, কাঠালের রসের সাথে তালের রস মিশ্রিত করলে যে জুস হবে, তাকে নতুন ধারার জুস বলা হবে। নতুন আইডিয়ার জন্য ধন্যবাদ।

    উত্তরমুছুন
  12. সালাউদ্দীন মাঝিসোমবার, ১০ এপ্রিল, ২০২৩

    বা! লেখকের চিন্তার সাথে সহমত। দার্শনিক ভাইয়ের ভাবনার সাথে আমার মন মিলে গেছে। ভালো হয়েছে ভাই।

    উত্তরমুছুন
  13. শ্রদ্ধেয় সম্পাদক, আমার প্রাণভরা ভালোবাসা নিন। এরকম নতুন নতুন ভাবনা প্রকাশ করেন বলেই তো আপনাকে আমি ভালোবাসি।

    উত্তরমুছুন
  14. পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানী

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার কাছে পুরান পাগল আর নতুন পাগল মনে হলে কী বা করার আছে!

      মুছুন
  15. কিসমত জাহান টুনিসোমবার, ১০ এপ্রিল, ২০২৩

    এই জন্য আমি লিটলম্যাগাজিনের ফ্যান। নতুন নতুন ভাবনার সাথে পরিচিত হবো, চিনবো নতুন বাঙলার মনের সাথে, তবেই না সাহিত্য পাঠ সার্থক। ধন্যবাদ সম্পাদক, I love you

    উত্তরমুছুন
  16. মোর মনের কতা কইছেন ভাই। আসেন গালাগালি করি

    উত্তরমুছুন
  17. জীবন থেকে নেয়া নতুন ধারাকে স্বাগতম জানাই। এগিয়ে চলুন ভাই। আপনার উত্তম উন্নতি প্রত্যাশা করি।

    উত্তরমুছুন
  18. নতুন ধারা, নতুন কথা, নতুন ছন্দ, নতুন কবিতা কত রকমের কথাই যে শুনলাম এই জীবনে, সবকিছুই শেষে থোর বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোর

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তবুও কেউ কেউ চেষ্টা করে যায়। কারণ সাহিত্যিকের এটাই কাজ।

      মুছুন
  19. কেকা ফেরদৌসি আপার রেসিপির মত লাগল ৷ লুডুসের বিরানী
    এসব মোখলেছ সাংবাদিক ছাড়া কেউ খাবে না

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷