New

শ্বেতপত্র

সূত্র সময় / ✍️কেতকী বসু




পরিধানে বস্ত্র বিহীন পরের দিকে দৃষ্টি
আঙুল হেলন ঊর্ধ্ব পানে ফুটো ঘরে বৃষ্টি,
শার্সি র‍্যাপার কাদম্বরী মুনু পুষু তকমা
মুলতবি আজ আদালতে মুখোশ ধারি শর্মা।

চোখের ওপর চশমা পরে স্বার্থ নিয়ে হায়না
বধির হলো বিলেত বাবু কিচ্ছুটি সে কয়না,
নাকের ওপর চরকা দিয়ে ঘুরেই  চলে চরকি
ফুর্তি বাজের আড়ৎ ভাঙ্গে সুড়সুড়ি আর ফুরকি।

হজমি গুলি হজম করায় বিরিয়ানি আর কোর্মা
রঙের মেলায় চিত্র সাজায় পটল বাহার দোরমা।

একটি মন্তব্য পোস্ট করুন

20 মন্তব্যসমূহ

  1. গুলতেকিন কোবরা সুলতানারবিবার, ০৯ এপ্রিল, ২০২৩

    কবির ছন্দে দখল ভাল শুভকামনা

    মকলু এগিয়ে চল

    উত্তরমুছুন
  2. সুন্দর কবিতা লেগেচে

    উত্তরমুছুন
  3. অসাধারণ কবিতা লাগল। লেখিকার শব্দ ভাণ্ডার ও ব্যবহার উন্নতমানের। সম্পাদকের চিন্তা ও পছন্দের উন্নতি ঘটছে দেখে ভাল লাগল।

    উত্তরমুছুন
  4. কুদ্দুস ব্যাপারীরবিবার, ০৯ এপ্রিল, ২০২৩

    সম্বাদক ভই, আপনার এই উদ্যোগ উন্নতমানের। চলুক এগিয়ে সাহিত্যের সাদনা।

    উত্তরমুছুন
  5. কবিতাটি পছন্দ হল না। বস্ত্রবিহিন কল্পনা সমর্থন করি না।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সব লেখা সবার পছন্দ হয় না বা ভাল লাগে না।
      মন্তব্য করার জন্য সাধুবাদ জানাই।

      মুছুন
  6. অশালীন কবিতার নিন্দা জানাই। মোকলেছকে ১ম বার সতর্ক করা হল। এই জাতীয় কবিতা যেন আর কখনো প্রকাশ না করা হয়।

    উত্তরমুছুন
  7. ফেসবুকে গীতার ছবিসহ একটা পোস্ট এল সেখানে লেখা- "একবার এখানে স্পর্শ করুন একটা ভালো খবর পাবেন।" স্পর্শ করে ব্যাক করলাম তখনি নটিফিকেশন এল- mokhlesur rehman tagged tou in a post

    উত্তরমুছুন
  8. ছোট ভাগ্নির নামকরণের জন্য নাম খুঁজছি। শ্বেতপত্রের মতো Uncommon & unique নাম suggest করবেন please সাংবাদিক মোখলেছ ভাই৷ আপনার নামগুলো খুব fine

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আচ্ছা হাতির হোল সম্পাদক
      এবার একটি নাম দিয়ে আমার উপকার করুন

      মুছুন
  9. এক কাপ চায়ে আহা বস্ত্রবিহীন বালিকা

    উত্তরমুছুন
  10. অনন্য কবিতা৷ চমতকার

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়