পরিধানে বস্ত্র বিহীন পরের দিকে দৃষ্টি
আঙুল হেলন ঊর্ধ্ব পানে ফুটো ঘরে বৃষ্টি,
শার্সি র্যাপার কাদম্বরী মুনু পুষু তকমা
মুলতবি আজ আদালতে মুখোশ ধারি শর্মা।
চোখের ওপর চশমা পরে স্বার্থ নিয়ে হায়না
বধির হলো বিলেত বাবু কিচ্ছুটি সে কয়না,
নাকের ওপর চরকা দিয়ে ঘুরেই চলে চরকি
ফুর্তি বাজের আড়ৎ ভাঙ্গে সুড়সুড়ি আর ফুরকি।
হজমি গুলি হজম করায় বিরিয়ানি আর কোর্মা
রঙের মেলায় চিত্র সাজায় পটল বাহার দোরমা।
20 মন্তব্যসমূহ
ফাটাফাটি কবিতা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকবির ছন্দে দখল ভাল শুভকামনা
উত্তরমুছুনমকলু এগিয়ে চল
ধন্যবাদ
মুছুনসুন্দর কবিতা লেগেচে
উত্তরমুছুনঅসাধারণ কবিতা লাগল। লেখিকার শব্দ ভাণ্ডার ও ব্যবহার উন্নতমানের। সম্পাদকের চিন্তা ও পছন্দের উন্নতি ঘটছে দেখে ভাল লাগল।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনসম্বাদক ভই, আপনার এই উদ্যোগ উন্নতমানের। চলুক এগিয়ে সাহিত্যের সাদনা।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকবিতাটি পছন্দ হল না। বস্ত্রবিহিন কল্পনা সমর্থন করি না।
উত্তরমুছুনসব লেখা সবার পছন্দ হয় না বা ভাল লাগে না।
মুছুনমন্তব্য করার জন্য সাধুবাদ জানাই।
অশালীন কবিতার নিন্দা জানাই। মোকলেছকে ১ম বার সতর্ক করা হল। এই জাতীয় কবিতা যেন আর কখনো প্রকাশ না করা হয়।
উত্তরমুছুনআপনি একটা ব্যাখ্যা দেন
মুছুনফেসবুকে গীতার ছবিসহ একটা পোস্ট এল সেখানে লেখা- "একবার এখানে স্পর্শ করুন একটা ভালো খবর পাবেন।" স্পর্শ করে ব্যাক করলাম তখনি নটিফিকেশন এল- mokhlesur rehman tagged tou in a post
উত্তরমুছুনএমনটা ঘটার তো কোন কারণ নেই।
মুছুনছোট ভাগ্নির নামকরণের জন্য নাম খুঁজছি। শ্বেতপত্রের মতো Uncommon & unique নাম suggest করবেন please সাংবাদিক মোখলেছ ভাই৷ আপনার নামগুলো খুব fine
উত্তরমুছুনসাংবাদিক নয়, সম্পাদক
মুছুনআচ্ছা হাতির হোল সম্পাদক
মুছুনএবার একটি নাম দিয়ে আমার উপকার করুন
এক কাপ চায়ে আহা বস্ত্রবিহীন বালিকা
উত্তরমুছুনঅনন্য কবিতা৷ চমতকার
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷