New

শ্বেতপত্র

রাজবংশী কবিতা / নৃপেন বর্মণ




এক

তোর মুখোত এলা ভাষায় ভরা জিউ
চেঙরি তুই ভিড় ভাটটায় ক্যানে যাইস
ভালোই যদি বাসিস একটু এনা হাসিস
কথায় তুলিস ঝড় প্রেমে ডুবে মরনা !

দুই
সোনা বাড়িত থাকি বিরাস ক্যানে এলা
সাইনঝা কাল, ঘুটঘুটা আন্ধার আজই
ফম পড়ে না ? বাড়িৎ ঘরৎ মেলাকোনা
কাম, মুই এলায় ঘরৎ যাইম, আয়তো !


শিলিগুড়ি
০২/০৪/২৩

একটি মন্তব্য পোস্ট করুন

12 মন্তব্যসমূহ

  1. কিসুন্দর কবিতা বাহ্

    উত্তরমুছুন
  2. সুবোল চন্দ্র সাহারবিবার, ০৯ এপ্রিল, ২০২৩

    অংপুরি কবিতা নেইচকে মাইয়োর মাও

    উত্তরমুছুন
  3. ইকনা কবিতা পড়ি মোর মন না ভরে
    মকলুর মন ভরবার পায়, কারন মকলুর মন ছোটো মোর মন বড়ো

    উত্তরমুছুন
  4. মকলু তোমাকে ধন্যবাদ তুমি আরো শ্বেতপএ প্রকাশ কর বড় কবি হও

    উত্তরমুছুন
  5. তুই মুই ভাষায় এসব কি কবিতা
    ছি
    আমাদের সন্তান কি এসব ভাষা শিখবে?
    মোখলেস আপনার এসব অপকীর্তি বন্দ হবে না ? আপনার সন্তানকে আপনি তুই মুই ভাষা শেখান আমরা শেখাব না কোনদিন
    ভাল হয়ে যান

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পৃথিবীর সব ভাষা মানুষের সম্পদ।
      ইংরেজি শিখলে যেমন ইংরেজ হয় না, হিন্দি শিখলে ভারতীয় হয় না, পাক ভাষা শিখলে পাকিস্তানি হয় না, তেমনি তুই মুই শিখলে ভাষা নষ্ট হবে না, জাত যাবে না, ভাবনার কিচ্ছু নেই বরং সমৃদ্ধ হবে

      মুছুন
  6. আজ এই উপমহাদেশের অনন্য দার্শনিক রাহুল সংকৃত্তায়ন এর জন্মদিন। রাহুল সংকৃত্তায়ন না পড়ে আর যাইহোক জ্ঞানের দরজা খোলা সম্ভব নয়৷ কিন্তু বন্ধু মোখলেছুর তুই কি জীবনেও রাহুলের বই পড়েছিস?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রব্বানি - রাহুল সাংকৃত্তায়ন পড়েছি কিনা, সেটা কী পরীক্ষা দিতে হবে? একে ওকে মাইকিং করে জানাতে হবে!

      মুছুন
  7. এসব কেমন কাব্য মকু
    গ্রাম্য ভাষায় লিখে
    প্রমিত ভাষা পারে না নৃপেন
    যেন আমার কাছে শিখে

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷