এক
তোর মুখোত এলা ভাষায় ভরা জিউ
চেঙরি তুই ভিড় ভাটটায় ক্যানে যাইস
ভালোই যদি বাসিস একটু এনা হাসিস
কথায় তুলিস ঝড় প্রেমে ডুবে মরনা !
দুই
সোনা বাড়িত থাকি বিরাস ক্যানে এলা
সাইনঝা কাল, ঘুটঘুটা আন্ধার আজই
ফম পড়ে না ? বাড়িৎ ঘরৎ মেলাকোনা
কাম, মুই এলায় ঘরৎ যাইম, আয়তো !
শিলিগুড়ি
০২/০৪/২৩
12 মন্তব্যসমূহ
কিসুন্দর কবিতা বাহ্
উত্তরমুছুনঅংপুরি কবিতা নেইচকে মাইয়োর মাও
উত্তরমুছুনআপনার তা মনে হতে পারে।
মুছুনইকনা কবিতা পড়ি মোর মন না ভরে
উত্তরমুছুনমকলুর মন ভরবার পায়, কারন মকলুর মন ছোটো মোর মন বড়ো
বিরাট মন, খুবই সুন্দর!
মুছুনমকলু তোমাকে ধন্যবাদ তুমি আরো শ্বেতপএ প্রকাশ কর বড় কবি হও
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনসাথেই থাকুন
তুই মুই ভাষায় এসব কি কবিতা
উত্তরমুছুনছি
আমাদের সন্তান কি এসব ভাষা শিখবে?
মোখলেস আপনার এসব অপকীর্তি বন্দ হবে না ? আপনার সন্তানকে আপনি তুই মুই ভাষা শেখান আমরা শেখাব না কোনদিন
ভাল হয়ে যান
পৃথিবীর সব ভাষা মানুষের সম্পদ।
মুছুনইংরেজি শিখলে যেমন ইংরেজ হয় না, হিন্দি শিখলে ভারতীয় হয় না, পাক ভাষা শিখলে পাকিস্তানি হয় না, তেমনি তুই মুই শিখলে ভাষা নষ্ট হবে না, জাত যাবে না, ভাবনার কিচ্ছু নেই বরং সমৃদ্ধ হবে
আজ এই উপমহাদেশের অনন্য দার্শনিক রাহুল সংকৃত্তায়ন এর জন্মদিন। রাহুল সংকৃত্তায়ন না পড়ে আর যাইহোক জ্ঞানের দরজা খোলা সম্ভব নয়৷ কিন্তু বন্ধু মোখলেছুর তুই কি জীবনেও রাহুলের বই পড়েছিস?
উত্তরমুছুনরব্বানি - রাহুল সাংকৃত্তায়ন পড়েছি কিনা, সেটা কী পরীক্ষা দিতে হবে? একে ওকে মাইকিং করে জানাতে হবে!
মুছুনএসব কেমন কাব্য মকু
উত্তরমুছুনগ্রাম্য ভাষায় লিখে
প্রমিত ভাষা পারে না নৃপেন
যেন আমার কাছে শিখে
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷