প্রাণবন্ত ও ঋদ্ধ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন শ্বেতপত্র'র সাহিত্য বৈঠক-৩। আয়োজনের শুরুতে শ্বেতপত্রের বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন, মধ্য পর্বে বৈশাখের কবিতা পাঠ, শেষাংশে সাহিত্য ও সংস্কৃতি, বাঙলা বর্ষপঞ্জি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। আলোচনা করেন- কবি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, গল্পকার ও সম্পাদক জুলকারনাইন স্বপন, কবি ও আবৃত্তি শিল্পী আশীষ বকসি, প্রাবন্ধিক, অনুবাদক ও শিক্ষক সুশান্ত বর্মণ, কুড়িগ্রাম জেলা উদীচীর সহঃ সম্পাদক ও প্রাবন্ধিক রাই বাবু, কবি ও সম্পাদক সাম্য রাইয়ান এছাড়াও কবিতা পাঠ করেন শিশু লেখক নাজমুল হাসান।
শ্বেতপত্র সাহিত্য বৈঠকের সভাপতিত্ব করেন মোকলেছুর রহমান।
29 মন্তব্যসমূহ
তুই এত কিপ্টা কেন ? ইফতার খাওয়ানোর ভয়ে ডাকলি না
উত্তরমুছুনতুই এখনো ভাল হইলি না রে বন্ধু
তুই বন্ধু নামে কলঙ্ক হারকিপ্টাই থেকে গেলি এখনো
ঈদের দাওয়াত রইল
মুছুনতুই তো আগে থাকি অমন মকলু দাওয়াত দিয়ে পালাইস
মুছুনকলেজ লাইফে তুই এমন ছিলু এলাও তুই কিপ্টামি করিস রে
তোমার ট্যাগের চোদনে গর্ভবতি হয়ে যাচ্ছি ছোটভাই
উত্তরমুছুনসিনিয়র এসব কী বলেন!
মুছুননা বলে আর পারলাম না ছোটভাই
মুছুনতুমি কেমন মোকছেদ ভাবো তো তুমি নিজের একটা ছবি আপলোড দিলে ট্যাগ করো কেন? তোমার ছবি দেখে আমি কি করব? কি লাভ আমার ? তুমি কোন সালমান শাহ? শেতপএ আর সাহিত্য ছাড়া যদি নিজের ছবি বালছাল ট্যাগ করো এরপর তোমার গোয়ায় লাত্থি মেরে গোয়া ফাটাব
ছবি ট্যাগ করেছি বলে, এমন কথা বলতে পারলেন?
মুছুনতাহলে এখন থেকে সালমান শাহ ছবি ট্যাগ করব!
মকলু তুমি কেমন সাংবাদিক সংবাদ লিকতে পারো না
উত্তরমুছুনABUL BSC কী বোঝাতে চাচ্ছেন, ক্লিয়ার করে বলুন?
মুছুনবোঝাতে চাচ্ছি যে এই যে সংবাদটি লিখেছ ৷ সেটি এত নিম্নমানের কেন ? তুমি নাকি বাংলায় মাস্টার্স ?
মুছুনআপনি আসিয়েন উচ্চ মানের সংবাদ কেমন করে রচনা করতে হয়, তা বলবেন!
মুছুনসঞ্চালনা ও সভাপতি 😂😂😂
উত্তরমুছুনতুই শালা সত্যিকারের গামবাট
তোকে কে সম্পাদক বানাইচে রে
তুই হালা মাদারচোত ক্যাডা হে
মুছুনমোকলু একডা ভাল কাজ করতাছে, তুই কোন গান্ডুর ব্যাডা এগিলা লইয়া কথা বইলবার যোগ্যতা আছে, নিজ গোয়ায় তেল ঢাল
আরে শালা মকলুচোদা তুই বুজিস না যে সঞ্চালক ও সভাপতি হয় না
মুছুনতুই শালা এত অশিক্ষিত ? তোক সভাপতি সাজায় নাগবে? তুই শালা যা করলু রে কুড়িগ্রামোত তোক জুতাপিটা করে না কাইয়ো?
এমনও হয়।
মুছুনভদ্রতা বজায় রাখুন।
মাত্র ছয় জন নিয়া সাহিত্য বৈঠক। হাসালিরে পাগলা, হাসালি।
উত্তরমুছুনআরো অনেকে ছিল
মুছুনএই কয়জন লোক নিয়ে সাহিত্য আসর? এটা কেমন পএিকা অযোগ্য সম্পাদক
উত্তরমুছুনসাহিত্য বৈঠকের একাংশের ছবি এটা
মুছুনসভাপতি সেজেছে এবার মকু
উত্তরমুছুনলাগছে তাকে টাকু
কেউ আসে না তাহার ডাকে
নিধিরাম সর্দার সে ভোকে
তবু ভাবে নিজেকে হাতির হোল
কিভাবে হবে উন্নতি তার
আজেবাজে বোল৷
সঞ্চালনা করে সে
নিজেকে ভাবে সভাপতি
এত গাম্বাট সে
ননসেন্স অশিক্ষিত পতি
ইদ্রিস আলী আপনি গালাগালির কাব্য না লিখে, ভালো কিছু লেখার চেষ্টা করেন। তাতে আপনারই মঙ্গল!
মুছুনসঞ্চালক কোনদিন সভাপতি হয় রে মোকলেছ ? তুমি কি গরু ? গাধা ? এত বড় একটা ছেলে এটুকু বোঝ না ? এতবছর ছাত্র ইউনিয়ন করে কোন বালই শিখলে না ? আমি সত্যি অবাক তোমার এই পরিণতি দেখে ৷ রাবিশ
উত্তরমুছুনতোমার বন্ধুরা কেউ তোমাকে বলে না এসব ? নাকি কারো কথা শোন না ? আগে শেখ পরে লেখ ৷ আশা করি বুঝাতে পেরেছি তোমাকে৷ আগে ভাল করে পড় জানো বোঝ তারপর লিখিও ৷
পোস্ট দিতে ভুল হয়ে গেছিল, ঠিক করে দেয়া হয়েছে। এমন হওয়ার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
মুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনতবু যে আয়োজন করেছ এর জন্য শুভকামনা
উত্তরমুছুনবর্তমান বাস্তবতায় এমন আয়োজন আরো হওয়া উচিত
উত্তরমুছুনশুভকামনা সম্পাদক
ধন্যবাদ
মুছুনকুড়িগ্রামে এমন আয়োজন হয় না মোখলেছ সাহেব
উত্তরমুছুনআপনি কুড়িহ্রামের জাতির গর্ব
ধন্যবাদ
মুছুনআপনার মুখে ফুল-চন্দন পড়ুক!
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷