New

শ্বেতপত্র

অনুষ্ঠিত হয়ে গেল- শ্বেতপত্র সাহিত্য বৈঠক-৩



প্রাণবন্ত ও ঋদ্ধ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন শ্বেতপত্র'র সাহিত্য বৈঠক-৩। আয়োজনের শুরুতে শ্বেতপত্রের বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন, মধ্য পর্বে বৈশাখের কবিতা পাঠ, শেষাংশে সাহিত্য ও সংস্কৃতি, বাঙলা বর্ষপঞ্জি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। আলোচনা করেন- কবি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, গল্পকার ও সম্পাদক জুলকারনাইন স্বপন, কবি ও আবৃত্তি শিল্পী আশীষ বকসি, প্রাবন্ধিক, অনুবাদক ও শিক্ষক সুশান্ত বর্মণ, কুড়িগ্রাম জেলা উদীচীর সহঃ সম্পাদক ও প্রাবন্ধিক রাই বাবু, কবি ও সম্পাদক সাম্য রাইয়ান এছাড়াও কবিতা পাঠ করেন শিশু লেখক নাজমুল হাসান।
শ্বেতপত্র সাহিত্য বৈঠকের সভাপতিত্ব করেন মোকলেছুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

29 মন্তব্যসমূহ

  1. গুলতেকিন কোবরা সুলতানাশুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

    তুই এত কিপ্টা কেন ? ইফতার খাওয়ানোর ভয়ে ডাকলি না

    তুই এখনো ভাল হইলি না রে বন্ধু
    তুই বন্ধু নামে কলঙ্ক হারকিপ্টাই থেকে গেলি এখনো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুই তো আগে থাকি অমন মকলু দাওয়াত দিয়ে পালাইস
      কলেজ লাইফে তুই এমন ছিলু এলাও তুই কিপ্টামি করিস রে

      মুছুন
  2. তোমার ট্যাগের চোদনে গর্ভবতি হয়ে যাচ্ছি ছোটভাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না বলে আর পারলাম না ছোটভাই
      তুমি কেমন মোকছেদ ভাবো তো তুমি নিজের একটা ছবি আপলোড দিলে ট্যাগ করো কেন? তোমার ছবি দেখে আমি কি করব? কি লাভ আমার ? তুমি কোন সালমান শাহ? শেতপএ আর সাহিত্য ছাড়া যদি নিজের ছবি বালছাল ট্যাগ করো এরপর তোমার গোয়ায় লাত্থি মেরে গোয়া ফাটাব

      মুছুন
    2. ছবি ট্যাগ করেছি বলে, এমন কথা বলতে পারলেন?
      তাহলে এখন থেকে সালমান শাহ ছবি ট্যাগ করব!

      মুছুন
  3. মকলু তুমি কেমন সাংবাদিক সংবাদ লিকতে পারো না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ABUL BSC কী বোঝাতে চাচ্ছেন, ক্লিয়ার করে বলুন?

      মুছুন
    2. বোঝাতে চাচ্ছি যে এই যে সংবাদটি লিখেছ ৷ সেটি এত নিম্নমানের কেন ? তুমি নাকি বাংলায় মাস্টার্স ?

      মুছুন
    3. আপনি আসিয়েন উচ্চ মানের সংবাদ কেমন করে রচনা করতে হয়, তা বলবেন!

      মুছুন
  4. সঞ্চালনা ও সভাপতি 😂😂😂
    তুই শালা সত্যিকারের গামবাট
    তোকে কে সম্পাদক বানাইচে রে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুই হালা মাদারচোত ক্যাডা হে
      মোকলু একডা ভাল কাজ করতাছে, তুই কোন গান্ডুর ব্যাডা এগিলা লইয়া কথা বইলবার যোগ্যতা আছে, নিজ গোয়ায় তেল ঢাল

      মুছুন
    2. আরে শালা মকলুচোদা তুই বুজিস না যে সঞ্চালক ও সভাপতি হয় না
      তুই শালা এত অশিক্ষিত ? তোক সভাপতি সাজায় নাগবে? তুই শালা যা করলু রে কুড়িগ্রামোত তোক জুতাপিটা করে না কাইয়ো?

      মুছুন
  5. মাত্র ছয় জন নিয়া সাহিত্য বৈঠক। হাসালিরে পাগলা, হাসালি।

    উত্তরমুছুন
  6. এই কয়জন লোক নিয়ে সাহিত্য আসর? এটা কেমন পএিকা অযোগ্য সম্পাদক

    উত্তরমুছুন
  7. সভাপতি সেজেছে এবার মকু
    লাগছে তাকে টাকু
    কেউ আসে না তাহার ডাকে
    নিধিরাম সর্দার সে ভোকে

    তবু ভাবে নিজেকে হাতির হোল
    কিভাবে হবে উন্নতি তার
    আজেবাজে বোল৷

    সঞ্চালনা করে সে
    নিজেকে ভাবে সভাপতি
    এত গাম্বাট সে
    ননসেন্স অশিক্ষিত পতি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইদ্রিস আলী আপনি গালাগালির কাব্য না লিখে, ভালো কিছু লেখার চেষ্টা করেন। তাতে আপনারই মঙ্গল!

      মুছুন
  8. সঞ্চালক কোনদিন সভাপতি হয় রে মোকলেছ ? তুমি কি গরু ? গাধা ? এত বড় একটা ছেলে এটুকু বোঝ না ? এতবছর ছাত্র ইউনিয়ন করে কোন বালই শিখলে না ? আমি সত্যি অবাক তোমার এই পরিণতি দেখে ৷ রাবিশ

    তোমার বন্ধুরা কেউ তোমাকে বলে না এসব ? নাকি কারো কথা শোন না ? আগে শেখ পরে লেখ ৷ আশা করি বুঝাতে পেরেছি তোমাকে৷ আগে ভাল করে পড় জানো বোঝ তারপর লিখিও ৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পোস্ট দিতে ভুল হয়ে গেছিল, ঠিক করে দেয়া হয়েছে। এমন হওয়ার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

      মুছুন
  9. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  10. তবু যে আয়োজন করেছ এর জন্য শুভকামনা

    উত্তরমুছুন
  11. বর্তমান বাস্তবতায় এমন আয়োজন আরো হওয়া উচিত
    শুভকামনা সম্পাদক

    উত্তরমুছুন
  12. কুড়িগ্রামে এমন আয়োজন হয় না মোখলেছ সাহেব
    আপনি কুড়িহ্রামের জাতির গর্ব

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়