গলাটা পুড়ে কাঠ, হাত দুটো জ্বলে গেছে
শরীরটা গেছে ঝলসে, কোমরটা কয়লা,
পাদুটো পৃথক করা যায় না।
এ কথা আমার কাছে শুনে
চায়ের দোকানে উন্নয়নের বয়ান দেয়া
দেশপ্রেমিক লোকটি বলল,
আহা, কে মরল গো ভাই?
বললাম, এভাবেই পুড়েছে জামা আর প্যান্ট।
লোকটির দুশ্চিন্তা দূর হলো—
দূর মিয়া, আমি তো ভেবেছি মানুষ।
এই বলে সে আবার উন্নয়নের গল্পে ফিরে গেল।
লোকটিকে খুব অশ্লীল লাগছে।
যতবার সে 'উন্নয়ন' উচ্চারণ করছে
আমি ততবার তার দিকে তাকিয়ে দেখি— 'উলঙ্গ।'
শরীর আছে, শরীরে জামা আর প্যান্ট নেই,
যেহেতু আগুনে পুড়ে গেছে পোশাকের মার্কেট —
বঙ্গবাজার।
----------------------------------------------------------
( ৪ এপ্রিল ২০২৩ রাজধানীর বিখ্যাত পাইকারি পোশাকের মার্কেট 'বঙ্গবাজার' আগুনে পুড়ে ছাই)
4 মন্তব্যসমূহ
বিপ্লব দির্ঘজিবি হোক
উত্তরমুছুনদুনিয়ার মজদুর এক হও লড়াই কর
উত্তরমুছুনজয় আমাদর হবে
কবিকে গভীর সংহতি জানাই
মারাত্মক কবিতা। মর্মের ভিতরে গিয়ে টান দিল। বের হয়ে আসল কাব্যের হাহাকার। ধন্যবাদ কবি ও সম্পাদক
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷