New

শ্বেতপত্র

ঘটনা : অনিরুদ্ধ সুব্রত



ধরুন হঠাৎ করেই একজন ডাক্তার এসে
দুম করে আপনার শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে দিল

ঘটনা আকস্মিক হলেও, অনভিপ্রেত নয়, জানেন
কিন্তু সিরিঞ্জে আসলে কিছুই দেওয়া হচ্ছিল না ;
বরং সেটাই ক্ষণিক অবকাশে বুঝতে পারলেন
শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে বহুকিছু ;

এই আপাত চঞ্চল চিকিৎসায় আপনি নিতান্ত
অবাক হননি তা নয়, কিন্তু কী হলো তারপর
অসুস্থ বোধ করায় বুঝতে পারছিলেন না
কিছুতেই

আরোগ্য এভাবেও হয়...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷