New

শ্বেতপত্র

আত্মা ফিরে পেল / শান্তনু বন্দ্যোপাধ্যায়



যখন কাব্যব্যথা থমকে গিয়েছিল 

জৈবকাতর পথে শাপের বলি সে ---

তুমি কী সেই কবি পাপের পরিপথ

গলিয়ে দিয়েছিলে মেট্রোপলিসে!


তুমি কী সেই মায়া  প্রি-কলোনিয়াল এক

অমরা এঁকে দিলে নৌকাগাত্রে?

জৈবকাতর চাওয়া  অলখে ভেসে গেল

পান্ডু গঙ্গায়  ও সূর্যাস্তে!


যখন ভেবে গেছি নদীরা মরে গেলে,

দুচোখে পাললিক, কোথায় ফিরে পাবো ---

মৃত সে প্যাগোডারা আত্মা ফিরে পেলে,

পিয়াল বন হবে আবার হরিদ্রাভ!


কবিতা লিখে গেলে নরকে ধূলো মেখে

বারানবতের এই জতুগৃহতে ---

রবীন্দ্রনাথ আর কাফকা মিশে গেল

নতুন বেশে এলে প্রাচীন কিহোতে!


ভ্রষ্ট বীজহারা হল না বৃক্ষরা 

প্রথমে প্রতিবাদ, পরে আপোস ---

নিহত প্যাগোডারা আত্মা ফিরে পেল

কবিতা লিখলেন শঙ্খ ঘোষ!

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. অযোগ্য সম্পাদক এবার যোগ্য কাব্য প্রকাশ করেছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিষয়ের আদ্যপান্ত না জেনে অযথা অমার্জিত মন্তব্য করেন কেন, এটা কী ভদ্রতা?

      মুছুন
  2. ভোক্চোদ সম্পাদক কি শঙ্খ ঘোষকে চিনে? 😂😂
    ছাগলচোদাটা এসবের কি বুঝে
    ওকে কবি কবিতা দেয় কেন
    ছাগল দিয়া জমি চাষ হবে না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুই কে হে বাল
      সম্পাদক শঙ্খ ঘোষকে না চিনিলে সম্পাদনা করিতে আইসে, তুই মনে হয় ছাগলের চার নাম্বার বাচ্চা যেই কারনে অবাঞ্চিত ভ্য ভ্য করিস। তুই এমন একখান হাল ধরি দেখাস না কেন?
      মোকলেছুর ভাই কাজ করছে, আর কাজ করলে ভালো মন্দ তো থাকবেই।

      মুছুন
  3. জৈবকাতর চাওয়া অলখে ভেসে গেল

    পান্ডু গঙ্গায় ও সূর্যাস্তে!- সম্পাদক এইসব কি ছাপে পত্রিকায়। অশ্লীল কথা পড়ে আমার রোজায় ভাইঙ্গা গেল। সম্পাদকের শাস্তি চায়।

    উত্তরমুছুন
  4. পায়খানা মল্লিকশনিবার, ০৮ এপ্রিল, ২০২৩

    শেতপত্র পত্রিকা আমার পছন্দ হয়েচে
    মকলুদা আমি নিয়মিত পড়ি

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷