New

শ্বেতপত্র

ক্ষত / সুবীর সরকার




কত কত ফেলে আসা দুপুর!
ভাঙা কাঠের ব্রিজ
জঙ্গল থেকে দৌড়ে পালানো
                                       হরিণ
হালের গরুর ছায়ায় ঝুঁকে পড়া
                                        জীবন
হারিয়ে যাওয়া বন্ধুরা ফ্রেমে ফিরে
                                          আসলে
ছুঁয়ে থাকি সমস্ত দংশনক্ষত।
যে নদীতে দোয়েল স্নান করে
যে বিকেল জুড়ে কেবল ধানের গন্ধ
শবাধার ও শীতের শিস
আমরা মাছরাঙার ছবি তুলি

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. :শবাধার ও শীতের শিস/ আমরা মাছরাঙার ছবি তুলি '-- মনে থেকে যাবে এই চিত্রকল্প।

    উত্তরমুছুন
  2. এইটা হইল শুদ্ধ কবিতা৷ কি তার ভাব, আর কি তার ভাষা৷

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়