কত কত ফেলে আসা দুপুর!
ভাঙা কাঠের ব্রিজ
জঙ্গল থেকে দৌড়ে পালানো
হরিণ
হালের গরুর ছায়ায় ঝুঁকে পড়া
জীবন
হারিয়ে যাওয়া বন্ধুরা ফ্রেমে ফিরে
আসলে
ছুঁয়ে থাকি সমস্ত দংশনক্ষত।
যে নদীতে দোয়েল স্নান করে
যে বিকেল জুড়ে কেবল ধানের গন্ধ
শবাধার ও শীতের শিস
আমরা মাছরাঙার ছবি তুলি
2 মন্তব্যসমূহ
:শবাধার ও শীতের শিস/ আমরা মাছরাঙার ছবি তুলি '-- মনে থেকে যাবে এই চিত্রকল্প।
উত্তরমুছুনএইটা হইল শুদ্ধ কবিতা৷ কি তার ভাব, আর কি তার ভাষা৷
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷