New

শ্বেতপত্র

মিঠা মিঠা বোল / শর্মিষ্ঠা বিশ্বাস



জেলের মতো, কোনো এক একাগ্র রাত জলের সংসারে জাল ফেলতে ফেলতে নৌকো বাইছে। পথের আনন্দ বোঝে পথ।আকাশে আঁকড় নক্ষত্রের জামা নেই প্যান্ট নেই, একথা জানেনা জলপদ্মের কোমল প্রাণ। চলেছে জলযান। যারা ঘরে ফেরে, যারা ফিরতে পারেনি অসীম অন্ধকারে, তাদেরই মাঝখানে খাপলার জালে চোখ কানা ভাঙা ঘুড়ি, সে এক আশ্চর্য তরঙ্গহীন মাছের চোখে চোখ রেখে কথা বলা একমাত্র আলো, কবি তাকে গভীর প্রেমে স্ব কাশে ডাকে -
আয় চাঁদ আয় প্রেমকান্ত আমার,তুই সেই আধো আধো মিঠা মিঠা বোল বলা ঝুমুরিয়া মাছ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. মারাত্মক কবিতা৷ মনটা শীতল হয়ে গেল৷ কবিকে ধন্যবাদ৷

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷