জসিমুদ্দিনের কবিতা
গরীবের ঘরে ঈদ আসে নাই
আসিয়াছে এক ঝড়
উৎসব আসিলেই যায় যে বোঝা
আপন কিংবা পর।
রবি বাবুর কবিতা
বাবু কহিলেন, বুঝেছো উপেন
তোমার কিসের ঈদ?
নুন মাখিয়া পান্তা খাইয়া
দাও গে গিয়ে নিঁদ।
কহিলাম আমি, মেরো না হুজুর
এমনিতেই আমি মরা
প্রত্যহ খাই যে পান্তা, তাই
পেটে পড়িয়াছে চরা।
27 মন্তব্যসমূহ
বা! দারুণ কবিতা। আপনি আমার বস।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকবির রসবোধ আকর্ষণীয়। সুন্দর লাগল।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅনবদ্য কবিতা। ভালো লেগেছে।
উত্তরমুছুনঅনবদ্য কবিতা। পাঠ করলে মন ছুয়ে যায়
মুছুনএক্কেবারে মনের মতো কবিতা লিখছেন ভাইজান। আসেন কোলাকুলি করি।
উত্তরমুছুনমাসাল্লা। ঝাক্কাস লেখছেন। যাতা চলবে
উত্তরমুছুনকবির কাব্যপ্রতিভার প্রশংসা করছি। তার সমাজচেতনার বহির্প্রকাশটিও অনবদ্য। ভালো লেগেছে। কবি ও সম্পাদক দুজনকেই শুভেচ্ছা।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনGood poem
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনমারাত্মক কবিতা৷ আমি অজ্ঞান
উত্তরমুছুনকী বলেন, আবার কবিতাটি পড়ে জ্ঞান ফিরায়ে আনেন।
মুছুনযার নাই কোন গতি, সেই করে কবিগিরি- মুরুব্বীরা এ্মনিই এই কথা কয় নাই। এই কবিতাগুলো এই অপৎকৃষ্ট উদাহরণের শ্রেষ্ঠ নিদর্শণ। সম্পাদকের কি সাধারণ শিক্ষাও নাই, এইসব অখাদ্যকে কবিতা হিসেবে প্রকাশ করে? যত্তোসব
উত্তরমুছুনকে এই আবুহেনা
কোথাকার হাতির হোল সে?
আপনি একটা কবিতা লিখে দেখান, যে ওনার চেয়ে ভালো লেখেন।
মুছুনপড় আমার কবিতাঃ
মুছুনরক্তের রং লাল
ওরে কপাল
দুই লাইনের কবিতার কি গভীর কথা লিখেছি বুঝতে হলে গবেষনা করতে হবে ৷ তুমি পারবে এমন লিখতে ছোটভাই??? তোমার আবু হেনা পারবে?
ওয়াও মনোয়ার হোসেন আপনি তো গ্রেট। আপনার কবিতার গবেষক দিতে হবে
মুছুনএসব কি কবিতা?????? কবিতা কি ফাজলামি করার জিনিষ??????????
উত্তরমুছুনএগুলো যদি কবিতা কই
উত্তরমুছুনআবুহেনার পুটকী সই
নয়ন আহমেদ সংযত হন
মুছুনকি মিস্টি কবিতা৷ এই কবির আরও মজার কবিতা পড়তে চাই ওগো সম্পাদক৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনব্যাঙ্গসাহিত্যের গোয়া মারা সারা
উত্তরমুছুনকবিতার গোয়া মেরে দিল রে
উত্তরমুছুনআসুন আমরা এখন আবু হেনার গোয়া মারি
ওরে চোদন
উত্তরমুছুনএগুলোোকে কবিতা বলে?
যেমন অচোদা কবি
তেমন অচোদা সম্পাদক
দুজনের মাথা ন্যাডৃা করে ঘোল ঢেলে দেও সবাই
বিষয় বর্হিভুত মন্তব্য করার জন্য আপনার মাথায় আগে ঘোল ঢালা বাঞ্চনীয়।
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷