New

শ্বেতপত্র

রবি বাবু ও জসিমুদ্দিনের সমকালীন কবিতা : আবু হেনা মুস্তফা


জসিমুদ্দিনের কবিতা


গরীবের ঘরে ঈদ আসে নাই
আসিয়াছে এক ঝড়
উৎসব আসিলেই যায় যে বোঝা
আপন কিংবা পর।

রবি বাবুর কবিতা


বাবু কহিলেন, বুঝেছো উপেন
তোমার কিসের ঈদ?
নুন মাখিয়া পান্তা খাইয়া 
দাও গে গিয়ে নিঁদ।
কহিলাম আমি, মেরো না হুজুর
এমনিতেই আমি মরা
প্রত্যহ খাই যে পান্তা, তাই
পেটে পড়িয়াছে চরা।


একটি মন্তব্য পোস্ট করুন

27 মন্তব্যসমূহ

  1. বা! দারুণ কবিতা। আপনি আমার বস।

    উত্তরমুছুন
  2. কবির রসবোধ আকর্ষণীয়। সুন্দর লাগল।

    উত্তরমুছুন
  3. অনবদ্য কবিতা। ভালো লেগেছে।

    উত্তরমুছুন
  4. এক্কেবারে মনের মতো কবিতা লিখছেন ভাইজান। আসেন কোলাকুলি করি।

    উত্তরমুছুন
  5. মাসাল্লা। ঝাক্কাস লেখছেন। যাতা চলবে

    উত্তরমুছুন
  6. কবির কাব্যপ্রতিভার প্রশংসা করছি। তার সমাজচেতনার বহির্প্রকাশটিও অনবদ্য। ভালো লেগেছে। কবি ও সম্পাদক দুজনকেই শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  7. মারাত্মক কবিতা৷ আমি অজ্ঞান

    উত্তরমুছুন
  8. যার নাই কোন গতি, সেই করে কবিগিরি- মুরুব্বীরা এ্মনিই এই কথা কয় নাই। এই কবিতাগুলো এই অপৎকৃষ্ট উদাহরণের শ্রেষ্ঠ নিদর্শণ। সম্পাদকের কি সাধারণ শিক্ষাও নাই, এইসব অখাদ্যকে কবিতা হিসেবে প্রকাশ করে? যত্তোসব

    কে এই আবুহেনা
    কোথাকার হাতির হোল সে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি একটা কবিতা লিখে দেখান, যে ওনার চেয়ে ভালো লেখেন।

      মুছুন
    2. পড় আমার কবিতাঃ

      রক্তের রং লাল
      ওরে কপাল

      দুই লাইনের কবিতার কি গভীর কথা লিখেছি বুঝতে হলে গবেষনা করতে হবে ৷ তুমি পারবে এমন লিখতে ছোটভাই??? তোমার আবু হেনা পারবে?

      মুছুন
    3. ওয়াও মনোয়ার হোসেন আপনি তো গ্রেট। আপনার কবিতার গবেষক দিতে হবে

      মুছুন
  9. এসব কি কবিতা?????? কবিতা কি ফাজলামি করার জিনিষ??????????

    উত্তরমুছুন
  10. এগুলো যদি কবিতা কই
    আবুহেনার পুটকী সই

    উত্তরমুছুন
  11. কিসমত জাহান টুনিসোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

    কি মিস্টি কবিতা৷ এই কবির আরও মজার কবিতা পড়তে চাই ওগো সম্পাদক৷

    উত্তরমুছুন
  12. ব্যাঙ্গসাহিত্যের গোয়া মারা সারা

    উত্তরমুছুন
  13. কবিতার গোয়া মেরে দিল রে
    আসুন আমরা এখন আবু হেনার গোয়া মারি

    উত্তরমুছুন
  14. ওরে চোদন
    এগুলোোকে কবিতা বলে?
    যেমন অচোদা কবি
    তেমন অচোদা সম্পাদক
    দুজনের মাথা ন্যাডৃা করে ঘোল ঢেলে দেও সবাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিষয় বর্হিভুত মন্তব্য করার জন্য আপনার মাথায় আগে ঘোল ঢালা বাঞ্চনীয়।

      মুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷