New

শ্বেতপত্র

মরমীপ্রাণ চিন্তাটুকুর অন্তরালে ভাসমান লেখাপত্রের কাব্যধারা এবং পূর্ণচন্দ্রের বারতা (জীবনান্দীয় স্বাদের মরমী কবিতা) / আকতার হোসেন


তন্দ্রাহত এই সমকালে যখন পাখিরা ভিজে যায়,
তখন বিকাশের ছায়ায় হেঁটে চলি,
দূর জলোচ্ছাস শুধু হাতছানি দেয়,
আর নীলঘাসে জেগে থাকে অনাবিল ধারা৷

পশ্চাতে মাউস আর কি যেন আহা!
হবে অনুপম তারকার সুরাহা৷
পত্রের উল্টোপথে বিরহিত শুদ্ধ
নাগরিক বালুতে পদচারী তুমি ও আমি
নগদে গভীর মহৎ ঘাই শকুনের ডাক
বেদনার নীতিজ্বালা মুফতে পাক৷

পল্লবিত বিনয়ের বেদনায়
নৈসঙ্গ ও উদ্বেলিত জংঘায়,
আমাদের উৎস জাতি ভ্রমণ এবং শ্রমনে বিগলিত
সেই দূরাকাশ বৈকাল হ্রদে ডুবন্ত সৌরভ ও মেঠোসুর কাকলী গায়,
ঝুড়ো নির্মাণে রূপায়ন নেই সিলেবাসে
যত ব্যবহারিক ইতিহাস রোমের জানালায়,
শিশিরলেখার পাশে
খাপ খেয়ে গেছে স্রোতে ও আমাবস্যার নিরালায়৷

একটি মন্তব্য পোস্ট করুন

88 মন্তব্যসমূহ

  1. এই কবিতায় কুড়িগ্রামের প্রবীণ নাট্যকার সরদার মোহম্মদ রাজ্জাকের প্রভাব দেখা যাচ্ছে৷ তার অনুকরনে এই কবিতা লেখা হয়েছে৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুমি কে হে? কবিতার কিছু বোঝো? এটা বিখ্যাত ধারার কবিতা৷ এটা প্রাজ্ঞ ব্যাক্তিদের নিজস্ব পদ্ধতি৷

      মুছুন
    2. ডাইনোসর আমলের কাব্যধারা

      মুছুন
    3. এসব কি কথা। কবিতা বোঝেন না, সেকথা বলেন। আপনি জীবনে ডাইনোসর দেখেছেন? বোঝেন ডাউনোসর কয় প্রকার?

      মুছুন
    4. আকতার ভাইয়া মাতা ঠান্ডা করেন থানায় কেচ করেন

      মুছুন
  2. অনুকরণ জিনিশটা খুব খারাপ আকতার ভাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি কাউকে পুছি না ভাইজান৷ কেউ আমাকে নকল করলে করতে পারে৷

      মুছুন
  3. অনুকরণকারী কখনো বেহেস্তে যেতে পারবে না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি কাউকে পুছি না ভাইজান৷ কেউ আমাকে নকল করলে করতে পারে৷

      মুছুন
    2. ঢাল তরোয়াল নেই, নিধিরাম সর্দার হা হা হা....

      মুছুন
    3. নামহীন ভাই কি বলেন? এই মুহুর্তে হাতে চাপাতি ধরে আছি। জা জানেন না, তা কেন বলেন?

      মুছুন
    4. আকতার হোসেন মাথা ঠান্ডা রাখেন।
      এসব কি চাপাতি, কাদা ছোরাছুরি প্লিজ বন্ধ করেন। পাঠক তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

      মুছুন
    5. মকলু ভয় পাইও না৷ তখন মুরগি জবাই করতে করতে কমেন্ট করছিলাম৷

      মুছুন
  4. অনবদ্য কবিতা৷ নতুন সূর্যের মতো চকচকে স্বাদ৷ ভালো লেগেছে৷ কবিকে স্বাগতম৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ৷ আপনার মতো রসিক বিদগ্ধ ও প্রাজ্ঞ পাঠক বিরল৷

      মুছুন
  5. প্রাজ্ঞ ব্যাক্তিদের নিজস্ব শৈলীর এই বিখ্যাত ধারার কবিতাটি প্রকাশ করার জন্য সম্পাদককে ধন্যবাদ৷ তোমার পত্রিকা ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে অপরূপ ভূমিকার জন্য অমোচনীয় কীর্তি হয়ে গেল৷

    উত্তরমুছুন
  6. উন্নতমার্গীয় কবিতা। প্রকাশ করে সম্পাদক ভালো কাজ করেছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শ্বেতপত্র পাঠ করার জন্য ধন্যবাদ

      মুছুন
    2. ধন্যবাদ ভাই। মার্গরাজ্যে আপনার যেন দেখা পাই, সেই দোয়া করি।

      মুছুন
  7. উত্তরগুলি
    1. সুলতানের নামে নাম আপনার। আপনিই তো এই বিখ্যাত ধারার কবিতার মর্ম বুঝবেন। সেই এলেম আপনারই তো থাকবে।

      মুছুন
  8. কি মিষ্টি কবিতা। এই কবিকে আমার পছন্দ হইছে। ইনার সাথে আমার পরিচয় করিয়ে দাওনা আমার ওগো সম্পাদক।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঘটক পাখি ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করুন।

      মুছুন
    2. তুমিও খুব সুন্দর মিষ্টি টেস্টি মেয়ে। তোমার সাথে দেখা হলে রোমান্চিত হতাম।

      মুছুন
  9. গভীর ভাবের কবিতা। কবির মেধা অপরিসীম। সম্পাদকেরও এই কবিতা প্রকাশ করায় কাব্যের মান অনেক উন্নত হইছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিষয়টাতো আপনিই বুঝলেন ভাইসাব। ভাবুক যারা সাধু তো তারাই।

      মুছুন
  10. জয়নাল আবদুল্লাহশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    অসাধারণ কবিতা। কবির দেশপ্রেম অতুলনীয়। তাকে স্বাগত

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আসেন ভাই, বুকে আসেন। এতদিন কই ছিলেন?

      মুছুন
  11. গুলতেকিন কোবরাশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানাই কবিকে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকেও জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা

      মুছুন
  12. আমার কবিতা প্রকাশ করে সম্পাদকক জাতে উঠে গেছে

    আমার জনপ্রিয়তা দেখে সে ভয় পেয়ে আর উত্তর দেয় না 😂
    সম্পাদকের চুতরী ফাইট

    উত্তরমুছুন
  13. আহা! এমন কবিতা পড়িবার জন্যৌ তো বেচে আছি। মন ভালো হয়ে গেল। সম্পাদককে কৃতজ্ঞতা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কৃতজ্ঞতা নেবেন ভাই বা আপা। পাঠক পড়ে বলেই তো আমরা বেঁচে আছিম, দুকলম লিখতে পাই। আপনার মন ভালো জেনে আমারও মন ভালো হয়ে গেল। ধন্যবাদ।

      মুছুন
  14. ওগো আকতার
    তোমাকে জানাই প্রণতি
    তোমার উন্নতমানের কবিতা পাঠ করে আমি চোদনা হয়ে গেলাম
    মকলু সাংবাদিককে ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপু। তবে মার্জিত শব্দ ব্যবহার করা উচিত।

      মুছুন
    2. প্রিয়া আক্তার সুনিদিষ্ট ও গঠনমুলক সমালোচনা করুন।

      মুছুন
  15. এদ্দিনে একটা বালো কবিতা পড়নু। তোমরা পানও বাহে।

    উত্তরমুছুন
  16. মারভেলাস কবিতা
    কবিকে eid mubarak
    সম্পাদককে i love you

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপি। আপনার মন্তব্যটা একস্যান্ডেল হয়েছে।

      মুছুন
    2. আপনাকেও ইদ মুরাবক

      মুছুন
  17. সত্যি্্ই ্একটা হৃদয়গ্রাহী কবিতা। ্এমন গভীর কবিতা ্এখন ্আর পা্ই না।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ ভাইসাহেব। আপনার মতন হৃদয়বান মানুষ কেউ নাই।

      মুছুন
  18. গরীবের জেমস বন্ড কবি আকতার হোসেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. থ্যাঙ্ক ইউ আপু। আসেন দুইটা সেলফি তুলি।

      মুছুন
  19. ইতিহাস ও আধ্যাত্মিকতার এমন সম্মিলন খুব কবির লেখায় চোখে পড়ে। সে জন্যেই তো এখন কবিতার পাঠক কম। এই আকতার হোসেনের মত কবিদের জয় হোক। মানসম্পন্ন কবিতা বাঙালির সম্পদ হোক। সম্পাদককে এই নিভৃতচারী কবিকে খুঁজে বের করার জন্য ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার এই গুরুত্বপূর্ণ মতামত আমার এগিয়ে যাবার প্রেরণা দেবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

      মুছুন
  20. কবিতাটি বেশ ভালো হয়েছে। কবির হাত বেশ জমজমাট। নতুন কবি হিসেবে উৎড়ে গেছেন। সম্পাদকও কবিতা নির্বাচনে সুরুচির পরিচয় দিয়েছেন। তাকেও ধন্যবাদ জানাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ ভাই। আপনিও যে সুরুচিকার মানুষ তা আপনার মন্তব্যেই ফুটে ওঠেছে। ভালো থাকবেন। ইদ মুবারক

      মুছুন
  21. প্রিয় মোকলেস তোমার জ্ঞান যে বাড়ছে, তা এই কবিতা প্রকাশ করে তুমি প্রমাণ দিলে। ভাল কবিতা ও ভাল সম্পাদকের জন্য শুভেচ্ছা। ঈদ মোবারক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ ম্যাডাম৷ আপনি সুখী হোউন৷

      মুছুন
  22. যে সম্বাদক কবিতা বোজে না
    সে সম্বাদককে ইদ্রিস পোছে না

    ইদ্রিস আলী বিপ্লবী
    পাঠকের হৃদয়ে তারই ছবি

    আকতার লিখেছে একটা বাল
    পাঠক তুলবে মকলুর ছাল

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইদ্রিস আলী গঠনমূলক সমালোচনা করুন

      মুছুন
    2. ইদ্রিস আলি বেরিয়ে যাও, গেট আউট এখান থেকে,
      তুমি কি মিয়া বেশী বোঝ সম্পাদকের থেকে৷
      তোমার লেখা কি কবিতা হয়?
      সবগুলো তো ছড়া,
      শব্দমাত্রায় ভুলে ভরা
      ব্যবহারও ভরভরা৷

      মুছুন
    3. @ ইদ্রিস আলি --
      যে কবির পায়ে লুটিয়ে পরে,
      লক্ষ কবির গাল,
      সেই কবিকে বললে তুমি
      হিন্দি চুলের বাল?
      তুমি একটা অরুচিকর
      মুরগী চাটা কবি,
      কাব্যপ্রেমের ভন্ডামীটা
      তোমার একটা হবি৷

      মুছুন
    4. এসব কবিতা নাকি মকলুর গু
      কবি ও সম্পাদকের মুখে থু

      মকলুর গু চাটা এসব কবি
      তোরা কবে ধ্বংশ হবি?

      তোদের জন্য সাহিত্যপরিবেশ
      তিলে তিলে হচ্ছে শেষ

      আকতার একটা চান্দু
      মকলু আরেক গান্ডু

      দুইজন অচোদা মিলে
      সাহিত্যের গোয়া মারল তিলে তিলে

      মুছুন
  23. যে কবির পায়ে লুটিয়ে পরে,
    লক্ষ কবির গাল,
    সেই কবিকে বললে তুমি
    হিন্দি চুলের বাল?
    তুমি একটা অরুচিকর
    মুরগী চাটা কবি,
    কাব্যপ্রেমের ভন্ডামীটা
    তোমার একটা হবি৷

    উত্তরমুছুন
  24. এইটা একটা স্টান্ডার্ড মানসম্মত শুদ্ধ কবিতা৷ সন্ধ্যেটা এক মোহনীয় আবেশে ভরিয়ে গেল৷ সম্পাদককে হাজার ধন্যবাদ এত ভাল কবিতা পড়ার সুযোগ দেয়ার জন্য৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপা৷ দোযা করবেন৷ ইদ মুরাবক

      মুছুন
  25. এম এম বি ওবায়দুর রহমান বিডিএসশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    অন্তর্নিহিত ভাবটা অসাধারণ৷ আনমনা করে দেয়৷ এগুলো হল শুদ্ধ কবিতা৷ অথচ মানুষ চেনে না৷ সম্পাদক পাকা জহুরীর মতো মেধাবী কবির কবিতাকে প্রকাশ করেছেন৷ পত্রিকার মানও উন্নতমানের লাগছে৷ ভাল লেখার মূল্য আছে৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ স্যার আপনি যে বিদগ্ধ মানুষ তা আপনার কমেন্টে বোঝা যায়৷

      মুছুন
  26. আমার অগণিত পাঠক ভক্তদের সকলকে জানাই এক বিরাট ইদ মুরাবক৷ সকলের জীবন উৎসাহী হোক৷

    উত্তরমুছুন
  27. শুদ্ধ কবিতা এখন খুব কম মানুষ চেনে৷ আপনি তেমন একজন প্রাজ্ঞ মানুষ৷

    উত্তরমুছুন
  28. ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    পাখি, জলোচ্ছাস, শকুনসহ যতকিছু এই কবিতায় রয়েছে, তাতে বোঝা যায় কবি বহুমাত্রিক জ্ঞানের অধিকারী৷ এমন বহুমাত্রিক প্রাজ্ঞবান কবি এখন বাংলা সাহিত্যে নেই বললেই চলে৷ কবি আকতার হোসেন ঝিনুকের আড়ালের মুক্তার মতন৷ তার আরও কবিতা প্রকাশ করুন৷ সম্পাদককেও ধন্যবাদ এমন মহৎ কবিতার জন্য৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই, কি আর বলবো। আপনার মতো গভীর হৃদয়ের মানুষের বহুদিন দেখা পাই না। আমার শ্রদ্ধা নিন।

      মুছুন
  29. বহুমাত্রিক জ্ঞানরাজশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    কি যুগ এলো রে বাবা
    নষ্ট যুগের ভ্রষ্ট কবি
    যা তা লিখে ছেড়ে দেয়
    আর মকলুর মতো সম্পাদক তো আছেই
    সেসব পকাত পকাত করে প্রকাশ করার জন্য
    নাহ আমি আর আসব না
    মোবাইল ডাটা ফেরত চাই সাংবাদিক মকলু

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি হলেন বহুমাত্রিক জ্ঞানের রাজা। আপনাকে আর কি বলবো?

      মুছুন
    2. যা বলেছেন, তার অর্ধেক তো ঠিকঐ আছে।

      মুছুন
  30. এইটা কুন কবিতা হইল? যার নাই কোয়ালিটি, সে হয় কবি৷ যেমন কবি, তেমন নিম্নমানের সম্পাদক৷ সময়, মেগা, রুচি সব নষ্ট হয়ে গেল

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চাচী, আপনি গুরুজন মানুষ। যা বলছেন, তার অর্ধেক তো সত্যি।

      মুছুন
  31. আকতার হোসেন চুতরী গেইচে
    সম্বাদক চুতরী গেইচে

    একটা কবিতা প্রকাশ করি
    দোনোজনে পলাইচে
    পাঠকের চোদন খায়া
    উত্তর আর দেয় না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আংকেল, আপনি ঠিকঐ কইছেন। সম্পাদক পলাইচে।

      মুছুন
  32. আলতু সম্পাদকের ফালতু কবি৷ শ্বেতপত্র রকস৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার বক্তব্যের প্রথম অংশ ঠিক। কিন্তু আলতু মানে কি? আর ফালতু লেখার কোন সংজ্ঞা হয় না। অতএব আপনি একটি ফালতু লোক।

      মুছুন
  33. মরকী কবিতা৷ জীবনান্দিয় ধারার কবিতা পড়ে ভাল লাগল৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপা আপনার মরমী মনের পাশে একটু ঠাঁই দিয়েন

      মুছুন
  34. আধুনিক কবিতার স্বাদ এটাই তো৷ এমন কবিতা অন্যরা লেখে না কেন৷ সম্পাদক যে মেধাবী তা বোঝা যায়৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ, আপনার মত আধুনিক মনের মানুষ তো দরকার।

      মুছুন
  35. বালের কাব্যের চোদনে পাটক অস্থির

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তোমার মত শুকটিচাটা এমন কইবে তা আমি জানি৷

      মুছুন
  36. এই কবির মাথায পবলেম আছে
    পাবনা যান

    উত্তরমুছুন
  37. এই শালা বাল পাকনা, এই ছাগলের কবিতা নামক অখাদ্য- কুখাদ্য প্রকাশ করে এই প্রত্রিকার যেটুকু মান ছিলো তাও শেষ করে ফেলছে। "আই এম কি হনুরে" টাইপের আবালের লেখা প্রকাশ না করলে কি হয় না।?

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়