এই রাস্তাটা পার হলে আমি আর ফিরতে পারবো না
এই সমতলটুকু পার হলে- বুভুক্ষু পোকামাকড় হবো
নিষ্ফলা বীজ হবো, জীর্ণদশা নদী হবো
আর ওই বিমূর্ত চিহ্নটা পার হলেই-
আমাকে জাপটে ধরবে কিছু!
ভিখারির মতো ঠিক সীমান্ত বরাবর দাঁড়িয়ে আছি,
ঘুরে গেছে সব স্মৃতি, ঘড়ির কাঁটাগুলোও
ঘুমঘোরে এই রাস্তাটা পার হয়েছি কখন?
কেউ হয়তো বলতে পারবে-
এই অপরিচিত গাছটার অসুস্থ জরায়ুতে
কেবল আবিষ্কার করেছি নিজেকে
এখন দেখতে মোড়ের মূর্তির মতো লাগছে! এটা কী?
5 মন্তব্যসমূহ
আহা, কী অসাধারণ কবিতা। একেবারে বাঘের বাচ্চা কবি।
উত্তরমুছুনGood poem
উত্তরমুছুনসম্পাদকের মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেও সবাই৷ কি শুরু করেছে এসব?
উত্তরমুছুনযত্তসব আজেবাজে লেখা প্রকাশ৷
সময়, মেগা, মন সব নষ্ট হয়ে গেল৷
হায়রে আমার কবিতারে! জোতি কতদিন তোক বলছি তুই এগলা কবিতামারানি বাদ দে৷ তোকে দিয়ে এসব হবে না৷ তবু তোক কবি হওয়ায় লাগবে? কী দরকার তোর এই বুড়াতি বয়সে এগলা করার? তুই তাহে পাবু মারবার? খালি সময় নষ্ট৷ তার চে তুই গানবাজনা কর আবৃতি কর তোর জন্যে ওগলায় ঠিক আছে৷ কিছু মনে করিস না জোতি৷ বড় ভাই হিসাবে কয়টা কথা কইলাম৷
উত্তরমুছুনSujan is right, he has been awarded the title of "tiger cub poet" from today.
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷