New

শ্বেতপত্র

অলির মাজারে : মাহমুদ নোমান



দুপুরটি আর ফিরছে না
জর্দা ভাতের গরাস মেখে,
জিওল মাছের সোনায় গতর
মোহতারিমার নাকের নথে
চুমুকে পাথর টানে -
চুমুকে বড়শি টানে -
পাথর ভাঙে জলে পড়ে 
এমন জলে নদী বৈতাল -
পাহাড় এসে তলিয়ে যায়, 
আশেক মাশেক খেলা করে 
ঢেউয়ে ঢেউয়ে উথলে ওঠে

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. খুব ভালো লাগল। অভিনব শব্দের ব্যবহার কবিতাটির একটা বিশেষ দিক। যেমন, জর্দা ভাত, আশেক মাশেক-- এইসব ব্যবহার বেশ অন্যরকম স্বাদ দিয়েছে কবিতা পাঠ কালে। সম্পূর্ণ কবিতাটির দৃশ্যকল্পগুলি চমৎকার ।

    উত্তরমুছুন
  2. কিসমত জাহান টুনিশনিবার, ২২ এপ্রিল, ২০২৩

    কি মিস্টি কবিতা৷ আপনি সত্যি খুব কিউটের ডিব্বা ওগো সম্পাদক৷

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷