কিছু সম্পর্ককে দূর হতেই
ধরে নিয়েছি
আমাদের নিঃশ্বাসের নিচে চাপা
কিছু কথা বলতে না পারায় যেমন
পুড়ে গ্যাছে
আমাদের অপেক্ষায় তাকিয়ে থাকার
একেকটি রাস্তা
জলে ফুল ভাসিয়ে দেবার মতন করে
আমাদের পৃথিবী বাসি হয়ে আসছে
ফুটপাতে একটি সকালের কাছে
বিষণ্ণ ভাত মাটির চুলার গল্প নিয়ে
সূর্যপ্রবাহের কাছে ফুটে আছে
আমাদের মুখে চিত্রিত চিৎকার
আগুনবলয়ের কাছে ফুরায়ে গ্যাছে
আমরা আরও আরও সবুজ হতে গিয়ে
মূলত লাল রঙ ছুঁয়ে ফিরেছি
শরীরে মেখে দাসের ছাপ
4 মন্তব্যসমূহ
আমার কবিতার প্রভাব দেখছি৷ নকলবাজ নাকি?
উত্তরমুছুনআপনিতো তাহলে মহান
মুছুনআহা কি রূপক
উত্তরমুছুনউহু কি শৈলি
যেন পাগল হয়ে যাব
কবিকে শুভেচ্ছা
সম্পাদককে চুমু
কবিতায় থাকেন
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷