New

শ্বেতপত্র

তোমার নামে ফুল ফোটে : মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্




খুব সহজেই তোমাকে আলাদা করা যায়। ভিড়ভাট্টা, সমাবেশ কিংবা মিছিল মিটিংয়ে। তুমি একবার হেঁটে গেলেই ঝরে পড়ে বৃদ্ধ পাতা, অসাড় ডালপালা। যেন তোমার উপস্থিতিতে তাদের বিলুপ্তির পথ খুলে যায় চিরতরে। মাহবুব ভাইয়ের মুখে হাসি ফোটে। বেড়ে যায় চা সিগারেটের বেচাকেনা। টাউন হল মাঠ প্রাণ ফিরে পায়। কবিরা পংক্তি আঁকে তোমার হেঁটে যাওয়া পথের ধুলোর মাঝে। 

তুমি টাউন হল চত্বরে এলে শতশত ফুল ফোটে তোমার নামে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. এসব কি কোন কবিতা হল? ইদসংখ্যার নামে মোকলেচ তো রাহাজানি শুরু করেছে৷

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়