নদীর বুকে দেখে এলাম দুঃখ পুষে রাখে
এক জীবনে দুঃখ শোক নানান রকম থাকে।
ভাঙাগড়ার পুতুলখেলা বারে বারেই হয়
ভাঙলে জীবন গড়িয়ে তোলার কীসে তবে ভয়!
হতেই পারে পারের মতো খানিক সুখের পতন
তাই বলে কী জীবনটাকে ভাববে মরুর মতন।
পাল ওড়ানো নৌকা ছই সবার ভাগ্যে থাকে না
তাই বলে তো চরের জীবন শিকে তুলে রাখে না।
তিস্তাঘাটের পঙ্ক্ষীরাজে হয়তো সে আসেনি
হয়তো সে অলীক সুখে একটু ভালোবাসেনি
হয়তো সে ঢেউয়ের বেগে তীব্র আঘাত দিল
স্বপ্ন ভাঙার সব আয়োজন আগেই করেছিল।
তাই বলে কী নিজের থেকে পালিয়ে যেতে হবে
নতুন করে স্বপ্ন দেখা আবারও হোক তবে
আবারও হোক নতুন করে প্রতীক্ষা আয়োজন
জাগলে জোয়ার ফিরবে সে যখন প্রয়োজন।
2 মন্তব্যসমূহ
ধন্যবাদ
উত্তরমুছুনএটা না হইছে কবিতা, না হইছে ছড়া৷ দুয়ে মিলে হইছে কড়া৷
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷