New

শ্বেতপত্র

যে এসেছে আকাশ থেকে / ফাহিম ফিরোজ



একটি আন্দোলন  নিস্ফল হয় তখননি যখন তা নিম্ন বর্গীয় সমর্থনের বাইরে থাকে,ধর্মতলা থেকে বাইরে থাকে। রাষ্ট্র বিরোধীতা থেকে বাইরে থাকে। কুসংস্কার থেকে বাইরে থাকে। ডিরোজিওর প্রতিষ্ঠিত ইয়ং বেংগল এজন্যই সফল হয়নি।কিছু জমিদার পুত,উচ্চ শিক্ষিত মানুষের সমন্বয় সৃষ্টি ' ইয়ং বেংগল'। ১৯৬০ দশকে 'হ্যাংরি ' নিস্ফল হয় নিম্ন বর্গীয় সাপোর্টার সংকট,নিজেদের  বিতর্কিত ভাবনার কারণে,প্রশাসনের কামড়ে। ফলে অচিরেই নিস্তেজ হয়ে পড়ে। কতিপয় বড়লোকী টাকাওয়ালা, এ বিষয়ে কিছু বইপত্র প্রকাশ করে দ্রুত মানুষের দৃষ্টি কাড়ে।আরও নিস্ফলতার কারণ হচ্ছে, এ দুটো আন্দোলনই ছিলো ছোট পালাবদলের। যা সামান্য সময়ে মুছে যায়। নতুন ধারার মত শত বছরের শেষে  তাদের জন্ম নয়। দৈবিক  নয়। নতুন ধারার মতো
 গভীর নিশীথ ঘুমের মধ্যে জন্ম হয়নি তাদের। অদৃশ্য শক্তিরও নাগাল  কোনো। কারণ, তাদের সময় শত বছরের শেষে পৃথিবীতে করোনার মত কোনো ভয়ংকর অতিমারী,ইউক্রেন - রাশিয়ার মতো দুনিয়া কাঁপানো যুদ্ধের দুর্গতি ছিলোনা। ভয়ংকর জলবায়ু পরিবর্তনও ছিলোনা ।ফলে ও দুটো আন্দোলন অচিরেই নিশ্চল হয়ে যায়। কিন্তু 
শত বছরের পালাবদলের মহা বিপ্লব     একদম দালিলিক। বইপত্রে রেফারেন্সময়। নতুন ধারা এজন্যই এত শক্তিমান, সুদৃঢ়।  ঐ দুটো আন্দোলন তা নয়। নতুন ধারার আরও বড় প্লাস পয়েন্ট হচ্ছে, আস্তিক ও নাস্তিক-- এদুটোই সে সাথে নিয়ে এগোচ্ছে যুক্তির গিঁট খুলে,বলিষ্ঠ ইস্তেহার সমেত।নতুন ধারার আরও প্লাস পয়েন্ট হচ্ছে, ১৯৩০ সালে  ইউরোপ থেকে নিখুঁত ঋণ করা আধুনিক কাব্য আন্দোলনের মত ইশতেহার নিয়ে আসেনি । ইয়ং বেংগলে ও হ্যাংরির র মতো ইউরো -আমিরিকান  কোনো বিদেশি সাহিত্য  মতবাদও তারা এদেশে পুঁতে দেয়নি। নতুন ধারা একদম দেশজ উদ্ভব। 
কাজেই এ তিনটি আন্দোলনের মধ্যে নতুন ধারা সম্পুর্ন পৃথক। নতুন ধারা যেমন প্রগতির কথা বলে,ধর্ম ও অধর্মের কথা বলে, সামাজিক দায়বদ্ধতার কথা বলে, ঐ দুটো আন্দোন তার বিপরীত। একারণে নতুন ধারায় মৌলবাদ ও অমৌলবাদ নিয়ে কোনো কোন্দল নেই। যেখান থেকে এটা এসেছে দীর্ঘ  শুদ্ধ পরিকল্পনা সমেত এসেছে।শত বছরের মহা পরিবর্তনের বৃহৎ চিহ্ন নিয়ে এসেছে।কিছু  বাংগালী  বার্গারীয় রুচির কাছে নতুন ধারা তাই  বেমাননান ঠেকতেছে। বলে রাখি,পৃথিবীর সকল আন্দোলনের সময়ই এরকমটা হয়েছে। ভবিষ্যতেও হবে। কিন্তু শেষ অবধি আকাশ থেকে আসা" দান "  V " চিহ্নই জয়লাভ করে। নতুন ধারার জন্য এখন অপরিহার্য  কর্মশালা ও বইপত্র প্রকাশ। আজ এ টুকুই। জয়তু নতুন ধারা

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সুন্দর কাব্যিক চোদন৷
    খুব ভাল লাগল মোখলেছুর ভাই
    আপনি এগিয়ে চলুন
    শুভকামনা নিরন্তর

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়