New

শ্বেতপত্র

চলতে চলতে / বিজয় বর্মন



এক ক্লান্ত মানুষের গল্প যখন তোমাকে শোনাই,তুমি কিছুটা শোনো আবার কিছুটা শোনো না,সব বুঝি, তুমি তার থেকেও বেশি ক্লান্ত,
কখন যেন তুমি ঘুমিয়ে পড়েছ,হাল্কা নাকের ডাক,
নিশুতিকে আরো গভীর করে তোলে,

মনে মনে বলি এই নাক ডাকা নিয়ে কত সংসার,
ভেঙে গেছে,
নাক ডাকা আরো বাড়ে আরো বাড়ে,সে এক বিচিত্র শব্দ ছন্দ সুর,হায় হায়....!
 
গুড মর্নিং 
আজ কত সকাল সকাল ঘুম ভেঙেছে জানো,অনেক দূর হাঁটলাম,
আজকে ঘুম ভাঙবেই তো, ছুটির দিন না,
আরে না না,
ঘুমোতে ঘুমোতে অনেক রাত,
তার পর যা নাক ডাকার শব্দ তোমার..?

কেমন, বলো !যেমন তুমিও ডাকো?

আরে রেগে যাচ্ছ কেন, আমি কি আমারটা শুনতে পাই,তখন আমি ঘুমাই না,
তো আমি কি করি, হাঁ!
আহ্ হাঁ,কিযে বলতে কি বললাম,কেন যে নিজেরটা শুনতে পাই না,খালি অন্যেরটা শুনি,অন্যেরটা দেখি, নাহ্!

ততক্ষণে বুঝে গেছি খেলা শুরু,আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে,
কেটে পর মধু..., বাইরে সবজিওলা কাকা,তেনার প্রিয় সবজি সজিনা ডাটা,আহা আহা,
সারে গা মা পা,পা মা গা রে সা......!

আমি যে গল্পটা শুরু করে ছিলাম,এসো না তোমাকে শ্রোতা সাজাই, তুমি তো আমার একমাত্র শ্রোতা সারা পৃথিবী জুড়ে,

তুমি জানো না,যে মানুষ ক্লান্ত বড়,তার চেয়ে ক্লান্ত বড় তার সফরসঙ্গী,
পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার,কথার কথা নয়,এক জীবনের,বড় প্রতিজ্ঞার, বড় সাধনার,
সাত পাকে বাঁধা,

আজ থাক, আবার বলা হবে গল্পটার শেষ,চল হাঁটি,
বাটনাবাটি, চচ্চড়ি সুক্ত,
আহা ! হাসি খানা মুক্তো,
বাজারের ব্যাগটা দাও,রোব বার বলে কথা,
বাবাই কে বলো, গঙ্গা সুইটসে যেতে হবে,

তার পর 
তোমাকে নিয়ে আজ বিকেলে একটু বেড়োবই ,
খেলা ঘড় মোরে প্রগতি সংঘের মাঠে , গয়নাগাটি, জামাকাপড়ের এক্সজিবিশন চলছে, 

যতটা সম্ভব করতে থাকো, আমি তাড়াতাড়ি আসছি!

একটি মন্তব্য পোস্ট করুন

23 মন্তব্যসমূহ

  1. সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে আড়াই লাখের বেশি মসজিদ আছে আর মন্দির আছে ৪০ হাজারের কিছু বেশি।
    আর পাঠাগার কয়টি আছে জানেন? সরকারি পাঠাগার আছে মাত্র ৭১টি আর বেসরকারিভাবে আছে মাত্র ৮০০টি। তাহলে সংখ্যালঘু আসলে কে? হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান নাকি পড়ুয়া লোকজন?
    ধর্ম চর্চা যেমন জীবনের চলার পথ সুন্দর করে ঠিক তেমন বই একটি মানুষের মনের ভিতেরর প্রদীপে একটি জ্বালানি হিসেবে কাজ করে।
    আমি মূলত সিরিয়াস ঘরানার কিছু লিখি না তবে একটু ঘাটাঘাটি করে মনে হলো এই তথ্যগুলো শেয়ার করা যেতে পারে।
    সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ

    উত্তরমুছুন
  2. মকলু সাংবাদিকের কাছে 1টা প্রশ্ন করছি বলুনতো প্রণাম আর নমস্কার এই দুটো পার্থক্য কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগে আপনি উত্তর দিন সাহিত্য পত্রিকার সাংবাদিক হয় না সম্পাদক?

      মুছুন
    2. চোর ও মাতালের যে সংবাদটি আপনি প্রকাশ করেছিলেন তা পড়েই তো আমি আপনাকে সাংবাদিক ভেবে নিয়েছিলাম ৷

      মুছুন
    3. আপনি যদি চাদনি রাতে চাদটাকে সূর্য বলেন তাহলে কেউ আপনাকে নিয়ে জনে জনে নালিশ করবে নাকি?

      মুছুন
    4. তুমি ইদানিং গাজা খাও নাকি ছোটভাই?কমেন্টে এসব কি লিখছ?কথার কোন মাথামুন্ডু নাই৷তোমাদের ফিরোজ আর তুমি দুজনে কাব্য মারাতে গিয়ে তোমাদের পশ্চাৎদেশ দ্বিখন্ডিত হয়ে যাচ্ছে৷সহজ কথা যায় না বলা সহজে৷ফিরোজের এসব মানা যায় সে কোনদিন পরালেখা করেনি যা করুক মুর্খ ছেলে৷কিন্তু তুমি?ছোটভাই বই পড় প্লিজ৷তোমার বড়ভাই হিসেবে অনুরোধ করি হাত ধরে

      মুছুন
  3. আগে মানুষের সাথে মেশার খুব চেষ্টা করতাম,এখন দূরে থাকতেই চেষ্টা করি।
    মোখলেছুরের সাথে মিশে বুঝেছি পৃথিবীতে বন্ধুত্ব বলে কিছু নেই , সবই বই বিক্রির ধান্দা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি ও লেখক বই বিক্রি করে পেট বা জীবন নির্বাহ করে না। জীবন চালানোর জন্য অন্য কর্ম করে। আর যে যেটা কাজ করে সেটা সবাইকে জানায় বা অফার করে। যার ইচ্ছে হয় গ্রহণ করে, কোন ব্যক্তি গ্রহণ না করলেও জুলুম বা চাপায়ে দেয় না। আর আপনার মতো থাড ক্লাস বন্ধু এ রকম উদ্বৃতি প্রদান করে জঘন্য মানসিকতার পরিচয় দিলেন।

      মুছুন
    2. বাহ মকলু বাহ
      তোর বই কিনলে ফাস্ট ক্লাস আর না কিনলে থাড ক্লাস

      বন্ধুত্বের মধ্যেও এমন বিভাজন তৈরি করা শুরু করছিস
      একটা বই লিখে হাতির হোল হইছিস
      ব্যাবসা করে এখন অনেক টাকার মালিক হইছিস তাই আমরা এখন থাড ক্লাস হয়ে গেছি রে
      তোর বই যারা কিনছে তারা সবাই ফাস্ট ক্লাস বন্ধু

      মুছুন
    3. আমি কী বোঝাতে চেয়েছি কিছুই বোঝেন নি?

      মুছুন
    4. গুলতেকিন কোবরা সুলতানারবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

      হায়রে মকলু
      মানুষের টাকা হলে বন্ধুকেও আপনি সম্মোধন করে দূরে ঠেলে দিতে পারে , আর তোর বই না কিনলে থাড ক্লাশ হয়ে যায় , তোর বই কিনলে ফাস্ট ক্লাশ 😂
      তুই আর কত নিচে নামবি বই বিক্রির জন্য
      তুই আস্ত একটা ছোটলোক

      মুছুন
  4. মশারী টানানোর সময়
    হাসবেন্ড ওয়াস রুমে গিয়ে বসে থাকে🙄
    এর স্থায়ী সমাধান কী মকলু ভাই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে এরকম করে তাকে জিজ্ঞাসা করুন। আর সুনিদিষ্ট বিষয়ে মন্তব্য করেন

      মুছুন
  5. আমিঃ মকলু ভাই আপনি বই পড়েন না?
    মকলু ভাইঃ বই বেচে কুল পাই না ,পড়ি কখন?

    আমিঃ আপনি কবিতা পড়েন না?
    মকলুঃ কবিতা লিখে কুল পাই না পড়ি কখন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সঠিক নামে সম্বোধন করেন আর কী বললেন কিছুই বুঝিনি

      মুছুন
    2. মোকলেছুর রহমান মকলু
      এক বই লিখে আপনি হাতির হোল নাম কামিয়েছেন
      আপনাকে সেলুট
      নাগেশ্বরীতে দাওয়াত দিলাম কফির

      মুছুন
  6. ছোটভাই কেমন আছো ? ব্য ক্তিগত ব্যস্ততায় কয়েকদিন তোমার ওয়েভসাইডে কমান্ড করতে পারিনি ৷ আবার নিয়মিত পড় ব তোমার শ্বেতপএ ৷ তুমি প্রোতিদিন প্রকাশ কর ৷তোমরাই তো জাতীর ভবিষ্যৎ

    উত্তরমুছুন
  7. আগেই বলেছিলাম ছাগল দিআ হালচাস হবে না , বালচাস হবে ৷ এই ছেলে সম্পাদক সাজতে চায় , সম্পাদক হতে বা শিখতে চায় না ৷ এর যোগ্যতাও নেই ৷প্রতিদিন লেখা প্রকাশ করতে চাইলেও সে পারবে না আর দিবে কে একে লেখা ? ছাগলচোদা সম্পাদক একটা লেখা প্রকাশ করে আত্তগোপনে চলে গেছে,,,গর্বে পা মাটিতে পরে না অশিক্ষিত গাম্বাট

    উত্তরমুছুন
  8. এই লোকটা নাকি পতিদিন শেতপএ প্রকাশ করবে বড় গলায় বলেছিল , নিজের অযোগ্যতা সম্পরকে ছাগলটার কোন ধারনা নেই ৷ আসলেই নিজেকে হাতির হোল মনে করে ৷ অথচ যোগ্যতাহীন ৷ কে একে সম্পাদক বানিয়েছে তার দোশ

    একটি পএিকা পতিদিন প্রকাশ করা তোর মতো অশিক্ষিতের কাজ নয় রে ছাগলচোদা

    তুই এপথ ছেড়ে সহজ পথে যা ,যেটা তুই পারবি , শিল্পসাহিত্য তোর দারা সম্ভব না , সম্পাদনা আরো কঠিন কাজ ৷অনেক তো কাপর নষ্ট করলি এবার অফ যা

    উত্তরমুছুন
  9. সুন্দর ও মনোহর কবিতা। আমার পছন্দ হয়েছে। এই কবির কবিতা আরও বেশি বেশি করে প্রকাশ করার জন্য সম্পাদককে আন্তরিক অনুরোধ করছি। ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তোমার অনুরোধ তো মোখলেছ রাখতে পারবে না ছোটভাই ৷ সে লেখকদের একটা করে কবিতা প্রকাশ করে পালিয়ে বেড়ায় ৷বহুদিন তার খবর থাকে না ৷ তার পর আবার আসে আবার পালায়

      মুছুন
  10. সুন্দর কাব্যিক চোদন ৷ অনেক ভাল লাগল ভাই ৷ ধন্যবাদ

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷