একটি নাম ।
এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ।
তিনি কেবলমাত্র একজন ডাকসাইটে আইনজীবী ছিলেন না । তিনি ছিলেন অনেকেরই অভিভাবক, পরামর্শদাতা ও নিভৃতচারী সমাজসেবী । একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে একসময় ছিলেন সরব । কুড়িগ্রামের মানুষ তাকে চাঁদ উকিল হিসেবে চেনে। তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার ছায়ায় অনেক মানুষই আশ্রয় পেতো। প্রচুর পড়াশোনা করা অগাধ পান্ডিত্যের অধিকারী এই মানুষটিকে কয়েকমাস আগে আমার ' গোরখোদক ' গল্পগ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হবার প্রস্তাব দিয়েছিলাম। তিনি হেসে বলেছিলেন - আমার মতো ছোটখাটো মানুষ এটার যোগ্য না , তাছাড়া আমার শরীরটা ভালো না । তিনি তখন ভালোই অসুস্থ ছিলেন। আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজী হোন এবং অনুষ্ঠানে আসেন। এই কথাগুলো বলার অর্থ এই যে , তিনি কোন পদের লোভী ছিলেন না। তিনি চাইলেই অনেক পদ বা পুরষ্কারের অধিকারী হতে পারতেন । কোন রাখঢাক না রেখে সঠিক কথাটি বলার এই মানুষটি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বর্তমান সময়ে এই মানুষগুলোর বড়ই অভাব আমাদের সমাজে। একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো কুড়িগ্রামের আকাশ থেকে।
চাঁদ মামা আপনি ওপারে ভালো থাকুন এই প্রার্থনা করি ।
1 মন্তব্যসমূহ
আগস্টের রাত ২টার কথা কি করে ভুলি, কত ঘটনা, কত কাহিনি, আর আজ এই শোক সংবাদ। আর নিতে পারছি না।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷