কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বৃহত্তর রংপুর বিভাগের ফৌজদারী অধিক্ষেত্রের একজন কিংবদন্তী আইনজীবী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ৬বারের সাবেক সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বারের জ্যেষ্ঠতম আইনজীবী, টিআইবি-সনাক কুড়িগ্রামের সভাপতি অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ প্রয়াত হয়েছেন।জানা যায়, এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ সোমবার (১ মে, ২০২৩) সকাল ১১টা ২০মিনিটে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। ১৯৭৩ সালে তিনি আইন পেশায় যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। জেলার সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন। সর্বশেষ তিনি গণফোরামের জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। কুড়িগ্রামের শিক্ষা এবং সংস্কৃতি বিকাশে তার ছিলো অগ্রগামী ভূমিকা।এছাড়াও এই বরেণ্য ব্যক্তিত্ব কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈতনিক শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি তিন পূত্র সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানাতে রাখা হয়। পরে রাত ৯টায় খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদের প্রয়াণে কুড়িগ্রামের অগণিত মানুষ শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেছেন৷ অগণিত সংগঠন পুষ্পস্তবক অর্পন করেছে৷ অগণিত মানুষ ফেসবুকে তাঁর স্মরণে পোস্ট দিয়েছেন৷ সেই পোস্টগুলো থেকে নির্বাচিত সাতটি পোস্ট শ্বেতপত্রে প্রকাশ করা হলো৷
⬛
চরম দুঃখের একটি ঘটনা ঘ’টে গেলো। যে দুঃখের পরিমান অপরিমেয়। চ’লে গেলেন আমাদের সবার প্রিয় এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ ভাই। আর কোনদিনই তিনি আমাদের মাঝে আসবেন না ফিরে।
আমি মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর পবিত্র বিদেহী আত্মার প্রতি সর্বোচ্চ শান্তি প্রার্থণা করছি।
–সরদার মোহম্মদ রাজ্জাক
কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার
⬛
এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ একজন স্বপ্নবাজ মানুষ। সবসময়ই অনুপ্রেরণা দিতেন-দিয়েছেন আমার মতন-আমাদের মতন অনুজদের।
এ শহরের প্রিয় চাঁদ ভাই আজ মহাকালের অংশ।
ভালো থাকুন ওপারে...
–ইউসুফ আলমগীর
সম্পাদক ‘মেঠোজন’, ‘ড্যাস’ ও জেলা প্রতিনিধি এটিএন বাংলা
⬛
কুড়িগ্রামের প্রগতিশীল অঙ্গন ২০১৬ সালে একবার অভিভাবকহারা হয়েছিলো অধ্যাপক তপন কুমার রুদ্রের প্রয়াণে, আজ আরেকবার অভিভাবকহারা হলো অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদের প্রয়াণে৷ একে একে তাঁরা চলে যাচ্ছেন, যাঁরা ছিলেন এ শহরে অঙুলিমেয়র অন্যতম৷ অনেক মতের অমিল, অনেক তর্ক-বিতর্কের পরেও কত স্নেহ নিয়ে পাশে দাঁড়াতেন, অনুপ্রাণিত করতেন, সেসব এখন স্মৃতি৷ শ্রদ্ধা জানাই তাঁর প্রতি৷
–সাম্য রাইয়ান
কবি, গদ্যকার ও সম্পাদক ‘বিন্দু’
⬛
কুড়িগ্রামের আইন অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, সাংস্কৃতিক অঙ্গনসহ সকল অঙ্গনের অভিভাবক, সংকটের সমাধান, একমাত্র ভরসাস্থল(বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলার সাবেক নেতা) পরম শ্রদ্ধাভাজন বিশিষ্ট ও প্রাঙ্গ আইনজীবী অ্যাডভোকেট এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ চলে গেলেন না ফেরার দেশে। ওনার এ চলে যাওয়া দেশ ও জাতির অপূরণীয় শূন্যতা তৈরি হল। বিনম্র শ্রদ্ধা ও সহস্র কৃতজ্ঞতায় বিদায়।
–মোকলেছুর রহমান
কবি ও সম্পাদক ‘শ্বেতপত্র’
⬛
এ্যাডভোকেট এ.টি. এম এনামুল হক চৌধুরী-চাঁদ গত পহেলা মে সকালে সদর হাসাপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি চলে যাওয়ায় আমাদের মতো মানুষের অনেক ক্ষতি হয়ে গেলো। তিনি আমাদের সবার সিনিয়র ছিলেন। বিশেষ করে আমার ল’-এর সিনিয়ন উকিল ছিলেন। বলতেন, ‘তুই ভালো করে পড়াশুনা করে আমার এখানে চলে আয়।’ আমি যখনই দেখা করতাম, একগাল হেসে বলতেন, ‘কী রে কেমন আছিস?’ হাত ধরে পাশে বসিয়ে বলতেন কী খাবি বল, এভাবে কোর্ট চত্ত্বরে আর কেউ বলবে না হাত ধরে পাশে বসাবে না ৷ অসুস্থ থাকাকালীন একবার দেখা হয়েছিলো চাঁদ ভাইয়ের সাথে, তখন উনার মানসিক জোর দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, ‘রোগ একটা স্বাভাবিক বিষয়৷ এটা হলে ভেঙে পড়ার কী আছে? চিকিৎসা চলছে, আমি আমার মতো নিয়ম করে চলছি। সব কিছু গুটিয়ে রাখলে তো চলবে না, যেদিন যাওয়ার হয়ে চলে যাবো।’ সত্যি সত্যি দিনটি এতো দ্রুত চলে আসবে ভাবতে পারিনি। উনার এভাবে চলে যাওয়াতে অনেক শূণ্যতা রয়ে গেলো।
–মৌসুমী রহমান
আবৃত্তিকার ও মঞ্চনাটকের অভিনয়শিল্পী
⬛
আমার শ্রদ্ধাভাজন মামা না ফেরার দেশে চলে গেলেন ।
আর কোনদিন দেখা হবে না, কথা হবেনা, ভিডিও কল দেবে না, মা তুমি কেমন আছো? বলবে না । মা বলে ডাকবে না । আমি কি করে ভুলবো মামা? আগে বুঝিনি এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন । সবাই তার জন্য দোয়া করবেন যেন তাকে বেহেস্ত নসিব করেন । আমিন॥
–জুলিয়া জুলকারনাইন
মঞ্চনাটকের অভিনয়শিল্পী ও সমাজসেবক
⬛
বিদায় এনামুল হক চৌধুরী চাঁদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদের সাবেক নেতা, বিশিষ্ট এডভোকেট, কুড়িগ্রামে যারা প্রগতিশীল চিন্তা করে তাদের অভিভাবক, প্রচুর পড়াশোনা করা একজন জ্ঞানী মানুষ।
আপনার চলে যাওয়ায় এই শূন্যতা পূরণ হবার নয়।
–সাইদুর রহমান সাগর
সিভিল ইঞ্জিনিয়ার ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা
7 মন্তব্যসমূহ
তোমরাই এ জাতির ভবিষ্যত ছোটভাই তোমাকে মিস্টি খাওয়াব আমি তুমি আমার মনের মত কাজ করেছ সত্যি তোমার অনেক ব্রেন আমি খুব খুশি হয়েছি প্রচ্ছদও সুন্দর হয়েছে কে করেছে এসব এত সুন্দর করে ? তুমি করেছ? খুবেই সুন্দর কাজ করেছ উনি আমার খুব শ্রদ্ধাভাজন আমি চিররিনি ওনার কাছে
উত্তরমুছুনআমাদের সবার পরম শ্রদ্ধাভাজন
মুছুনএত সুন্দর পোস্ট ট্যাগ করনি কেন? এটি তুমি হাজার হাজর বন্ধুকে ট্যাগ কর
মুছুনভাই আপনিও ট্যাগ করেন
উত্তরমুছুনআল্লার মাল আল্লায় নিয়া গেছে৷ কি আর করা৷ দোয়া করি মোকলেসের জন্য৷
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনএ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ তিনি আমাদের বটবৃক্ষ। ওনার এ চলে যাওয়ার শূন্যস্থান কোন দিনও পূরন হবার নয়। তার আত্মার শান্তি কামনা করছি।
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷