পবিত্র পাখিদের অলঙ্কার নিয়ে, আমাকে মর্তে
রেখে কেউ কেউ উড়ে যায়; আমি তার ফেলে
যাওয়া ধুলো জমিয়ে রাখি ৷ এতো যে দক্ষ হলাম
কাজে, মৃত্যুকে বাঁচিয়ে রাখি জীবনের মাঝে!
মোহর জমিয়ে রাখি; শোকার্ত শুকনো পাতা ৷ স্মৃতিচিহ্ন
ধুয়ে ফেলে জলে কে যায় ওদিকে — নৈঃশব্দ্যে শীতল
হাওয়া-বাতাশ ভেদ ক’রে আদিগন্ত পথে, কে যাচ্ছে ওই
দ্যাখো তার মৃদু ধ্বনি শোনা যায় ৷ যেন হাঁটছে ওইদিকে;
অন্ধকার বগলে পুরে যেন কেউ যাচ্ছে কোনোদিকে ৷
8 মন্তব্যসমূহ
সাম্যের অসংখ্য জনপ্রিয় কবিতার মধ্যে এটি একটি ৷ অনেক বড় হও বাছা
উত্তরমুছুনভাল থাকুন
মুছুনধন্যবাদ কাকু
মুছুনআপনার নাম না থাকলেও চিনতে পারছি 😊
ছোটভাই তুমিও? নাও ভাই দুই পেগ, না না তুমি চারপেগ নাও। সামলাতে পারলে আরও তিন পেগ নিও। তবও বুকের ভার লাঘব হোক।
উত্তরমুছুনশ্রদ্ধা ♥
উত্তরমুছুনশ্রদ্ধাঞ্জলি
উত্তরমুছুনঅশেষ শ্রদ্ধা নিবেদন
উত্তরমুছুনযাঁকেই সব বলতে পারবেন অনায়াসে নির্দ্বিধায়, সেই তো প্রেমিকা,নাকি?
উত্তরমুছুনবুকে হাত দিয়ে বলুন তো শতকরা ১ভাগও নেই যে সব কথা প্রেমিকার কাছে খুলে বলতে পারেন...
এসব কি প্রেমিকা?
জীবন একটা জার্নি, কবিত্বের জন্য কীনা জানি না,আমি জীবনকে মানুষের মাঝে ফেলে রাখি,মানুষকে জানার জন্য, মানুষকে পাওয়ার জন্য...
জেনেছি স্বার্থে কুকুরের মতো গন্ধ শুঁকে, হাড্ডি না পেলেও চেঁচিয়ে উঠে চলে যায়....
জীবনে সবসময়ই জৌলুসে ভরপুর থাকবে সেটা নয়, ডালভাতের প্লেটে বসে জর্দা পোলাও ভাতের কথাও তো বলতে পারি...
তেমনি বলতে পারি, বিগত জীবনের ক্ষত,ইচ্ছে,জৌলুশপূর্ণ ব্যর্থতা...
এসব নিয়ে আগলে রাখতে পারলেই প্রেমিকা...
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷