New

শ্বেতপত্র

মরমীকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

যৌথ বিবৃতি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরমীকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ এই হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

হাসপাতালে চিকিৎসাধীন কবি গণমাধ্যমে জানিয়েছেন, “শনিবার সকালে আমার বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের পাশে রফিকুল নামে এক যুবক আমার ওপর আকস্মিক হামলা করে। হামলায় আমার পিঠে ও ঘাড়ে অনেকগুলো ক্ষতের সৃষ্টি হয়েছে। আমি এখন নাগেশ্বরী হাসপাতালে ভর্তি আছি।”
 
কবি রাধাপদ রায়ের উপর হামলার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি৷ 

বিন্দু | শ্বেতপত্র | তীব্র কুড়িগ্রাম | হিজিবিজি | অনুশীলন | কুড়িগ্রাম সাহিত্যসভা

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷