২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডেনের রয়াল সুইডিশ একাডেমি সাহিত্যে নরওয়েজীয় লেখক জন ফসের নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।
.
১৯৫৯ সালে জন্মগ্রহণকারী জন ফসে সমসাময়িক বিশ্বের সবচেয়ে মেধাবী (জিনিয়াস) ১০০ ব্যক্তির একজন বলে চিহ্নিত। নরওয়ের এই কথাসাহিত্যিক নাট্যকার হিসেবে সমধিক পরিচিত।
.
5 মন্তব্যসমূহ
কবি সংবর্ধনার খবর কই ছোটভাই ?
উত্তরমুছুনকেমন হল সংবর্ধনা অনুষ্টান?
ব্যস্ততার কারণে, তবে প্রকাশ করবো
মুছুনবাপরে? নো বেল মানে তো যার বেল নাই। এইটা আবার কোন নোবেল?
উত্তরমুছুনতোমার মত অনেক বদরুলকে দেখলাম। বেশিরভাগই সাম্প্রদায়িকতার উর্দ্ধে নয়। বক্তৃতা বা মঞ্চে যা বলে, তা তাদের চরিত্রের বিপরীত !
মুছুনআমারা একদিন পৃথিবী থেকে চলে যাবোই। অযথা নোবেল পেয়ে কি লাভ!
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷