মতলবীরা আমাদের মাথায় ইট ভাঙ্গে,
আমরা মনে করি-
মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝি কেউ।
আমাদের মাথাগুলো
আমাদের অজান্তে নিলামে ওঠে
খুচরা ও পাইকারি বেচাকেনা হয়।
আমরা মাথা মাথা করে
মাথা পাগল হয়ে যাই-
মাথা কোথায়! মাথা কোথায়!
মাথা নেই
তবে ঘাড় ছাড়া হয়ে নয়।
মাথা আছে! মাথা আছে!
-সত্যি!
আসুনতো মাথার স্থানে হাত দিয়ে দেখি
মাথা কোথায়?
অবশেষে মাথাগুলো উদ্ধার হল
ইট ভাঙ্গা মাথা, বেল ভেঙ্গে খাওয়া মাথা,
গুবরে পোকা ধরা মাথা, মগজহীন শূণ্য মাথা,
অকেজো মাথা,
তবু আমাদের মাথাতো
আমাদেরই হেফাজতে থাক।
126 মন্তব্যসমূহ
থাকতে মাথা দেয়না মূল্য
উত্তরমুছুনতাইতো মাথা হারায়
হারায় গেলে মাথা তখন
পাগল হয়ে বেড়ায়
থাকতে যদি পারো দিতে
প্রিয় মাথার মূল্য
দুঃখ তোমার স্পর্শ করবে না
থাকবে চুলগুলো
কবি ইদ্রিস আলী
মুছুনচালায়ে যান। ধন্যবাদ
আমাকে ভালবাসে না কেউ
মুছুনকবিতা লিকি আমি
প্রশংসা পায় অন্য কেউ
কবি ইদ্রিস আলী অফুরান ভালোবাসা নিন।
মুছুনকবি ইদ্রিস আলী, আপনি শ্বেতপত্রে এত এত কবিতা লিখেছেন, যা পড়ে আপনার বিরাট পাঠকগোষ্ঠী তৈরি হয়েছে৷ এই অবস্থায় আপনার একটি কাব্যগ্রন্থ প্রকাশ করা দরকার৷ আমি আপনার কবিতার ইবুক প্রকাশ করে চাই৷ রাজি থাকলে বলুন
মুছুনকে তুমি হৃদয়বান
মুছুনদিলে এ সুযোগ আমায়
ভেবে হই হয়রান
আমি রাজি
ডাকো কাজি
বইখানা
প্রকাশ করিব আজি
আপনি মহান
আল্লা রাখবে
আপনার সম্মান
যেমন করিয়া চাহে আপনার মন
করিয়া দিন প্রকাশ বিলক্ষণ
নাম হবে শ্রেষ্ঠ কবিতা
লিখেছি যত সেরা সেরা কবিতা
প্রকাশ করুন সবি তা
কবি ইদ্রিস আলী বাহ্ দারুন
মুছুনমাথা মোটাদের মাথা সবাই ভাঙতে চায়,
উত্তরমুছুনবাপের খেয়ে যারা মাথা বেচে তাদের জন্য
কষ্ট হয়।সার্থক কবিতা!
ধন্যবাদ ভাই
মুছুনতোমার মাথা জায়গামত আছে তো ছোটভাই ? নাকি সিপিবির নেতারা বেল ভেঙে দিলো?
উত্তরমুছুনছাত্র রাজনীতিটাই করেছি, 'ক’পার্টির লেজুরবৃত্তি করা হয়নি কখনো। আর আপনি সেকালে পার্টির সুচারুভাবে চামচামি করেছেন, এখন তো পাওয়ার পার্টির তলানি চাটেন।
মুছুনতুমি পাওয়ার পাটির গু চাটো সবাই জানে ৷ আমি আজিবন বিপ্লবী আমরন বিপ্লবী নেতা
মুছুনআপনি যার ইচ্ছা তার গু চেটে-চেটে মহা বিপ্লবী বনে যান, তাতে আমার বাল ছেড়ে নাকি?
মুছুনমুক সামলে কতা বল ছোটভাই
মুছুনতোমার বেসি আস্ফদ্দা হয়েছে
কিছু বলি না জন্য ?
অগ্রজ সম্মান জানো না নাকি?
নুনু কেটে দিব
বড়ভাই হিসাবে আমি তমাকে বলতেই পারি৷ সেজন্য তুমি অপমান করবা আমাকে ? ছি মকলেছ ছি
এখানে ফাজলামী, নোংরামী, ইতরামী করতে আসেন, পরিবেশ নষ্ট করতে আসেন আর সে প্রেক্ষিতে জবাব দিলে অপমান হয়? আপনি যেগুলো করছেন সেগুলো বাহবা পাওয়ার যোগ্য? আর কখনো কোন দিন, কোন পোস্টে সাহিত্যের বিষয় ছাড়া অন্য কোন প্রসঙ্গে বাজে কমেন্ট করলে সেই দিন সিনিয়র হোক আর এমন বড় ভাই হোক মজাটা শেখাবো। বড় ভাই গিরি ছোটায়ে দিব!
মুছুনছি ছোটভাই ছি
মুছুনআর কোনদিন তুমি আমার মুখোমুখি হবে না
আমি অভিশাপ দিচ্ছি তুমি বড় হবে কবি হবে
কবি হয়ে মরবে
একজন সাহিত্যিকের কাজই তো সাহিত্য চর্চা করা। আপনার বোধোদয় হোক শুভকামনা। আর হ্যা সাহিত্য ছাড়া অন্য কোন বিষয় টেনে আনবেন না প্লিজ।
মুছুনcpb বিরুদ্দে যারা খারাপ কথা বলবে তাদের পুটকি সই করে দিব
উত্তরমুছুনকমরেড আমজাদ শান্ত হন, এটা শিল্প-সাহিত্যের জায়গা, সাহিত্য নিয়ে কথা বলেন। আর আপনাদের জায়গায় অর্থাৎ রাজপথে বিপ্লব করেন গিয়ে।
মুছুনআমজাদ তুই বাসদ ছেড়ে সিপিবিতে জোগ দিলি কবে,,, তুই বাসদের খালেককুজ্জামান গ্রুপের নেতা ছিলিনা??
মুছুনমনটু ঘোষ আপনাদের পার্টির আলাপ অন্য কোথাও গিয়ে করেন তো ভাই, এখানে কিসের পার্টির আলাপ বন্ধ করেন প্লিজ।
মুছুনচরিএহীন পার্টি আমি ছেরে দিছি কমরেড ৷ ওরা গে ৷ আমি নোংরা পার্টি ছেরে ভাল হয়েছি
মুছুনতাহলে তো আপনার - 'ইট ভাঙ্গা মাথা, বেল ভেঙ্গে খাওয়া মাথা’ উদ্ধার হয়েছে। বাহ্ দারুন নিজেকে হেফাজতে রাখুন...
মুছুনAkn ami cpb neta
মুছুনAge basod krtam
Ami moklur cpb parti kori
ধুর মিয়া মূর্খ! কূয়োর মধ্যে থাকুন।
মুছুনআমার আগের মন্তব্যের জন্য আমি সরি। দয়া করে আমাকে গাম্বাট ভেবে ক্ষমা করে দিন
মুছুনসাহিত্য পত্রিকা পড়তে এসে কিসের পার্টি, কি বাল-ছাল নিয়ে কমেন্ট করেন। যা এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে যায় না। শ্বেতপত্র পড়তে আসলে সাহিত্য নিয়ে গঠনমূলক মন্তব্য করবেন।
মুছুনলম্পট পাটি বাসুদের কোনো লুচ্চাকে কোনদিন আমরা আপন করে নিব না , তুই বজলুর ** *ষ৷
মুছুনমনটু ঘোষ এটা পার্টি নিয়ে বকাবকির স্থান নয়, এটা সাহিত্যের পত্রিকা সুতরাং সাহিত্যের পরিবেশ বজায় রাখুন।
মুছুনসিপিবি নেতা মকলু জিন্দাবাদ
উত্তরমুছুনইবনে আব্বাস কোন কালে সিপিবি করেছিল প্রমাণ দিয়েন, ধুর গন্ড মূর্খের ছাঁ...
মুছুনহাতের রেখা কি আয়না দিয়ে দেখা লাগে মকলু ভাই ?
মুছুনপ্লিজ নোংরামী বন্ধ করেন।
মুছুনপ্রিয় কবি প্রিয় কবিতা
উত্তরমুছুনজয় হোক কবিতের
ধন্যবাদ
মুছুনসিপিবি বাসদ ভাই ভাই
উত্তরমুছুনমকলুর এবার রক্ষা নাই
ROFIKUL TRIMOHONI সিপিবি বাসদ তোর পাছায় চালে দে, আরে মূর্খ কবিতা নিয়ে কথা বল। অযথা আলতু-ফালতু বিষয় নিয়ে কথা বলিস কেন?
মুছুনবাসদের পায়ুপ্রেমী নেতারা যখন তোমার পায়ুপথ দিয়ে ** ** দিবে তখন বুজবা মজা
মুছুনআপনি পায়ুপ্রেমী, পায়ুর ভিতরে থাকুন, বের হয়ে অযথা দুর্গন্ধ ছড়ায়েই না।
মুছুনবাসদের কে তোমার মাথায় ইট ভাঙে যে তুমি বাসদকে ল্যাংটা করে কবিতা লিখেছ ৷ কেন কেন কেন ? আমাদের প্রানপিয় পাটি বাসদ কি করে করুক, তুমি মকলু কেন বাদসের ইট ভাঙা নিয়ে কবিতা লিখবা?
মুছুনROFIKUL TRIMOHONI
মুছুনআপনার মস্ত বড় ভুল হচ্ছে, এ কবিতাটি কোন নিদিষ্ট একটা পার্টিকে কেন্দ্র করে লেখা হয়নি। বরং যারা মতলববাজী চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে লেখা। তাতে কার ঘা লাগলো, কার ফাটলো, কার চিরলো, সেটা তাদেন তাদের ব্যাপার।
মখলেচ ভাইয়ার ভয় নাই
উত্তরমুছুনরাজপত ছারি নাই
COMRAD RIPON ODIO তুমি থাক, আমিও বেশ ভালো আছি...
মুছুনআর কত ত্যাগ করবু বাবা? এবার একটু খ্যামা দে! কি বাল ছাল বা পালু, তার ফির বালের পোস্ট, তা দেইস ফির সেয়ার। ফোন করিয়া পোস্ট করবার কয়া সেটা সেয়ার দিয়া কি বালখান ছিড়লু মোক বুঝাও তো একনা? সবাক দিয়া টুটি চিপি পোস্ট দেওয়াইস, তাকে ফির সেয়ার দেইস। তাতে ফির বলে এতোগুলা ত্যাগ। তুই এতো হাগিস কেমনে বাপ? তোর ত্যাগের শোদনে মরি গেনু। আর ত্যাগ করিস না ভাইও রে। মুই মরি যাইম
উত্তরমুছুনআপনি বাথরুমে থাকুন, বের হওয়ার দরকার কী? এখানকার এতো চাপে হাগু করে ফেলবেন।
মুছুনতাও তুই হাগা থামবার নইস? বাথরুম থাকি তো বেড়াইছি, এলা তোর মুখত হাগিম। মুখ খোলেক ত্যাগারু গাম্বাট
মুছুনআপনি যেই হন সাহিত্য নিয়ে কথা বলুন, অহেতুক নোংরামি করে এখানকার পরিবেশ নষ্ট করবেন না প্লিজ।
মুছুনতুমি সোনা আমাদের ফেসবুক পোস্টে ত্যাগ করা ছেরে দাও। আমরাও তোমাকে আর হাগাবো না।
মুছুনআপনি কে জানি না, তবে শিল্প- সাহিত্য, লেখা নিয়ে মন্তব্য করতে পারেন। প্লিজ নোংরামী ছড়াবেন না।
মুছুনআমার প্রানপিয় সিপিবি বাসদ নিয়ে যারা আজেবাজে পোস্ট দিবে তাদের বজলুর রশৈদকে দিয়ে চো*********বো
উত্তরমুছুনদুনীয়ার মজদুড় ১ হোও
আপনার এই ধরনের কমেন্ট করবেন না এখানে, রাজনৈতিক আলাপ রাজনৈতিক প্লাটফর্মে করেন গিয়ে। এটা সাহিত্য পত্রিকা, পারলে শিল্প-সাহিত্য নিয়ে কথা বলেন। শ্বেতপত্র পত্রিকার পক্ষ থেকে বিশেষভাবে বলা হল।
মুছুনদারুন কবিতা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনচিরদরিদ্র কুড়িগ্রামে মোকলেছের মতো ছেলেমেয়ে গুলোই সম্পদ ৷ আপনারা যদি এভাবে তাদেরকে নিরুৎসাহিত করেন তাহলে তা কুড়িগ্রামের জন্যই বিপদ ডেকে আনবে
উত্তরমুছুনমোঃ তোফায়েল হোসেন ধন্যবাদ আপনাকে। কিছু মূর্খ, সাহিত্যের বোধ বুদ্ধিহীন পাঠক শ্বেতপত্র পড়তে এসে শিল্প-সাহিত্য বা লেখা নিয়ে মন্তব্য না করে বিষয় বহির্ভূত মন্তব্য করে। যা খুবই নিন্দনীয় ও আক্রমণাত্মক। কিন্তু দুঃখের বিষয় তাদেরকে অনেকভাবে অনেকবার বিশেষভাবে বলার পরেও গঠনমূলক ও পরিশীলিত মন্তব্য করে করেন না।
উত্তরমুছুনএই কবিতাটি পড়েই আমি তোমার চকচকে মাথা ভালবেসেছিলাম ৷ সৃতি মনে পড়েে গেল ৷ আজ সেই রোমান্টিক সৃতি ভেবে তোমার মাথায় দিলাম আবার চুমু 😘😘
উত্তরমুছুনওগো সম্পাদক তোমাকে যারা গাম্বট বলছে আর যারা তোমাকে গালাগালি করচে তুমি পুলিশ ডেকে তাদের ক্রসফায়ার করে দেও
কিসমত জাহান টুনি আপনি তাহলে সংশ্লিষ্ট প্রশাসনে সংবাদ দিন।
মুছুনমোখলেছ কমরেড আপনার এ কাজ সমর্থন করতে পারলম না৷ সরি৷ আমার প্রাণপ্রিয় পাটি বাসদ সবার মাথায় ইট ভাঙে ? আপনি সেটাই বলতে চান ? সেজন্য আপনি এমন কবিতা লিখেছেন ? তাহলে আপনার পার্টি সিপিবি কি ইট ভাঙে না আপনার মাথায়?
উত্তরমুছুনKOMRED KAMEL গরুর বাচ্চা কি বুঝলা, আর কিবা কও! মাথা ভর্তি মল নিয়ে ঘোর নাকী? কোনো পার্টিকে নিয়ে এ কবিতা লেখা হয়নি। তোমার প্রাণপ্রিয় পার্টি বাসদ হতে পারে হোক ভালো। আরে বাহাঞ্চোদের বাচ্চা আমি কোন কালে সিপিবি করেছি। আজীবন মূর্খই থেকে গেলি।
মুছুনBah comrad bah ............
উত্তরমুছুনSpb jokon apnar matay it vange tokon dos hoy jai. Kintu Cpb jokon apnar matay it vange tokon dos hoy na? Tokon to apni cpb nia kobita liken na?
আপনার মস্ত বড় ভুল হচ্ছে, এ কবিতাটি কোন নিদিষ্ট একটা পার্টিকে কেন্দ্র করে লেখা হয়নি। বরং যারা মতলববাজী চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে লেখা। তাতে কার ঘা লাগলো, কার ফাটলো, কার চিরলো, সেটা তাদেন তাদের ব্যাপার।
মুছুনআমাদের মাথাগুলো গল্পে যে কথা কটি বললেন সেগুলো যে কি ভীষণ সত্য তা বোধহয় আমরা কমবেশি অনেকেই বহমান জীবনে অনুভব করি এবং করেছি।
উত্তরমুছুনআর গল্পটা আহা কি বলি কিছু লেখা কোনো মন্তব্যে বাঁধা যায়না এটি ও তেমনই।
অসাধারন গল্প লিখেছেন
সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করুন।
মুছুনসব পার্টি কমবেশি ইট ভাঙ্গে জনতার মাতায় , তখন দোষ হয় না , আমার প্রাণের দল বাসদ ইট ভাঙ্গলেই দোস ? কেন? অল্প একটু ইট ভাঙ্গলে কি হয়???????? তাই নিয়ে কবিতা লেকা লাগে ??
উত্তরমুছুনআপনার মস্ত বড় ভুল হচ্ছে, এ কবিতাটি কোন নিদিষ্ট একটা পার্টিকে কেন্দ্র করে লেখা হয়নি। বরং যারা মতলববাজী চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে লেখা। তাতে কার ঘা লাগলো, কার ফাটলো, কার চিরলো, সেটা তাদের তাদের ব্যাপার।
মুছুনভালো লিখেছো ভন্দু৷ চালিয়ে যাও৷ আমি তোমার পাশে আছি৷ মাথামোটাদের মোটা মাথা ভেঙে দাও, ফাটিয়ে দাও৷
উত্তরমুছুনচালিয়ে যেতেই হবে, কবির কাজই তো কবিতা লেখা। সব ভন্ড, বাটপাড়দের বিরুদ্ধে এ লড়াই।
মুছুনসাব্বাস নাতি৷আসল দাদুর আসল নাতির মত কাজ করেছ৷আমি যেভাবে সিপিবি বাসদের মাথা কামিয়ে ঘোল ঢেলে দিছিলাম তুমিও একই কাজ করেছ৷তোমার জয় হবেই৷তোমার মত আপোসহিন কবির খুব দরকার৷তুমিই এ যুগের সুকান্ত৷তোমার দিকে তাকিয়ে পৃথিবীর জনতা৷তুমি এগিয়ে যাও৷সিপিবি বাসদের মুখে চোত্তার পাতা ঘসে দাও
উত্তরমুছুনবিখ্যাত কবি শামসুল এস চৌধুরী
মুছুনআপনি আপনার কাজ চালায়ে যান আর আমারটা আমাকে করতে দেন। শুভকামনা।
কুড়িগ্রামের সিনিয়ররা
উত্তরমুছুনজুনিয়রদের মাথায় বেল ভাঙ্গে
জুনিয়ররা মনে করে
মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝি কেউ
এই বাহানচোদদের বিরুদ্ধে তোমার হুশিয়ারি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে ৷ তুমি মলববাজ সিনিয়রদের পাছায় ঝামা ঘসে দেও ছোটভাই ৷ তোমাদের বিপ্লব সফল হবেই হবে
কবীর আহমেদ
মুছুনধন্যবাদ।
যে বয়সী হোক মতলববাজ, ভন্ড, প্রতারক মাবনতার শত্রু হলে তাদের বিরুদ্ধ লেখনী চলবেই।
কুড়িগ্রামে একদা এক কবি ছিল জাহাঙ্গির নামে ৷ সে খুব বিদ্রহি কবি ছিল ৷ এখন তোমার মধ্যে বিদ্রহ দেখতে পাচ্ছি ৷ তুমি এগিয়ে যাও ভাই ৷ বিদ্রহী মোখলেসুর রহমানের জন্য অফুরান শুভকামনা
উত্তরমুছুনRUSTOM HAOLADAR PINTU শুভ কামনা সতত
মুছুনমিজান খন্দকার সাহিত্য পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন মোকলেছ৷ তোমার জীবনের উন্নতি কামনা করি৷ তোমরাই কুড়িগ্রামের গর্ব৷ তোমাদের হাতেই জাতীর ভবিষ্যৎ৷ সফলকাম হও তুমি
উত্তরমুছুনABUL BSC অশেষ ধন্যবাদ।
মুছুনমামা সত্য কথা বলেছেন আপনি অসাধারণ লেখা
উত্তরমুছুনধন্যবাদ ভাগিনা
মুছুনগান আর কবিতার মধ্যে খুব কমন একটা পার্থক্য হলো, এক প্যাটার্নের, প্রায় একই কথা-সুর-ভাবের একাধিক গান একই গীতিকার লিখতে পারেন, কিন্তু কবিতায় তা চলে না। একজন কবি কিছুতেই তাঁর একবার লিখে ফেলা কবিতা'র ধারেকাছে দিয়ে আরেকবার হাঁটেন না। কবিতা এখানেই অনন্য, কবিতা এখানেই অদ্বিতীয়। কবিকে এ জন্যই সাহিত্যের সম্রাট বলা হয়।
উত্তরমুছুনরয়েল বেঙ্গল টাইগার পৃথিবীর একমাত্র শিকারী প্রাণী, যে তার শিকার করা প্রাণীর উচ্ছিষ্টের কাছে, শিকারীদের ভাষায় যাকে মড়ি বলা হয়ে থাকে, সেই মড়ির কাছে ফিরে আসে না। সিংহও পর্যন্ত তার মড়ির কাছে ফিরে আসে গভীর রাতে, আর সেই সুযোগে ওঁৎ পেতে থাকা শিকারী তাকে ঘায়েল করে। কিন্তু রয়েল বেঙ্গল টাইগার একবার ভোজ শেষ করেই হাত ধুয়ে ফেলে।
প্রকৃত কবি হলেন রয়েল বেঙ্গল টাইগার। তিনি খুব সহজে মুখ ফিরিয়ে নিতে জানেন। এমনকি নিজের লেখা কবিতা থেকেও!
ধন্যবাদ আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। আপনার মন্তব্যের সাথে একমত। শ্বেতপত্র নিয়মিত পড়ুন, শ্বেতপত্রের সাথেই থাকুন।
মুছুন২০২৩ সালে নোবেল পেলেন ৪ জন নারী।বায়োলজিতে পেলেন কারিকো, ফিজিক্সে এন, শান্তিতে নার্গিস আর ইকোনমিক্সে ক্লডিয়া তাও আবার নারীদের কর্মজীবন নিয়ে গবেষণা করে!
উত্তরমুছুনআর আমাদের দেশে একদল গাম্বাট মাথামোটা গবেষণা করে,নারীর বাইরে কাজ করা উচিৎ না উচিৎ না, সেটা নিয়ে 😐
অতিথি শর্মা সহমত পোষণ করছি।
মুছুনকোথায় সিপিবি
উত্তরমুছুনকোথায় বাসদ
কে বলে তা বহুদূর
মকলুর কবিতায় গুয়া মারা খেয়ে
বিপ্লব আজ বহুদূর
কবি ইদ্রিস আলী
মুছুননোংরাদের কাজই নোংরামী করা।
আমাদের প্রাণপ্রিয় পার্টি বাসদের বেল ভাঙ্গা নিয়ে এরকম অপপ্রচারমূলক কবিতা এদেশের মেহনতি জনতা কোনদিন মোনে নিবে না ,,,,,,, এজন্য আমরা কবি বিরোধী পার্টি , সাহিত্য সংস্কৃতি বিরোধি পার্টি ৷ শ্বেতপএ সম্পাদক সাবধান হউন
উত্তরমুছুনCOMRAD HABIBUR RAHMAN তোর পার্টির গোয়া মারি আঠার চাষ করিয়াছে জনতা, আর তুই এহন সম্পাদক সাহেবকে হুমকি দিস রে হালাম পুত! তুই কবিতা বুঝস রে বাসুদের পোলা?
মুছুননামহীন
মুছুনআপনি শ্বেতপত্র পড়তে এসে এখানকার পরিবেশ নষ্ট করিয়েন না প্লিজ। সাহিত্য পত্রিকা পড়তে এসে গালাগালি এটা সত্যিই অশোভনীয়।
আর মি.COMRAD HABIBUR RAHMAN আপনি তো হে সেই উচ্চমানের গন্ড মূর্খ কবিতায় কোথায় আপনার পার্টি বাসদের নাম আছে, দেখাতে পারবেন কী? কবিতাটি পড়ুন তারপর মন্তব্য করুন। আবার সম্পাদককে হুমকি দাও, আরে মূর্খরা পড়াশুনা করে শিক্ষিত হন।
তোমরা যারা প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় কবি মকলু ভাইকে নিয়ে আজেবাজে কমেন্ট করোছ তোমরা দেখ প্রথম আলো তাকে নিয়ে কত বড় নিউজ প্রকাশ করেছে
উত্তরমুছুনhttps://www.prothomalo.com/lifestyle/qtwoesty0l
ভাইরে শ্বেতপত্র সাহিত্য পত্রিকা, লেখা নিয়ে আলোচনা সমালোচনা করতেই পারেন। কিন্তু তা না করে বিষয় বহির্ভূত আলোচনাতে মত্ত হয়েছেন। আর এসব সমর্থক গোষ্ঠী করে, নোংরামি বৃদ্ধির প্রক্রিয়া অধিকতর করার কোন মানে হয় না। প্লিজ এসব থামান।
মুছুনমকু ভাইকে শুভেচ্ছা ৷ তিনি মিজান খন্দকার পদক পেয়েছেন , কুড়িগ্রামের জাতীর মুখ উজ্জল করেচেন ৷ সিনিয়ররা তার মাথায় যতই বেল ভাঙ্গুক তিনি পরাজিত হবেননা ৷ আপনি আরো এগিয়া যান সিনিয়র বালকামাদের পু------- সই করে দিন
উত্তরমুছুনসাহিত্য নিয়ে কথা বলাই শ্রেয়!
মুছুনআমি সাহিত্য নিয়েই কথা বলেছি ৷ আপনাকে এজন্যই গামবাট বলে সবাই ৷ আয়োডিনের অভাব ?? সাহিত্য নিয়ে কথা বলেছি সেটাও বোজেননি ????
মুছুনকুড়িগ্কামের অগ্রজ চাচ্চুদের জিবনে একটাই কাজ তা হল তরুণদের মাথায় বেল ভাঙ্গা , এর প্রতিবাদ করে একমাত্র কবি মোখলেসুর রহমান কবিতা লিখেছেন তাকে আমাদের সমর্থন জানাই
উত্তরমুছুনসাহিত্য পড়ুন, সাহিত্য নিয়ে কথা বলুন..
মুছুনতরুণ প্রজন্মের মাথায় বেলা ভাঙ্গা বন্ধ হবে কবে ???????????????
উত্তরমুছুনবেল, তাল, ইট, পাথর যেনারা ভাঙতে আসিবেন তাদের মাথায় উল্টো ভাঙার সংস্কৃতি তৈরি হবে যেদিন, সেদিন এর মুক্তি।
মুছুনতুমি ঠিক কথা বলেছ মোলকেচ
মুছুনআমাদের কুড়িগ্রাম জেলার উন্নয়ন হয় না বেল ভাঙ্গা সিনিয়র নেতাদের কারনে
উত্তরমুছুনওদের মস্তকে ঘোল ঢালুন, বিতাড়িত করুন, দেখিবেন সবই ঠিকঠাক হতে আরাম্ভ করিয়াছে।
মুছুনঠিক কথা লিকেছ মোখলেছ
মুছুনমসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দির ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক।
উত্তরমুছুন-- হুমায়ুন আজাদ
সহস্র স্যালুট হুমায়ুন আজাদ
মুছুনঅন্যের সন্তানের ক্ষতি করে হক মেরে যারা নিজের সন্তানের ভবিষ্যৎ তৈরি করে আর যাই হোক তাদের সন্তানদের কোনদিন সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবে না।মানুষের মতো মানুষ কোনদিন হবে না।
উত্তরমুছুনলোভী মানুষদের সারাজীবন অন্যের দয়ায় অন্যের মাথায় বেল ভেঙ্গে চলাই এদের প্রধান কাজ।বাবা -মা যখন এধরনের হয় সন্তান ভালো কি করে হবে।
তারা যেমন আমলাদের গোয়ায় তৈল মর্দনে অতিশয় আনন্দিত হন, গর্ববোধ করেন, মুই কি হনু রে! এরকম মনোভাব সগৌরবে ব্যক্ত করেন, তাদের সন্তানরাও ওরকমই হন একদিন।
মুছুনকুড়িগ্রামকে "রিপ্রেজেন্ট" করে ৩ শ্রেনীর লোক৷
উত্তরমুছুন১/ তেলী নেতা
২/ তেলী সাংবাদিক
৩/ তেলী সাহিত্য সংস্কৃতি কর্মী
সেখানে আপনারা ব্যতিক্রম৷ আপনাদের জয় হবেই৷ তবে এ লড়াই কঠিন৷ পারবেন তো?
আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আশা রাখি চালিয়ে যাবই।
মুছুনআপনি পারবেন ভাই?
মুছুনপারবেন তো ? হীনম্মন্যতার উদ্ধে উঠতে ?
আমি জানি কুড়িগ্রামের সিনিয়ন সিটিজেনদের বেল ভাঙ্গার ইতিহাস ৷ আমার সন্তান আদিলের মাথায় যদি কেউ বেল ভাঙ্গতে আসে তাহলে তার দুইটা ছোট বেল হামান দিস্তা দিয়ে পিষব বলে রাখলাম তোমকে মকলু তুমি সবাইকে জানিয়ে দিও
উত্তরমুছুনআদিলের আব্বু
মুছুনসাহিত্য নিয়ে কথা বলেন, অন্য বিষয়ের অবতারনা না করাই অতিশয় প্রাসঙ্গিক। আর আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিন।
কুড়িগ্রামের রাজনীতি সংস্কৃতি সবক্ষেত্রেই একটা মজার বিষয় আছে৷ এরা নিজের সন্তানকে বাইরে পাঠিয়ে অন্যের সন্তানের মাথায় বেল ভাঙে৷ এদের নীতি হলো— অন্যের সন্তান বিপ্লবী হবে, জনতার সেবার করবে, আমার সন্তার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার৷
উত্তরমুছুনঅতএব নতুন প্রজন্মের উচিত— এসব বেলভাঙ্গা চুদিরভাইদের বয়কট করা৷
শুধু তাই এর চেয়েও অধিক প্রত্যাশা করে অন্যের সন্তানের কাছে, নিজের সন্তানকে সেফ জোনে রেখে।
মুছুনঠিক বলেছেন ভাই৷ এ বাঞ্চোদদের অনেক তো দেখলাম৷ কয়টা সুশীলের বাচ্চা কুড়িগ্রামে আছে? খোঁজ নিয়ে দেখুন
মুছুনশিবব্রত: আপনার লেখায় ঠাকুর অনুকূল চন্দ্রের প্রভাবের কথা আমরা জানি।
উত্তরমুছুনশীর্ষেন্দু: আমার লেখায় ঠাকুর অনুকূল চন্দ্রের প্রভাব সবচেয়ে গভীর ও ব্যাপক। আমার জীবনযাপনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছেন তিনি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ঠাকুর আমার জীবনের প্রধানতম উপকরণ।
শিবব্রত: আপনার লেখার মধ্যে তাঁর প্রভাব থাকে?
শীর্ষেন্দু: অবশ্যই। তবে সেটা প্রকটভাবে থাকে না। এমন নয় যে আমাকে একটা প্রচারকের ভূমিকা নিতে হবে। মানুষের নানারকম বিচ্যুতি-ব্যথা, দুঃখ-বেদনা, তার পাপ-পুণ্য, প্রেম-ভালোবাসা—ঠাকুর সবখানে জড়িয়ে আছেন। মানুষের কথা যখন বলছি, তখন ঠাকুরের কথাই বলা হচ্ছে।
আমাদের জীবনের শেষ মার্কেটঃ
উত্তরমুছুনকাফন = ৯৫০ টাকা
বাঁশ = ২৫০ টাকা
গোলাপজল = ১৫০ টাকা
আতর = ৮০ টাকা
সুরমা = ৬০ টাকা
সাবান = ৪০ টাকা
সর্বমোট ১৫৩০ টাকা মাত্র
((এই সংক্ষিপ্ত জীবনে কিসের এত বেল ভাঙ্গাভাঙ্গি ভাই?))
মুফতি আব্দুল মান্নান
মুছুনআপনি তাহলে ঘরের দরজা বন্ধ করে থাকেন। হা হা হা
মুরুব্বি মানুষের নাম কেনো হবে বাচ্চা পোলাপানের মতো? এলাকায় একজনের নাম নাবিল হাসান রকি। আমার তো ৬৮ বছরের রকির মাথায় বেল ভাঙতে ইচ্ছা করে না।
উত্তরমুছুনসাহিত্য পত্রিকা পড়তে এসে সাহিত্য নিয়ে কথা বলেন, অন্য বিষয় কেন?
মুছুনমোখলেছুর রহমানের এই কবিতা নিয়েও বাসদ-সিপিবিরা খুব চটেছে। এই চটার কারণ মোখলেসুর অন্যের মাথায় বেল ভাঙার বিরুদ্ধে তীব্র প্রতিবাদি অবস্থান নিজের অভিজ্ঞতা থেকে পরিষ্কার করে বলেছে।
উত্তরমুছুনসুশীল সমাজ ও বাসদ সিপিবির লোকেরা বেল ভাঙ্গাকে দোয়া/আশীর্বাদ/আদর করা বলা আমাদের শিখিয়েছে। তারা বোঝাতে চেয়েছে যে, বেল ভাঙ্গা কইলে অবমাননা হয়, মাথায় হাত বুলান বললে সেটা হয় না।
কিন্তু ওদের হাত বুলানো সেটা বেল ভাঙ্গাই।
বরং বেল ভাঙ্গাকে দোয়া/আশীর্বাদ/আদর করা বললে যে সংকট সেটা হলো বেল ভাঙ্গা বিষয়ে মানুষের কনসার্ন কিছুটা অন্যদিকে টার্ন করে। বরং মাথায় বেল ভাঙ্গা বললে আসল পরিস্থিতি সামনে আসে।
এনজিও/সুশীল/বামপন্থীদের কাজ হলো কার্পেটের নিচে গু রেখে দেয়া। এতে গু যায় না বরং মানুষের মন থেকে গু টা উধাও হয়।
এই কাজ এনজিওরা করে মূলত শ্রেণিসংগ্রামকে সমাজ থেকে নাই করে দেবার জন্য। এখন যদি গ্রামের কৃষকে গাইয়া চাষা বলে সমস্যা কি? এতে বরং চাষার পুত্র ও চাষার জন্য লড়াইটা সুবিধার হয়। কে শত্রু কে মিত্র সে সেটা ঠিক করতে পারে।
মোখলেছুর তুমি উচিত কাজ করেছ৷ এনজিও/সুশীল/বামপন্থীদের পেদিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিতে হবে৷
BIPLOBI KAJIUL আপনি এবং আপনার আশে-পাশের মানুষদের মতলবীদের বিরুদ্ধে সোৎচার করে তোলেন।
মুছুনউফ কি ব্যথা!
উত্তরমুছুনপদকজয়ী কবি মোখলেস অভিনন্দন আপনাকে
মুছুনলালমিয়া সরকার ধন্যবাদ
মুছুননিজের মাথায় বেল ভাঙ্গতে দেয়া কি শরিফগিরি বা বাবুগিরি?
উত্তরমুছুননা তা নয়।
যেকোন উপায়ে নিজের মাথায় বেল ভাঙ্গতে দেয়া হলো নিজেকে সেল করা। পুজিবাদ মানুষের মাথাকে পণ্য হিসেবে উপস্থাপনের বিষয়টিকে আদরের সঙ্গে যোগ করে দিয়েছে।
আসলে এটা তাদের মুনাফা লাভের কৌশল।
উলটো মাথায় বেল ভাঙ্গতে অস্বীকৃতি জানিয়ে সিনিয়রদের পুটকি সই করে দেয়াটা বাবু বা শরিফগিরি হতে পারে।
অশেষ ধন্যবাদ
মুছুনADV. ANISUJJAMAN
শেতপএের কমেন্ট পড়ে কবিতা লেখা ছেড়ে দিছি , গ্রামের বাড়ী যেয়ে হাল চাস করব দরকার হলে ,,শহরে আর থাকব না কবিতে আর লিখব না
উত্তরমুছুনগামবাট মুলত নিজেকেই ভালবাসে কিন্তু অভিনয় করে সকলকে ভালবাসার ৷ অথচ সে জানেনা তার চালাকি একদিন ধরা পরবেই
উত্তরমুছুনবুঝলাম না, কবিতার সাথে কোন যোগসূত্র পাচ্ছি না।
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷