একটা গোলার ধ্বংসলীলা শেষ না হতেই
বিপরীতমুখী গোলার অবিরাম ধ্বংসায়োজন
ইউক্রেন-রাশিয়া, প্যালেস্টাইন-ইসরাইল, দেশ-মহাদেশ, মেতেছে মৃত্যুর খেলায়!
কত শিশু আর নারী-পুরুষের মৃত্যুর উৎসব
জীবনমুখী বিশ্ব হলো না,
হয়েছে পারমানবিক জীবন।
একটা গোলার ধ্বংসলীলা শেষ না হতেই
বিপরীতমুখী গোলার অবিরাম ধ্বংসায়োজন
ইউক্রেন-রাশিয়া, প্যালেস্টাইন-ইসরাইল, দেশ-মহাদেশ, মেতেছে মৃত্যুর খেলায়!
কত শিশু আর নারী-পুরুষের মৃত্যুর উৎসব
জীবনমুখী বিশ্ব হলো না,
হয়েছে পারমানবিক জীবন।
13 মন্তব্যসমূহ
দুনিয়ায় এত পার্টি থাকতে আপনি আমাদের প্রাণ প্রিয় পার্টি বাসদের অফিসে পারমাণবিক বোমা ফেললেন?
উত্তরমুছুনআপনার বোঝার ভুল আছে। কবিতার কোথাও আপনার প্রাণপ্রিয় পার্টির কথা বা শব্দ নেই।
মুছুনমোকলেচ ভাইয়ের মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২৩ পাওয়ায় অভিনন্দন। জয়ের মালা আপনার হলো।
উত্তরমুছুনঅফুরান ধন্যবাদ
মুছুনঅনুগল্প
উত্তরমুছুনআকতার হোসেন
মকলু গাম্বাটের বউ মারা গেছে। কবরস্থানে নেয়ার সময় মকলু সাহেব জোরে জোরে চিৎকার করে কেঁদে বলছিলেন, 'ওগো তুমি আমাকে একা ছেড়ে গেলে.... আমি এখন কী নিয়ে বাঁচবো?'
পথে যেতে যেতে এক তরুণী তার বান্ধবীকে বললো, 'আহারে বেচারার ভালোবাসা! আমি যদি এর বাসার ঠিকানা জানতাম, তবে একেই ভালোবাসতাম৷'
একথা শুনে মকলু গামবাট সাহেব আরও জোরে কেঁদে কেঁদে বলে উঠলেন, 'ওগো তুমি ২৭/বি কলাবাগান লেকসার্কাসের ফাঁকা ফ্ল্যাট ছেড়ে কোথায় গেলে? আমি এখন কি নিয়ে বাঁচবো?'
আকতার হোসেন
মুছুনসাহেব কবিতা বা লেখা নিয়ে কথা বলেন। অযথা প্যাঁচাল পাড়েন কেন?
আচ্ছা মোকলু তুমি যে বিবাহিত এটাতো বলোনি তোোমার সাথে আড়ি
উত্তরমুছুনসাহিত্যের সাথে থাকলেই চলবে,
মুছুনঅন্য কিছু না ভাবলেও তো হয়।
অনুগল্প
উত্তরমুছুনমাদক মুক্ত সমাজ চাই
গাম্বাট সিগারেট খাচ্ছিল। নাহিদ এসে বলল, ভাই, নেশা ছেড়ে দাও। আমার সাথে এসো, দেখো জঙ্গল কত সুন্দর।
গাম্বাট নাহিদের সাথে যেতে লাগল। সামনে মুকুল ড্রাগ নিচ্ছিলো। নাহিদ মুকুলকেও একই কথা বললো। এরপর মুকুলও ওদের সাথে চলতে শুরু করলো।
কিছুদূর এগিয়ে তারা দেখল রুহুল হুইস্কি খাচ্ছে। গাম্বাট ও নাহিদ তাকেও একই কথা বলার সাথে সাথে রুহুল হুইস্কির গ্লাস রেখে গাম্বাটরে কষে এক থাপ্পড় দিল, তারপর নাহিদকে গাছের ডাল দিয়ে পিটালো৷
নাহিদ তো অবাক, বেচারা মারল কেন?
রুহুল তখন গাম্বাটকে বলল, এই বেটা কালকেও গাঁজা খেয়ে আমাকে জঙ্গলে তিন ঘণ্টা ঘুরিয়েছিল।
ফুড রিভিউয়ার রা বলতেসে রেস্টুরেন্টের খাবার একদম ঘরোয়া খাবারের মতো টেস্ট।
উত্তরমুছুনআবার ইউটিউব রাধুনিদের বাসায় বানানো খাবার নাকি রেস্টুরেন্টের খাবারের মতো টেস্ট।
মকলু ভাইয়া আপনিই বলুন এদের সমস্যা কোন জায়গায়? এ কেমন প্যারাডক্সিক্যাল সিচুয়েশন আমাদের? এত কনফিউজন নিয়ে জাতি এগিয়ে যাবে কিভাবে? আপনি এ বিষয়ে একটি প্রতিবাদ করুন এগিয়ে আসুন প্লিজ
যতকাল রবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র বহমান
উত্তরমুছুনততকাল ট্যাগ করেই যাবেন মোকলেছুর রহমান
ডানে গরু বামে বাছুর
উত্তরমুছুনপ্রিয় কবির নাম মোকলেছুর
আজকে যারা গোসল করছে এরা সাহসের সীমা পার করে ফেলছে, মকলু তুমি এদেরকে দেখলে সালাম দিবা
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷