New

শ্বেতপত্র

বইমেলার বই ‘জলের অপেরা’ থেকে গুচ্ছ কবিতা: সাম্য রাইয়ান

স্রোতের বিপরীতে হাঁঁটা কবি, প্রাবন্ধিক ও সম্পাদক সাম্য রাইয়ানের নতুন কবিতার বই ‘জলের অপেরা’ অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে লেখা ক্ষুরধার কবিতার সম্মিলন এ কাব্যে অনন্য উচ্চতায় স্থান পেয়েছে। প্রত্যাশা রাখি 'জলের অপেরা’ পাঠক প্রিয়তা পাবে। 
প্রকাশক: ঘাসফুল প্রকাশনী। 
প্রচ্ছদ: রাজীব দত্ত।
ঘাসফুল প্রকাশনীর ১৪৭-১৪৮ স্টলে পাওয়া যাচ্ছে।
শুভ কামনা সাম্য রাইয়ান, শুভ কামনা 'জলের অপেরা’। 
সাম্য রাইয়ান জলের অপেরা


সাম্য রাইয়ানের পাঁচটি কবিতা


নিউটন

নিরাকার— জলের সাইরেন৷
এলো আমফান— সাফোর 
কলোনীতে৷ বৃষ্টিবৈভবে 
জেগে উঠি
শব্দ হয়

নিউটন, আপেলতলায় থাকো
বাড়িতে যেও না

বাড়িতে হৃদয় নেই
মানুষভর্তি বেদনা৷


আত্মজীবনী

অর্ধেক জীবন গেল
তোমার দিকে চেয়ে,
বাকি অর্ধেক
তোমার কথা ভেবে!


স্ববৈকুণ্ঠ

বদলে যাচ্ছো। জলবায়ু ঠেলে রোজ 
অগ্রসর হচ্ছি তোমার দিকে।

সমস্ত দিনের ভ্রান্তি ভেঙে রাত্রির উষ্ণতা 
ছিল জ্যোতিষ্মান, অতিসঙ্গত কাল্পনিক। 
তবু অপরাধীদের সংকল্প আমার মধ্যে 
ব্রাহ্মক্ষণে উচ্ছল চরিত্রের উদাসীনতা।

শিশু সওদাগর, আশাহীন মানুষ আর 
তোমার মিষ্টিকণ্ঠ মোবাইলে লিখে রাখলাম।

জলধ্যানে জেগে ওঠা মনোরম ছবি 
অন্তহীন প্রেমে স্বধর্মে প্রতিষ্ঠিত।

হালের কারুকার্য দেখে সতর্ক হয়েছি খুব 
যৌক্তিক দেহে তবু বিষাদের শৌখিন অনুপ্রবেশ 
যতই জীবন্ত হোক কাষ্ঠখণ্ড-আগ্নেয়গিরি
মৈত্রীভাবনা ছুঁড়ে, রক্তাক্ত অভিজ্ঞতার দিকে 
আমি তো যেতেই চাই, হৃদয় মানে না।


বিবাহবার্ষিকী

বিবাহবার্ষিকীতে নিষ্পত্র ছিলাম। অঘোষিত 
ভঙ্গিতে নেমে এলো প্রেম, যেভাবে সন্ধ্যে নামে
ব্রহ্মপুত্র তীরে। সম্মোহনী সংগীতে জাগে 
কুয়াশার সমূহ কম্পন। নিয়তিবৃক্ষ ছিঁড়ে যায়। 
চাঁদ নেমে আসে জলের মোহনা আর ফসলের ক্ষেতে।

নিউট্রাল বিউগলে জাগে দিনের সকল রাত। জগতে সকলই রাজনীতি আর আর্থিক আলোচনা
তবুও তখন দুমদাম লাল আমার নিটোল বুকে।


কুয়াশার দেবদূত

আপাত অর্থহীন চিত্রলেখার হাঁটাস্রোত

হুড়োহুড়ি নেই, তন্ময় রহস্যের দিকে 
গুঁড়ি মেরে আসছে অরোধ্য কিচিরমিচির

চন্দ্রশীতল রাত। 
চিরচেনা মরুদ্যানে জেগে ওঠে
যাতায়াতের পবিত্র পথ—

হাড় হিম 
নাইটগার্ড মৃদু হাসে ভয়ে
না কি বিষণ্ণতায়!

অস্থির কাঁপা কাঁপা বুকে
কৌতুহলী গার্ড, বাতাশে মাস্তুল গেঁথে 
দ্যাখে ঊষাময় অনিরুদ্ধ কাল
পাখিসম চিৎকারচিঁড়ে মুখোমুখি দাঁড়িয়েছে—

একটি মন্তব্য পোস্ট করুন

18 মন্তব্যসমূহ

  1. ২য় কবিতায় কবিতায় বুঝা গেল প্রেমিক কবি বিয়ের পর হতাশায় ভূগছেন! কবিকে বলছি এ হতাশা মৃত্যঘর পর্যন্ত থাকবে।কোন চাপ নেবেন না।

    উত্তরমুছুন
  2. ক্রয় তালিকায় আছে বইটি ৷ সাম্য ভাইয়ের কবিতা মানেই অন্যরকম ফ্লেভার

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সহমত প্রিয় পাঠক, সাম্য রাইয়ান এর কবিতা মানেই অন্য রকম উন্মাদনা।

      মুছুন
  3. স্ববৈকুন্ঠ- কবিতাটি অসাধারণ একটি প্রেমের কবিতা হয়েছে। ব্যাখ্যা করলে অনেক কিছুই লেখা যাবে এখানে ব্যাখ্যা করলাম না শুধু এতটুকুই বললাম প্রিয় কবির কবিতা স্ববৈকুন্ঠ হৃদয়ে লিখে রাখলাম।

    উত্তরমুছুন
  4. গুলতেকিন কোবরা সুলতানাশুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৪

    এতদিনে তুই কাজের কাজ করলু মকলু বন্ধু , কিন্তু তোকে যে বললাম এই কবির কাব্যগ্রন্থ কিনে দে তুই তো দিলু না ৷ তুই এত কিপ্টা কেন ? ছোটবেলা থেকে তুই খুব কিপ্টা ৷৷ এবার জলের অপেরা ১ কপি কিনে দে বন্ধু

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. গুলতেকিন কোবরা সুলতানা ধন্যবাদ
      বই কিনে রেখেছি দেখা হলে দিব।

      মুছুন
  5. নিউটন কবিতাটা মারাত্তক লিকছে রে ভাই আর আত্তজিবনিও

    উত্তরমুছুন
  6. আজকে কিনলাম ভাই
    এই বইটা আপনার আগের বইয়ের থেকে আলাদা

    উত্তরমুছুন
  7. সাম্যদা আপনার এ বই ভীষণ মায়াবী৷ পুরোটা পড়িনি এখনো ৷ শেষ হবার ভয়ে অল্প করে পড়ছি

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়