New

শ্বেতপত্র

ভালো থেকো / আইরিন সুলতানা

এই শহরের বিষন্নতা যত
মেঘ হয়ে যাক বৃষ্টি নামাক
দিক মুছিয়ে ক্ষত
ভালো থেকো
জীবন, তুমি ভালো থেকো।
 
অভিমান কি ভোরের ঝরা শিউলি
তোমার পথে বিছিয়ে অগনিত
মাড়িয়ে গেলে তুমিও কি অভিমানে
আনমনা গান ভালো থেকো ভালো থেকো।
  
কতটুকু শোক এক বুক পারে নিতে
মনের অসুখ বাড়লে মনে মন হয় পরাহত
এই শহরে রবি ঠাকুর সুরে
বলুক মনে রে ভালো থেকো ভালো থেকো।    

-----------

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

  1. আহা কী দারুন অনুভূতি৷ কবির হৃদয় আমার হোক৷ এই কবির কবিতা প্রকাশ করার জন্য সম্পাদককে ধন্যবাদ৷

    উত্তরমুছুন
  2. জীবনবিষয়ক অভিজ্ঞতার নান্দনিক রূপায়ন। ভালো লেগেছে কবি। খুব ভালো লেগেছে আপনার এই হৃদয়গ্রাহী কবিতা। আপনার মঙ্গল হোক।

    উত্তরমুছুন
  3. অসাধারণ লাগল

    উত্তরমুছুন
  4. কি সুন্দর কবিতা৷ মারহাবা, মাশাললা

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷