New

শ্বেতপত্র

বেশ ভালো আছি /হৃদয় রায়




'
বেশ ভালো আছি, 
ভালো আছি বলেই 
পদ্মপাতায় নুয়েছে জল,
চৈত্রের খরতাপে জমেছে মেঘ কাল-বৈশাখ করেনি ছল।
ভালো আছি বলেই 
সে যামিনী মৃদুস্বরে বাতাসে হারায়,
ভালো আছি বলেই 
ওই মধ্যবিত্ত এখনো পিঠ পুড়ায়।
চিৎকারের বিয়োজনে হয়তো তাদের এখনো বেঁচে থাকা,
ওই অভিশপ্ত আর্তনাদে কে দেখে এখনো সে বুক চাপা। 
তবু 
কারো জিজ্ঞাসে সে মুখ হাসি ঠোঁটে বলে,
ভালো আছি
বেশ ভালো আছি।
ভালো আছি বলেই এখনো স্বপ্ন দেখি, 
স্বপ্ন দেখি দু-মুঠো ভাত জুটুক তিন বেলা
উঠানে পড়ুক শালিক,দোয়েল,বুলবুল সে কলোরবে যাক বেলা।
মায়ের চোখের জলে খর-পাতা পুড়ে, 
উনুনে দাহ হয় পুড়ে আঁচল,পুড়ে দেহ।
রাত্রির ঘনোনলে ভিজে বালিশ ডাক বিদায়ের আসে যেনো আলো,
কৃপণ সে আকুতি ব্যাথায় সাজে ঝালো। 
তবু 
কারো জিজ্ঞাসে সে মুখ হাসি ঠোঁটে বলে,
ভালো আছি
বেশ ভালো আছি
ভালো আছি বলেই হয়তো এখনো বেঁচে থাকা।


২৮শে বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ 
১১মে ২০২৪ খ্রি:

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. ধন্যবাদ জানবেন 'শ্বেতপত্র' আমার লেখাটি প্রকাশ করার জন্য।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রুস্তম আলী কুরবানবৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

      হৃদয়তুমি এগিয়া চলো
      আমরা আছি তোমার সাথে

      মুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷