New

শ্বেতপত্র

নয়ন সরখেল/এই বৃষ্টির শহর




এই বৃষ্টির শহরে একা আছি

নাই জানজট

নাই সাথে প্রেমিকা

নাই চায়ের কাপে মুখটি লুকানো

পাখিদের গুনগুন নেই

আছে শুধু নির্বাক মন

 আছে আকাশের গর্জন 

কিন্তু প্রেমিকার ভালোবাসা নেই

আছে গাছের আর্তনাদ 

আছে কৃষকের মুখে একটু হাসি

আছে শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ 

আছে  আম কুরানোর আনন্দ 

আমি বসে আছি তার অপেক্ষায় 

তাকে বৃষ্টির জলে,ভিজাব বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

46 মন্তব্যসমূহ

  1. একজন কবিতার লিংকটা ইনবক্সে দিয়ে বলল, ভাই দেখে আয়, ছুচা সরকেল সার্কাস লিখছে।

    এখন কথা হইতেছে, তুই কি ভাল হবান্নইস? ছুচামি গুলা না ছারলে তোর কলেজের সব চেংড়ির বয়ফ্রেন্ডরা ধরি তোক ডাঙ্গাইবে রে।

    কোনদিন বা সবাই মিলি নাগরীক কমিটি করি তোক বাটাম দেয়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইস্কান্দার মির্জা ভাই, এই চুদির ভাই আমার গার্ল্ফ্রেন্ডেরেও টাংকি মারতো। উইয়েক বাটাম দেয়ার কমিটি বানাইলে আমারেও জানাইয়েন, কমিটিত থাকপার চাই।

      উইয়্যাক লুঙ্গি পরেয়্যা সেই লুঙ্গি টানি খুলিয়া উইয়াক শাস্তি দেয়া খাবে। নাইলে শালির ছ্যাচড়ামি কমবান্নয়।

      মুছুন
    2. তোরা কে রে এতসব বাজে কথা বলিস? তোদের মুখে হোল ঢুকিয়ে দিলে বোধহয় চুপ থাকতি?

      মুছুন
    3. জারুল সোবহানরবিবার, ২৩ জুন, ২০২৪

      এত নোংরা কথা বল তুমি খানকির ছেলে ছি

      মুছুন
  2. আমার প্রেমিকা মহিলা কলেজে পড়েশনিবার, ২২ জুন, ২০২৪

    নয়ন, তুই ভাল হয়া যা রে। নাহলে তোক চিপাত নিয়া যাবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নয়ন আবার কি করলো? তোরে কি তোর পেমিকার সাথে দেখা করতে দেয় নাই? এই ইসলামি দেশে চোখ আর চ্যাটের হেফাজত কর মিয়া, নাইলে ডাইরেক্ট দোজখে চইলা যাবা।

      মুছুন
    2. মোবাইল টাওয়ার তোর শাউয়াত ভরে দিব মির্জা

      মুছুন
  3. তোমরা এসব নোংরামি বন্ধ করো৷ এসব নোংরামি করে যদি তোমরা ভাবোযে আহমেদুল কবীরের মত হাতির হোল কবি হয়ে যাব তাহলে এটা তোমাদের ভুল ধারনা হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুই কে রে? তোর মায়ে কি তোরে হরলিকস খাওয়ায় নাই। না হলে বুঝলি না কেন কবির ভাই ভাল লোক, জয়ের মালা তারেই হোক। তার সম্পর্কে যদি আর একটা নোংরা কথা বলিস তাহলে তোর গোয়ায় থাপড়ায়ে দাঁত ফেলে দিব, কাচি দিয়ে তোর হোলের বিচিদুইটা কাইটা নিবো, খেয়াল রাখিস কিন্তু।

      মুছুন
    2. মিরজা তোর বিচি কেটে কুত্তার বিচি লাগে দিব

      আর যদি ১ টা খারাপ কতা লিখিস শ্বেপএে তাহলে তোর তোর বিচি কেচি দিয়ে কেটে ভাজি করে খাওয়াব কুত্তা দিয়ে

      মুছুন
  4. নয়ন সরখেল খুব ভাল ছেলে
    আমি তাকে ছোটবেলা থেকে চিনি
    আমার বেস্টফ্রেন্ড সে
    তার মতো ছেলে কুড়িগ্রাম জেলায় নাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই কমেন্টটা যে নয়নের সেটা কে কে বুঝছেন? হাত তোলেন

      মুছুন
  5. নয়ন ভাই একজন ভাল মানুষ, উন্নত কবি। তার কবিতায় জীবনের কথা পাওয়া যায়, প্রেমের কথা পাওয়া যায়। সাথে থাকে কৃষকের হাসি, শিশুদের আনন্দ আর গাছের আর্তনাদ। তিনি তো একজন সচেতন সমাজপ্রেমি মানুষ, তার কবিতায় আরও কত কি পাওয়া যায়, তা তোমরা বুঝবা না। আমি তারে চিনি, সে বহুত ভাল কবি। তার জন্য হাজার দুয়া করি, আল্লার কাছে হাজার শুকর, তিনি বড় কবি হবেন।

    উত্তরমুছুন
  6. ভালো কবিতা, মজা লাগছে

    উত্তরমুছুন
  7. দাদা, এই লাইন তিনটা সত্যি একস্যান্ডেল--

    আছে আম কুরানোর আনন্দ
    আমি বসে আছি তার অপেক্ষায়
    তাকে বৃষ্টির জলে,ভিজাব বলে।

    উত্তরমুছুন
  8. সারোয়ার জাহানরবিবার, ২৩ জুন, ২০২৪

    মনে হচ্ছে কবি অল্প বয়সী। তারপরও বেশ ভাল হয়েছে। সুস্বাদু লাগছে। এভাবে চললে কবি বহুদুর যেতে পারবে।

    উত্তরমুছুন
  9. মোনালিসা খাতুনরবিবার, ২৩ জুন, ২০২৪

    নয়ন দাদার কবিতা পড়ে আমার কিশোরবেলার কথা মনে পড়ে গেল। কিশোর কবির লেখা কিশোরদের জন্য খুবঐ পারফেক্ট। হৃদয়ে টান মেরে দেয়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তুমারে চেনা চেনা লাগে। বাড়ি কই?

      মুছুন
    2. নয়নের মতো কমেন্ট। চুদির ভাই লিয়াকত নামে কমেন্ট করসে।

      মুছুন
    3. গালাগালি বন্দ করো প্লিজ

      মুছুন
  10. নয়ন দাদা, ফাটাফাটি কবিতা হইছে। বিকালে কলেজ মোড়ে আসেন। বগুড়ার মোগলাই খাওয়াব। সাথে চা, আর সাথে একটা গোল্লিফ। আইসেন কিন্তু।

    উত্তরমুছুন
  11. কবিতাটা কপি করে নিলাম কবি ভাই। আমার প্রেমিকাকে গিফ্ট দিব। আপনার অনুমতি নিলাম। কবিতাটা সত্যি হেভি হইছে।

    উত্তরমুছুন
  12. কোন চুদির ভাই আমার নয়নভাইয়ের নামে খারাপ কইছে। সামনে আয়। সোজা গোয়ামারা দিমু।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাঞ্চোদ, তুই আর তোর নয়ন ভাই দেখি মেলা বড় হাতির হোল হয়া গেছিস। আয় তোদের খৎনা করে দেই।

      মুছুন
  13. রওশন খন্দকাররবিবার, ২৩ জুন, ২০২৪

    নয়ন সরখেলের কবিতা অনবদ্য, অসাধারণ অনুভূতির তীব্র ছোয়ায় শিহরণ জাগে, লাইনে লাইনে। প্রেম ও প্রকৃতির উত্তেজিত সমন্বয়, সত্যিই একজন প্রতিভাবান তিনি। তার কবিতার প্রকাশের জন্য সম্পাদক অনেক অনেক নেক কাজ করেছেন।

    উত্তরমুছুন
  14. নয়নের কবিতা আমি আগেও দেখেছি। বর্ণপ্রপাতসহ বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকায় তার কবিতা নিয়মিত প্রকাশ হয়। তাকে ঘিরে যারা অসংগত কথা বলে, তারা পরিত্যক্ত ও পরিত্যজ্য। তাদের ভাষা ও ব্যবহারে তাদের পরিবারেরর বৈশিষ্ট্য বোঝা যায়। আমি জানাাব নয়ন সরখেলের জন্য দুইহাত উপরে তুলে দোয়া করি, তিনি অনেক বড় কবি হবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রশংসা এক ধরনের প্রতারণা।
      এই কর্মের ফলাফল কখনো সুখকর নয়

      মুছুন
    2. আন্তর্জাতিক কয়েকটা পত্রিকার নাম বল শুনি। নয়ন রে, তোর নামে বেনামে নিজের পোস্টে কমেন্ট করার অভ্যাসটা যাবে না?

      মুছুন
  15. কিসমত জাহান টুনিরবিবার, ২৩ জুন, ২০২৪

    নয়ন 😘 তোমার কবিতা পড়ে
    ঘুমাতে পারিনা সারারাত ধরে

    উত্তরমুছুন
  16. নয়ন আহাম্মেদরবিবার, ২৩ জুন, ২০২৪

    নয়ন কবি ফাটিয়ে দেক
    হিংসুকরা চুৎরি যাক

    উত্তরমুছুন
  17. কবীর আহম্মেদরবিবার, ২৩ জুন, ২০২৪

    কোন সে চুদির ছেলে গিট্টুকে নিয়ে খারাপ খারাপ কথা লেকে
    তোদের পুটকী সই করবে হিরো কবি নয়ন

    উত্তরমুছুন
  18. ছোট ভাই তুমি এসব ছেলেকে উৎসাহ দিয়ে উন্নতমানের কাজ করেচ ৷৷তোমাকে বিপলবী চা খাওয়াব

    উত্তরমুছুন
  19. যাদের পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা।জীবনের প্রত্যেকটা স্টেপে যারা এ্যাপ্লাই করে সিস্টেম আর দুই নাম্বারি।এদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার।এরাই বাড়ি,দামি গাড়ি আর ১৫/২০ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে দেখবেন সমাজে ভাব নিয়ে চলবে।

    উত্তরমুছুন
  20. খাস্তা কথা বন্দ কর নয়ন জারুয়া গোলামের বেটা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কাকে জারুয়া গোলাম বলিস তুই
      মুক সামলে কথা বলবি
      তোর থোতা ফাটে দেব OK
      হুস করি চলবি

      মুছুন
    2. আমি কি হুস করি চলব ? আমার হুস আছে তুই জারুয়া গোলামের বেটা হুস করি চলিস ৷ তোর নাক মুখ ফাটে সুর্যের হাসি ক্লিনিকে ভর্তি করি দিবো ৷৷ বেয়াদব শালা কবিতা লিখবার পারিস না বর বর বক্তব্বো দেইস অশিক্সিত

      মুছুন
    3. মারামারি করেন না রে মুই রেফারি বাশীত ফুক দিনু
      ওপাশ্যে সম্পাদক তো চুতরী গেইচে এপাশ্যে লেখক মারামারি করি নগদ হাসপাতালোত যায় ওপাশে সম্পাদক লেখা পকাশ করি পলাতক

      মুছুন
    4. ক্যা রে নয়ন, নিজের নামে কমেন্ট করার কইলজা নাই রে?

      মুছুন
  21. তর জিএফ আছে। প্রেমিকা আছে। ঠিক আছে। ফাইন। তুই সব খাইবি। খা। সমস্যা নাই। তোর মতো পুরুষ তলে তলে তোলা খায়। কিন্তু এসব আলগা কবিতা,,বিয়ারিং,লং , , ফুল, পাখি, লতা,পাতা ইত্যাদি সুদাতে যাইবি কেন? খাবি, খেয়ে মুখ মুছে, চোখ বুঝে, দরবেশ রুপে বাসায় চলে যাবি। ব্যাস, কাহিনী শেষ।

    এখন খেপা পাবলিকের *দা খা, পুমা। মফিজ কোনহানকার

    উত্তরমুছুন
  22. নয়ন ডারলিংয়ের সাথে এক বৃষ্টির দিনে আম কুরাইতে যাইতে চাই।

    উত্তরমুছুন
  23. ক্লাস থ্রিতে পড়ার সময় আমাদের বন্ধু নয়ন সবার কানে কানে বলত, "আমাকে দুই টাকা দিলে আমি আমার নুনু দেখাব, প্রমিজ।" ক্লাসের অনেকেই দুই টাকা দিয়ে নয়নের নুনু দেখেছে। দুষ্ট প্রকৃতির কতিপয় বালক অবশ্য জিনিস দেখার পর পঞ্চাশ পয়সা দিয়ে বলত, এখন আর নাই দোস্ত, পরে দিবনে। আবার অনেকে হয়তো কোন টাকাই দেয়নি। বঞ্চিত নয়ন একবুক কষ্ট নিয়ে আড়ালে চোখের জল ফেলেছে তখন। গুরুজনরা তো আর এমনি এমনি বলে না, "বাকির কাম ফাঁকি।"

    এই নুনু দেখানোর ঘটনা বালকদের মুখে মুখে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল কয়েক সপ্তাহের মাঝে। এমনকি শেষপর্যন্ত ঘটনা ক্লাসটিচারের কান পর্যন্ত চলে যায়। স্কুলে নয়নের বাবাকে ডেকে এই ব্যাপারে নালিশ জানিয়েছিলেন আমাদের তৎকালীন হেডমাস্টার। যদ্দূর জানি, নয়নের বাবা ওকে চামড়ার বেল্ট দিয়ে প্রচণ্ড মেরেছিলেন। উক্ত ঘটনার জের ধরে নয়নকে স্কুল পর্যন্ত বদলে ফেলতে হয়।

    নয়নের সাথে ক্লাস ওয়ান, টু - দুইবছর ভালো বন্ধুত্ব ছিল আমার। ক্লাস থ্রিতে বিচ্ছেদের পর পুরোপুরিই ওর কথা ভুলে গিয়েছিলাম। আজকে এত বছর পর হঠাৎ আরেক বন্ধুর কল্যাণে বিখ্যাত ও জনপ্রিয় শ্বেতপত্র পত্রিকায় নয়নকে খুঁজে পেলাম। শ্বেতপত্রের মত বিখ্যাত ও জনপ্রিয় পত্রিকায় ওর কবিতা ছাপানো হয়েছে দেখে বুঝলাম সে এখন কবি হয়েছে। জানি না আজ সে আমার মতো বন্ধুকে মনে রেখেছে কিনা, তবু হাজার হোক, শৈশবের বন্ধুত্বের একটা আলাদা মাহাত্ম্য তো আছেই!

    নয়ন তুই আমার সাথে যোগাযোগ করিস বন্ধু। আরো বড়ো কবি হ তুই এই প্রার্থনা করি।

    তোকে দেখে আবারো উপলব্ধি করলাম, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ের। হবেই হবে কবিতা ছাপা শ্বেতপত্রে।

    উত্তরমুছুন
  24. নয়নের কবিতা পাঠ করিয়া আমি মুগ্ধ।

    উত্তরমুছুন
  25. নয়নদাদার কবিতার মতন কবিতা কেউ লিখতে পারে না। নয়নদাদা রকস।

    উত্তরমুছুন
  26. নয়ন সাহেবের কবিতার সারবস্তু অসাধারণ। আমি তার সর্বাঙ্গীন উন্নতির জন্য দোয়া করি।

    উত্তরমুছুন
  27. সেক্সি কবিতা, নয়ন যেমন , তার কবিতাও তেমন

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷