New

শ্বেতপত্র

উড়ছে/ নয়ন সরখেল




উড়ে যাচ্ছে পাখি
উড়ে যাচ্ছে ফড়িং 
উড়ছে প্রজাপতিগুলো 
উড়ছে দল বেধে কাক
অপেক্ষায় আছে মানুষের এটো খাবারের জন্য
চিল উড়ে উড়ে চিন্তা করছে 
মরা মানুষের দেহখানি কখন ভাগ করে খাওয়া যাবে

কিন্তু মানুষ উড়তে পাচ্ছে না
মানুষের ডানা থাকলে
তারা মানুষের রক্ত, মাংস খেয়ে ফেলতো
টিয়া পাখি উড়ে উড়ে 
গান গেয়ে গেয়ে বলছে 
দেশটার কী হলো রে!

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

  1. দারুণ লাগল নয়নদা৷ শুভ কামনা৷

    উত্তরমুছুন
  2. কি সুন্দর কবিতা৷ মারহাবা, মাশাললা

    উত্তরমুছুন
  3. চরিত্র পুরাই কাল্পনিকবুধবার, ০৫ জুন, ২০২৪

    সম্পাদনা থুইয়া পালালু কই
    নয়ন সরখেলের পুটকি সই

    উত্তরমুছুন
  4. বিপ্লবী কার্লো দ্যা শামসবুধবার, ০৫ জুন, ২০২৪

    এই সেই নয়ন সরখেল না সম্পাদক ছিলো পাঠক এমন পুটকি সই করেছে যে চ্যাংরা হারে গেছিলো এলা ফির কবি হবার আসছে

    মকলু তুই গেলু কই
    দেখি যা নয়ন সরখেলের পুটকি সই

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷