New

শ্বেতপত্র

কাঠ কণ্ঠ/ রিদওয়ান পর্ব






সৌধ থেকে ভেসে আসছে জ্বর
ট্রেনের শব্দে হারিয়ে যাওয়া প্রেম
ফিরে আসছে ধুলোয় হারানো
অতীতের ঘোরায়,
অধোরের স্রোতে আকাশে জমেছে স্বর
পথ হারানোর শব্দে। 
কাঠকণ্ঠী কোকিল,
তুমিই এনেছ সুর, জীবনের স্রোতে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

অমার্জিত মন্তব্য কাম্য নয়