পড়বো তুমি প্রতি পর্বে পর্বে এগিয়ে যাও তোমার কবিতাটি আমার কাছে ফাইন লেগেছে যদিও এটি অতীব সংক্ষিপ্ত এরপর থেকে তুমি বড় বড় কবিতা লিখবে এই প্রত্যাশা করি ৷ তাহলেই তুমি একদিন আহাম্মেদুল কবীর বাবুর মতো বড়ো কবি হতে পারবে
বড় বড় কবিতা লিখলেই যদি আহাম্মেদুল কবীরের মত বড় কবি হওয়া যেত তাহলে বাংলাদেশের সবাই বড় বড় কবিতা লিখে আহমেদুল কোবীর বাবুর মত বড় কবি হয়ে যাইতো ৷ তাই শুধু বড় কবিতা লিখলেই হবেনা চিপা কষ্টের ও চিপা বেদনার কবিতা লিখতে হবে ৷ তাহলেই আপনি বড় কবি হতে পারবেন
9 মন্তব্যসমূহ
একছিলেন্ট কবিতা
উত্তরমুছুনকবিকে ঈদ মুবারাক
সম্পাদককে চুমু 😘😘😘😘
ঈদ মোবারক tooo
মুছুনপড়বো তুমি প্রতি পর্বে পর্বে এগিয়ে যাও
উত্তরমুছুনতোমার কবিতাটি আমার কাছে ফাইন লেগেছে যদিও এটি অতীব সংক্ষিপ্ত এরপর থেকে তুমি বড় বড় কবিতা লিখবে এই প্রত্যাশা করি ৷ তাহলেই তুমি একদিন আহাম্মেদুল কবীর বাবুর মতো বড়ো কবি হতে পারবে
বড় হয়ে আহাম্মেদুল কবীর হতে চাই। দোয়া করিয়েন কাখু।
মুছুনবড় বড় কবিতা লিখলেই যদি আহাম্মেদুল কবীরের মত বড় কবি হওয়া যেত তাহলে বাংলাদেশের সবাই বড় বড় কবিতা লিখে আহমেদুল কোবীর বাবুর মত বড় কবি হয়ে যাইতো ৷ তাই শুধু বড় কবিতা লিখলেই হবেনা চিপা কষ্টের ও চিপা বেদনার কবিতা লিখতে হবে ৷ তাহলেই আপনি বড় কবি হতে পারবেন
উত্তরমুছুনবড় কবি হতে চাই না, শুধু আট নং ওয়ার্ডের মেম্বার হতে চাই।
মুছুনঅসাধারন কাব্যকথা
উত্তরমুছুনআপনাকে এ ামাসের সেরাকবি নির্বাচীন করা হইল
ফেসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে চিৎকার করে নিজেদের হালকা করছেন। বানিয়েছেন আপনারা, তাড়ানোর দায়িত্ব আপনাদের।
উত্তরমুছুনআমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লোভী
উত্তরমুছুনহৃদয় থেকে ডিলিট করছি কালনাগিনীর ছবি
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷