New

শ্বেতপত্র

পঞ্চব্যঞ্জন /দেবাশিস সাহা




১.
মানবতা একটি ঈশ্বর প্রদত্ত অভ্যাস। 

২.
চোখে বৃষ্টি হলে
ধুয়ে যায় আমাদের রাগ অভিমান। 

৩.
মেঘ জমতে জমতে
ভারী হতে থাকে বুক
বৃষ্টি ঝরলে হেসে ওঠে সন্তানের চোখ মুখ। 

৪.
নিজেদের নাম ভুলে যায় গাছেরা
প্রতিবেশী মনে রাখে সেইসব গান
সন্তানের যত্ন হবে বলে
ফুলকে পাঠিয়ে দেয় ভ্রমরের সাথে। 

৫.
টিউশন ফেরি করে 
বাড়ি ফিরি রাতের হাত ধরে 
জোর করে কফ বের করতে গিয়ে 
বেরিয়ে আসে গ্লানি মাখা রক্তাক্ত ভোর
ভোর হাতে করে বেড়িয়ে পড়ি ফের টিউশনে।


দেবাশিস সাহা 
১০৭/৬ বিষ্ণুপুর রোড 
বহরমপুর, মুর্শিদাবাদ ৭৪২১০১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ