New

শ্বেতপত্র

মোকলেছুর রহমানের দুটি কবিতা




তৃষ্ণার্ত নদী


মেঘেরা চলে গেছে দুর
আজ শুধু বৃষ্টি নামুক!
                বৃষ্টি নামুক!

তৃষ্ণার্ত  নদী  ডুব দিয়ে
জলের তুমুল আড্ডায় 
উন্মাতাল উন্মুখ।


আজ শুধু বৃষ্টি নামুক!
               বৃষ্টি নামুক!
মৃত্তিকা ভেদ কর, মুখ খোল
-শুর নাড়, ওড়ো শামুক।



মৃত্যু এক কঠিন রোগ

মৃত্যু এক কঠিন রোগ!
অন্তিম রোগ,
যাকে ধরেছে
তাকে খেয়ে
মাটির মিশিয়েছে -
মৃত্যু এক কঠিন রোগ!

ঔষধ-পথ্য প্রুফ
সব কিছুই পরাস্ত করে, 
কবর, চিতায় একীভুত
ভিন্ন ভিন্ন ধর্মীয় সংবিধানে।

একটি মন্তব্য পোস্ট করুন

11 মন্তব্যসমূহ

  1. লেখক একজন কামুক,
    তাই লিখেছে বৃষ্টি নামুক৷

    লেখক একজন জোঁক,
    তাই লিখেছে মৃত্যু রোগ৷

    জানি এটাই তাহার স্বভাব,
    রেখে গেলাম এর বিরুদ্ধে এক
    তীব্র প্রতিবাদ৷

    উত্তরমুছুন
  2. কামুক কবি বৃষ্টি নামুক, আসো আমার ঘরে৷ সারাটিদিন স্বপ্নে ভাসি চুমাচুমি করে৷

    উত্তরমুছুন
  3. ব্যানারে ওটা কার ছবি? সম্পাদকের নাকি?

    উত্তরমুছুন
  4. সাইদুর পাশাাসোমবার, ১৭ জুন, ২০২৪

    সম্পাদক গরুমুখী হলেও ভালো কবিতা লিখেছে৷ কামুক কবি কোন জায়গায় মাটি ভেদ করে শুর নারান শামুকের মুখে, আমরা বুঝি৷ তার এটা পুরানা বদভ্যাস৷ চালিয়ে যাও বন্দু

    উত্তরমুছুন
  5. কুত্তার বিচির লটপিট খাইয়া লেখছস নাকি রে মকলু?

    উত্তরমুছুন
  6. প্রিয় পাঠক ঈদের শুভেচ্ছা নিন। লেখা সম্পর্কে গঠনমূলক আলোচনা করুন। কাদা ছোড়াছুরি না করার জন্য বিশেষ বলছি

    উত্তরমুছুন
  7. রওশন খন্দকাররবিবার, ২৩ জুন, ২০২৪

    মোকলেছ ভাইয়ের কবিতা আমার ভাল লাগে। তার কবিতার হৃদয়ের গোপন কন্দরের কথা উন্মোচিত হয়ে পরে। যেটা অনেক কবির মধ্যে নেই। ভাই, চালিয়ে যান।

    উত্তরমুছুন
  8. হিলহিল জারিনারবিবার, ২৩ জুন, ২০২৪

    তোমার কবিতার উন্নতি হোচ্ছে মোখলেস

    উত্তরমুছুন
  9. সান্নিধ্য মোখলেছরবিবার, ২৩ জুন, ২০২৪

    তৃষ্ণার্ত নদী কবিতাটি বেশ লাগলো মোখলেছ তুমি এগিয়ে যাও

    উত্তরমুছুন
  10. শেতপত্র কুড়িগ্রামের ব্যান্ড
    নিয়মিত প্রকাশ করলে সাহিত্য এগিয়ে যাবে

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়