তৃষ্ণার্ত নদী
মেঘেরা চলে গেছে দুর
আজ শুধু বৃষ্টি নামুক!
বৃষ্টি নামুক!
তৃষ্ণার্ত নদী ডুব দিয়ে
জলের তুমুল আড্ডায়
উন্মাতাল উন্মুখ।
আজ শুধু বৃষ্টি নামুক!
বৃষ্টি নামুক!
মৃত্তিকা ভেদ কর, মুখ খোল
-শুর নাড়, ওড়ো শামুক।
মৃত্যু এক কঠিন রোগ
মৃত্যু এক কঠিন রোগ!
অন্তিম রোগ,
যাকে ধরেছে
তাকে খেয়ে
মাটির মিশিয়েছে -
মৃত্যু এক কঠিন রোগ!
ঔষধ-পথ্য প্রুফ
সব কিছুই পরাস্ত করে,
কবর, চিতায় একীভুত
ভিন্ন ভিন্ন ধর্মীয় সংবিধানে।
21 মন্তব্যসমূহ
লেখক একজন কামুক,
উত্তরমুছুনতাই লিখেছে বৃষ্টি নামুক৷
লেখক একজন জোঁক,
তাই লিখেছে মৃত্যু রোগ৷
জানি এটাই তাহার স্বভাব,
রেখে গেলাম এর বিরুদ্ধে এক
তীব্র প্রতিবাদ৷
কামুক কবি বৃষ্টি নামুক, আসো আমার ঘরে৷ সারাটিদিন স্বপ্নে ভাসি চুমাচুমি করে৷
উত্তরমুছুনব্যানারে ওটা কার ছবি? সম্পাদকের নাকি?
উত্তরমুছুনসম্পাদক গরুমুখী হলেও ভালো কবিতা লিখেছে৷ কামুক কবি কোন জায়গায় মাটি ভেদ করে শুর নারান শামুকের মুখে, আমরা বুঝি৷ তার এটা পুরানা বদভ্যাস৷ চালিয়ে যাও বন্দু
উত্তরমুছুনকুত্তার বিচির লটপিট খাইয়া লেখছস নাকি রে মকলু?
উত্তরমুছুনপ্রিয় পাঠক ঈদের শুভেচ্ছা নিন। লেখা সম্পর্কে গঠনমূলক আলোচনা করুন। কাদা ছোড়াছুরি না করার জন্য বিশেষ বলছি
উত্তরমুছুনভম কালী
উত্তরমুছুনমোকলেছ ভাইয়ের কবিতা আমার ভাল লাগে। তার কবিতার হৃদয়ের গোপন কন্দরের কথা উন্মোচিত হয়ে পরে। যেটা অনেক কবির মধ্যে নেই। ভাই, চালিয়ে যান।
উত্তরমুছুনতোমার কবিতার উন্নতি হোচ্ছে মোখলেস
উত্তরমুছুনতৃষ্ণার্ত নদী কবিতাটি বেশ লাগলো মোখলেছ তুমি এগিয়ে যাও
উত্তরমুছুনশেতপত্র কুড়িগ্রামের ব্যান্ড
উত্তরমুছুননিয়মিত প্রকাশ করলে সাহিত্য এগিয়ে যাবে
গাম্বাট শব্দটি একটি খাঁটি বাংলা স্ল্যাং বা অপভাষা। বাংলা স্ল্যাং নিয়ে তো তেমন আভিধানিক চর্চা হয় না, তাই এর ব্যূৎপত্তি বলতে পারব না। ব্যক্তিগতভাবে আশির শেষ-নব্বইয়ের শুরু - এই সময়ে শব্দটির সাথে পরিচিতি ঘটে, দক্ষিণ কলকাতাতে। আমাদের শিক্ষাজীবনে কোনো আত্মসম্মানসম্পন্ন শিক্ষক এই শব্দ ব্যবহার করতেন না, ছাত্রসমীপে তো নয়ই!! আজ সম্ভবতঃ শব্দটির প্রয়োগ ব্যাপকতর হয়েছে।
উত্তরমুছুনএর ব্যবহারিক অর্থ বলশালী বুদ্ধিহীন ব্যক্তি(সচরাচর পুরুষ), খানিকটা গোঁয়ার। প্রয়োগভেদে গাম্বাট শব্দদ্বারা ব্যক্তির বলশালীতা বা বুদ্ধিহীনতার প্রতি ইঙ্গিত করা যায়। তবে এর ব্যঞ্জনা সততই খানিকটা হীনতাসূচক। যদিও নারী-গাম্বাটের উদাহরণ তেমন জানি না, শব্দটির অভিধা নারীবাচক হতে হয়ত বাধা নেই।
উদাহরণ ১ঃ
নব্বইয়ের মাঝ অথবা শেষ। কোনো এক ক্রিকেট উদ্যান। ওভার শেষে আমাদের উইকেটকীপার বশিরদা স্লিপে দাঁড়ানো সুরজিৎদাকে বল ছুঁড়ে দিয়ে বলল -
"তুই যা"। , মানে পরের ওভার বল করতে যা, আর কি।
সুরজিৎদা বিনা প্ররোচনায় ক্রিকেট বলে ফুটবলের মত হেড দিয়ে ফিরিয়ে দিল -
"এদিক থেকে না, ওদিক থেকে আসব। এটা নানুকে দে"।
উপস্থিৎ সকলের মুখ হাঁ। বিপক্ষের ব্যাটসম্যান তার পার্টনারকে জনান্তিকে -
"কি গাম্বাট মাইরি"!
উদাহরণ ২ঃ
প্রেমপর্বের শেষে সদ্যবিবাহিত তরুণ তার নবোঢ়া পত্নীসমভিব্যহারে মধুচন্দ্রিমাযাত্রায় চলেছে। পত্নীসকাশে স্বীয় বাহুবল প্রচারমানসেই সম্ভবত, ঢাউস স্যুটকেস চাকা দিয়ে গড়িয়ে না নিয়ে উঠিয়ে বয়ে নিচ্ছে। এমতাবস্থায় তার পত্নী -
"গাম্বাটপনা করছিস কেন! ওটা টেনে নিতে কি হচ্ছে!!"
মোখলেসুর রহমান সাহেবকে সকলে গাম্বাট বলেন কেন আমার তা বোধগম্য হয় না
কারন জানতে চাই
বলুন তো আমাকে এ রহস্য
জনাব
মুছুনPOBITRO SARKAR আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানবেন। কিছু মাছ যেমন অল্প জলে অত্যাধিক লম্পঝম্প করে, তেমনি এখানকার কিছু সংখ্যক অপরিণত পাঠক লেখার গভীরতা বা মননশীলতা না খুঁজে অমার্জিত ব্যক্তি আক্রমণাত্মক বক্তব্য জাহির করতে পারাটাকে বিরাট কিছু হনু বলে মনে করেন। যার কারণে আমরা শ্বেতপত্র পরিবার (লেখক, পাঠক ও সম্পাদক) অকাঠ সিচুয়েশনের পড়ে যাই। তবুও আমাদের প্রচেষ্টা আমরা চলমান রাখছি আপনার মতো প্রাজ্ঞ মানুষের সঠিক মূল্যায়নের শক্তিতে আর কাজের প্রতি ভালোবাসার জন্য।
মোকলেস শরীরে বলশালী, বিত্তে শক্তিবান, মাথায় বিশালাকায় মনোহর টাক আর বুদ্ধিতে খাটো। তাকে গাম্বাট বলবে না তো কাকে বলবে?
মুছুননেকলেসুর রহমান সাহেবের শেষ বিকেলের নায়ক বইটি পাঠ করে আমি আনন্দিত হয়েছি এই বইয়ের বেশ কয়েকটি কবিতা আমার বেশ ভালো লেগেছে আপনার উন্নতি হচ্ছে আপনার আরো উন্নতি হোক আপনার মঙ্গল কামনায় পড়ি ফি আমানিল্লাহ
উত্তরমুছুনবুদ্ধিজীবি আখতার হোসাইন
মুছুনআপনাকে বলছি লেখকের নাম এবং বইয়ের নাম দুটোয় ভুল লিখেছেন মন্তব্যে ! সঠিকভাবে মন্তব্যে লিখলে উভয়ের সম্মান বজায় থাকতো বৈকি?
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷
উত্তরমুছুনওগো সম্পাদক তুমি পুচুত করে উচিত কাজ করেছ
যারা তোমাকে াারাপ খারাপ কথা লিকে তুমি তাদের নামে থানায় কেচ করে দেও
আমার জানকে যারা খারাপ কথা বলে তারা জারুয়া গোলাম
আল্লাহর কসম টুনি আই লাভ ইউ
মুছুনদারুন কবিতা৷ভাল লাগছে৷
উত্তরমুছুনমকলু সাংবাদিক পলাতক
উত্তরমুছুনকেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে বলবেন পাটক সমাজ তাহাকে খুজছে
কমেন্টের রিপ্লে করার জন্য
চিপসের মত মুরমুরে, রুচিকর এবং সুস্বাদু কবিতার গর্বিত লেখক আপনাকে সালাম।
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷