New

শ্বেতপত্র

নড়াই নদীর পাড়ে /কাজী শোয়েব শাবাব





এপারে বনশ্রী
ওপারে কাশবন, আফতাবনগর
মধ্যে কাজলকালো নড়াই নদী।
কখনো সন্ধ্যাবেলা নগরের ময়লা গুছিয়ে নিয়ে
আগুন লাগিয়ে দেয় কে যেন তাতে।
দাবানলের মতো ছড়ায় অগ্নিস্রোত
কখন যে নিভে যায় অন্ধকারে
নড়াই নদীর পাড়ে।

বনের শ্রী নিয়ে বনশ্রী ঘুমঘোরে কংক্রিট জঙ্গল
নদীর ওপারে তখন আফতাবনগরে 
কাশবন ঘেঁষে ওঠে অসম্পূর্ণ চাঁদ।
একা শুয়ে বিছানায় একলা ঘরে
তখন 
কার বুকে কাঁদে বৃথা প্রেমের প্রবাদ?

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. তোমার কবিতার বইটি পাঠ করলাম তোমার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে প্রতারণার সাথে না পড়ে তুমি তোমার কাজ করে যাও অর্থাৎ কবিতা লিখে যাও।

    উত্তরমুছুন
  2. মনোহর কবিতা। একমনে পাঠ করার মত আবেগ কবিতার শরীর জুড়ে

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷