এক ঝাঁক তরুণীরা দাঁড়িয়ে আছে,
ডাকছে আমার দিকে হায়!
আসলেই কি ডাকছে? নাকি মেতেছে?
নতুন কোন ছলনায়!
ডাক শুনে দাঁড়িয়ে, গেলাম এগিয়ে,
"কেন গো তুমি আমায় ডাকছো?"
মাথাটা ঘুরিয়ে, চোখটা রাঙিয়ে,
"এসব কি তুমি আমায় বলছো?"
কথা শুনে থমকে, গেলাম আমি চমকে,
বলি এখন আমি আর কি?
পরিস্থিতিতে আটকে, মহা আতঙ্কে,
মুখ দিয়ে কথা বেড়োয় কি?




2 মন্তব্যসমূহ
তরুনি সমাজকে নিয়ে এধরনের কবিতা না ডলিখলে তোমারই ভাল ৷ নাহলে তোমার বিরুদ্দে জোরাল আন্দোলন গরে তুলতে বাধ্য হব
উত্তরমুছুনডাকুক
উত্তরমুছুনতুমি যেও না
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷