New

শ্বেতপত্র

শিশিরবিন্দু প্রবাহ / সাম্য রাইয়ান


শিশিরবিন্দু প্রবাহের ধ্বনিজালে আটকা পড়েছি গার্ড;
উদ্ধারমন্ত্র জানো? খ্বসে যাওয়া নক্ষত্রের ঢেউয়ের
প্রতিচ্ছবি আজ নিষ্পত্র ঝর্ণার বেগে—ক্রমান্বয়ে
দুয়ারে দাঁড়িয়েছে। বিরল রূপের তুমি সুদূর পল্লবিত
চুড়ান্ত শাখার চন্দনে, চুম্বনে। কবিও তেমনি
লাজুক স্বভাব। ধরলা— শূন্য আকাশের মতো
কবিকে নির্ভার রাখো। পৃথিবীব্যাপী আকাশ-বৃক্ষ
অনন্ত কাল ব্যাপ্ত থাকুক নিরাবরণ শূন্যতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সম্পাদক সাহেব, এইসব কি কবিতা প্রকাশ করেছেন? শিশিরবিন্দু কি প্রবাহিত হয়? প্রথম লাইনেই তো কবিসাহেব অতিকল্পনা করেছেন। নাহ্‌, পছন্দ হল না

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷