New

শ্বেতপত্র

চোর ও মাতালের গল্প। মোকলেছুর রহমান


চোর ও মাতালকে পুলিশে ধরলে জেল হাজতে
পরিচয়, তুমুল বন্ধুত্বেরও রূপ নেয়।
চোর বলে- বন্ধু চুরি করতে ধরা পড়িনা
হেটে যেতে ধরে ফেলে,পুলিশের কী চোখ! দেখতো -ছোট-বড় কত চুরি করেছি তা হাজার ছাড়িয়েছে; ধরাও পড়েছি শ'এর ওপর অথচ সাহেবরা কলমের খোঁচায়, ব্যবসায়ী-ব্যাংকার, এমপি-মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লোপাট করে, দেশ চুরি, পুকুর করে কিন্তু ধরে আমাদের মত ছ্যাঁচড়া চোরকে।

মাতাল বলে- বন্ধু মদ খেতে ধরা পড়ি না
মাতলামি করতে ধরা পড়ি; গলা অব্দি গিলে চিক্কার চেঁচামেচি করলে রাজা কিংবা নেতা নেতা ভাব আসে। দু-চার বেফাশ কথাও বলে ফেলি। আর মোল্লা-পুরুতের কাছে শুনেছি ওপাড়ে নাকি মদের লহর বয়ে যাবে, যার যতবার ইচ্ছে খেতে পারবে, তাতে সাঁতারও কাটা যাবে। তা এপাড়ে রাষ্ট্রনায়ক, ডিসি-এসপি, নায়ক-গায়ক, কবি-সাহিত্যিক-সাংবাদিক খায়, কিন্তু ধরে আমাকে।
চোর তাহলে, মাতাল-আমাদেরকে দেশের গদিতে বসতে হবে হা হা হা!

একটি মন্তব্য পোস্ট করুন

75 মন্তব্যসমূহ

  1. এমনটাই এখন নিয়ম,কিন্তু এমন অনিয়ম কবিতার ভাষায় প্রকাশ করতে সাহস লাগে।এমন সাহসী কবিতা লেখার জন্য ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. সুন্দুর কবিতা, বাল হইছে৷

    উত্তরমুছুন
  3. এর নাম কবিতা?😂😂
    হায়রে মোখলেছ তুমি কবিতা কিভাবো লেখতে হয় তাও জানো না ছোটভাই৷ কবিতা পড় বড় বড় কবিদের

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই আপনাকেও এসময়কার কবিতা পড়া উচিত। আপনি তা না করে সস্তা ও বিচার বহির্ভুত মন্তব্যের সূত্র ধরে, ঝাকের কৈ এর মতো, নিজের পেসটিস ডাইন করেন কেন? যা হাস্যকর।

      মুছুন
  4. এটি যদি কবিতা কই
    মকলু সম্বাদকের পুটকী সই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হায় রে নয়ন আহম্মেদ তুই পুটকি পুটকি করিস ক্যান, তোর পুটকি কেউ সই করিল নাকি?
      না মানসের পুটকি শুকে বেড়ানো তোর কাজ?

      মুছুন
  5. গুলতেকিন কোবরা সুলতানাবুধবার, ২৯ মার্চ, ২০২৩

    তোর বইটা পড়লাম আমি
    আমাদের মাচাগুলো কবিতাাা সুন্দর লিখছিস৷ কিন্তু এটা কেমন কবিতা ? এসব লিখে নিজের ইজ্জত নিলাম করা বন্ধ কর ৷ বয়স হইছে ভাল কিছু কর

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ গুলতেকিন আমার কবিতার বই 'সব বৃক্ষ মহোদয় হয় না' পড়ার জন্য। সব সময় সব কবিতা ভালো নাও লাগতে পারে, চেষ্টা সব সময় থাকে ভালো লেখার।

      মুছুন
  6. যেমন সম্পাদক তেমন তার কবিতা 😁😁
    শালা গামবাট

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবিতাটা আমিও পড়লাম ভালো লেগেছে, গদ্য কবিতা এটি। আপনি নামের শেষে বিএসসি লিখেছেন, শিক্ষিত মানুষ, এতো বাজে মন্তব্য করেন কেন? অন্যকে হেয় করা প্রকৃত শিক্ষিত মানুষের কাজ না!

      মুছুন
  7. কবিতা হয়নি মোখলেস সাহেব
    কবিতা পড়ুন আগে বড় কবিদের
    নিজেকে সমৃদ্ধ করুন
    এসব অখাদ্য রচনা করে নিজেকে আর কত ছোট করবেন

    উত্তরমুছুন
  8. আপনার পত্রিকায় অনেক কবির ভাল কবিতা আপনি প্রকান করেছেন সেগুলোর সাথে নিজেকে বিচার করে দেখুন আপনার অবস্তান কোথায় ৷ নিজেকে বিচার করতে শিখুন

    উত্তরমুছুন
  9. একটি বই লিখে নিজেকে হাতির হোল ভাবা বন্ধ কর তাহলেই ভাল কবিতা লিখতে পারবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রাকিবুল হাসান আপনার ভাবনাটি একান্ত মনগড়া, আমি নিজেকে কখনোই বড় কিছু ভাবি না। ব্যক্তিগত আক্রমন বন্ধ করুন, লেখা ধরে সমালোচনা করলে ভালো হয় না।

      মুছুন
  10. কবি ইদ্রিস আলীবুধবার, ২৯ মার্চ, ২০২৩

    মৃত সম্পাদক জেগেছে
    ঘুম তার ভেঙেছে
    বালকাব্য লিখে সে
    সবাই হৃদয় জিতেছে

    সবাই মকুকে দিচ্ছে ঠেলা
    মকুর অনেক কষ্ট
    নিজের নাম ফুটাতে এসে
    জীবন হল নষ্ট

    বালের কাব্য লিখলো মকু
    হল না তার উন্নতি
    পাঠকের এত চোদন
    তবু যদি হয় সদগতি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কবি ইদ্রিস আলী হল বালকামা
      খুঁজে বেড়ায় অন্যের দোষনামা।
      নিজে গরুর মতো চতুষ্পদী
      কাব্য করে অন্যকে নিয়ে কাতিকুদি।
      মানসিকতা তার ডাস্টবিন
      অন্যকে ভাবে ডাস্টবিন,
      নিজ নামের প্রথমে লিখছে কবি
      হাগরি কবি, ইদ্রিস কবি।

      মুছুন
    2. সবাই মকুকে দিচ্ছে ঠেলা
      মকুর অনেক কষ্ট
      পাঠক সমাজের চোদন খেয়ে
      মকু পথভ্রষ্ট

      কেউ তাকে বলে গামবাট
      কেউ বলে বোকচোদ
      আমি বলি অশিক্ষিত সে
      সম্বাদনা জগৎের হিরো আলম

      মুছুন
    3. ইদ্রিস আলী এখানে এসে আজে বাজে মন্তব্য করলে আপনার অনেক ফূর্তি জাগে তাই না? সুনিদিষ্ট ও গঠনমূলক মন্তব্য বা সমালোচনা না করে শুধু নোংরামী করতে আসেন, ভাড়ামি করতে আসেন, ছ্যাবলামি করতে আসেন! আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আশা রাখবো এরপর আর কখনো এরকম অসৌজন্যমূলক মন্তব্য করবেন না।

      মুছুন
  11. সম্পাদোক চুৎরী গেইচে উত্তর দেয় না

    পাবলিক তোমাক যে ঠেলা দিবেরনাগচে উওর দিতে হাগি ফেলাইবেন বাহে সম্পাদকের ব্যাটা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবুহেনা সম্পাদক ঠিক আছে, পাঠক বাজে কথা বা মন্তব্য করলে, তাদের মতো তো করা যাবে না। বুঝতে হবে যে, সব লেখা সবার ভালো লাগে না।

      মুছুন
    2. শোন বাহে সম্পাদকের বেটা বেশি মারুগিরি না দেখান ৷ সবার ভাল নাগার ব্যাপার নোয়ায়, ব্যাপার হইল তোমার ইগলা বালও হয় নাই ৷
      ভাল কবিতা নেকা নাইগবে বাহে

      মুছুন
    3. মকলু ভালো লিখলে মকলুর লাভ, মন্দ লিখলে তার লস।
      তোর গোয়া এতো টাটায় ক্যান রে?

      মুছুন
    4. মকলু ভাল কবিতা লেখুক এটায় হামরা চাই

      মুছুন
    5. আবোল তাবোল বকিস কেন

      মুছুন
    6. মুই বকোং না তুই বকিস শালা গাম্বাট,,, মুই কি একলায় তোর লেখাত মোতোং রে? দেখিস না সবাই তোর লেখাত মুতি দিবার নাগচে ৷ তাতো তোর হুশ হয়না রে

      মুছুন
    7. আপনারা আমার কাছে ভালো কিছু প্রত্যাশা করেন সেকথা জেনে ভালো লাগলো। কিন্তু বিষয় ভিত্তিক সমালোচনা না করে কাদা ছোরাছুরি করছেন কেন? বাজে শব্দ প্রয়োগ করে মন্তব্য করছেন যা কষ্টদায়ক। প্লিজ বন্ধ করেন।

      মুছুন
  12. Aponara sobai baje koment krchen kno ? Sobai suvokomona janan potrikar jnno jate ro vlo kore. Mokhlu tmi ro kobita leko ro ro suvokamona . Akdin tmi vlo kobi hoba .i love you

    উত্তরমুছুন
  13. সম্পাদকের ভালর জন্ন বলচি এইসব চুদুরবুদুর বাদ দিয়ে বই পড়ুন জ্ঞান অর্জন করুন

    উত্তরমুছুন
  14. এই গাম্বাট সম্পাদককে কেউ থামায় না কেন ? এই অশিক্সিত মুর্খ ছেলেটা কি কি লিখে নিজের লুঙ্গি তুলে মাথায় দিচ্ছে ৷ কেউ একে আটকাও ৷

    😠 সব শালা কবি হবে 😃

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যদি নিজেকে বোদ্ধা পাঠক ভাবেন তাহলে লেখাটি ধরে ধরে ব্যাখ্যাসহ গঠনমূলক সমালোচনা করুন। হুদাই গালি গালাজ করেন কেন? এটা কোন ধরনের ভদ্রতার চিহ্ন।

      মুছুন
  15. একটা কথা এতদিন জানাইনি তবে আজকে না বললে ঈশ্বর হয়তো আমাকে নরকে পাঠাবেন তাই বলতেই হচ্ছে , আসলে আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে (মেয়ের নামে) । সেখানে মাসে দু একটা লেখা দিয়ে থাকি , যেমন তেমন লেখা । এখন আশ্চর্যের বিষয় হচ্ছে ওটাতে এত লাইক কমেন্ট পড়ে মনে হয় জীবন টা ধন্য । আর ওটাতে যারা ফ্রেন্ড লিস্টে আছে এটাতেও আছে কিন্তু আরোও মজার বিষয় হচ্ছে আসল প্রোফাইলে কোনো পোস্ট করলে তাদেরকে নিরুদ্দেশ মনে হয় । আর ঐ প্রোফাইলে ইনবক্সের কথা ...না সেটা বাদেই থাক ।
    এখন শ্বেতপএ পএিকার সাংবাদিক মোখছেদুল ইসলামের কাছে আমার প্রশ্নটা হচ্ছে
    ১/ যারা লাইক কমেন্ট করেন তারা সুন্দরী মেয়ে দেখে লাইক কমেন্ট করেন নাকি কবিতা দেখে ?

    ২/ যদি কবিতা দেখে করেন তাহলে বলব কবিতা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা অনেক নীচে আছে । যা তা কবিতা হতে পারে না

    ৩/ আর যদি সুন্দরী মেয়ে দেখে লাইক কমেন্ট বা ইনবক্সে মেসেজ করেন তবে বলব লেখালেখি ছেড়ে সোনাগাছি চলে যান , যেটা চাইছেন সেটা পাবেন ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাঠক লেখা পড়ে আপনার ভালো লাগেনি, সেজন্য বিষয় বহির্ভুত আজে বাজে মন্তব্য করা বন্ধ করেন। বিষয় ধরে ধরে মন্তব্য করার যোগ্যতা থাকলে অবশ্যই মন্তব্য বা সমালোচনা করবেন তা না পারলে অযথা সময় নষ্ট করবেন না প্লিজ।
      আর একটা কথা 'সোনাগাছি' বোধয় আপনার পছন্দের স্থান, তা বিলম্ব না করে দ্রুত চলে যান সেখানে।

      মুছুন
  16. মোখলেচ ভাইয়া অাপনি অনেক সুন্দর কবিতা লিখেচেন ৷ আসসসালামুআলাইকুম,,,,আপনি এগিয়ে চলূন একদিন আপনি boro কপি হতে পারবেন,,,,,,,,,,,, ,,,, অনেক বড় কপি হবেন আপনি ভাইয়া আমি দুয়আ করি আপনার জন্ন পতিদিন তারাবি নামাজে,আপুনিও আমার জন্ন দোযা করবেন ভাইয়া আমি আপনার Fan

    উত্তরমুছুন
  17. শামসুল ইসলাম, কামারপাড়াবুধবার, ২৯ মার্চ, ২০২৩

    শ্বেতপত্র পত্রিকার সাংবাদিক মোখলেছুর সাহেব আপনি পাঠকের কমেন্ট দেখে কি কাপড় নষ্ট করে ফেলেছেন ?
    উত্তর দিতে পারছেন না তাইজন্য
    বড় কবি সেজেছেন
    এখন পাঠকের চোদনে পালিয়েছেন কেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিয় পাঠক একটা কথা বলি, শ্বেতপত্রের সাংবাদিক নয়, সম্পাদক। পাঠকের কমেন্টে সম্পাদক পালাননি, উত্তর দেয়া হচ্ছে। সুনিদিষ্ট ও গঠনমূলক সমালোচনা কাম্য।

      মুছুন

  18. পাঠকের চোদনে সম্বাদক মোখলেছুর রহমান সাংবাদিকের চুতরী ফাইট 😂

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সম্পাদক পলায়ন করেননি, সুনিদিষ্ট ও গঠনমূলক সমালোচনা করেন।
      তা না পারলে নোংরামী ছড়ানো বন্ধ করুন প্লিজ, এটা নোংরামী করার জায়গা নয়।

      মুছুন
  19. যা তা লিখে কবিতা নামে প্রকাশ করা বন্ধ করুন
    কবিতা পড়ুন, কবিতা জানুন
    তারপর এরকম বালছালের গল্প বিবেচনা করবেন
    প্লিজ কবিতাকে আর ধর্ষণ করবেন না মোখলেছুর৷ নইলে আপনার নাম ইতিহাসের পাতায় কবিতা ধর্ষক হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মজনু রহমান আপনি মন্তব্য করেছেন যা তা লিখে কবিতার নামে চালানো বন্ধ করুন, বাল ছালের গল্প আরও মন্তব্য করেছেন কবিতাকে ধর্ষণ করবেন না।

      আপনাকে বলি অমার্জিত, অশালীন নোংরা মনগড়া মন্তব্য না কবিতার শব্দ, চরণ ধরে ধরে ব্যাখ্যা করে দেখান।
      এখানে এসে নোংরামী করবেন না প্লিজ।

      মুছুন
  20. সম্পাদকের হাগা ছুটছে তাই আর কারো উত্তর দেয় না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লেখা নিয়ে সুনিদিষ্ট মন্তব্য করুন। অযথা ব্যক্তিক আক্রমন বন্ধ করুন।

      মুছুন
  21. মোখলেছ সাংবাদিক উত্তর দে
    জবাব চাই
    উওর দিন না কেন

    উত্তরমুছুন
  22. প্রিয় পাঠক শ্বেতপত্রের সাংবাদিক নয়, সম্পাদক।

    উত্তরমুছুন
  23. মাতাল মদ খায়
    চোর চুরি করে
    মকু সাংবাদিক তার খবর করে

    বালের পএিকা বালের খবর প্রকাশ করেছে

    উত্তরমুছুন
  24. তাছলিমা নাসরিনের ফ্যানবৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

    কবিতা না মোর বাল,
    এত মোটা তোর গায়ের ছাল।
    পাঠক সমাজ মুতি দেয়,
    তাও তোর হুস না হয়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তাছলিমা আমিও i love you.
      মকলুর হয় না হুস,
      পাঠক করে ফুসফুস।
      ঘণ্টু কবিতা লেখে,
      এর থেকে কুত্তা ভালো ভোকে।।

      মুছুন
    2. লেখা ধরে ধরে সমালোচনা করুন, অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে মন্তব্য করেন কেন?

      মুছুন
  25. ছোটু : দাদু পড়তে মন চাচ্ছেনা, একটু টিভি দেখবো?

    দাদু : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প করো।

    ছোটু: আচ্ছা দাদু আমাদের পরিবার কি সারাজীবন সাতজনেরি থাকবে?

    মানে আমি, বোন, তুৃমি, দাদি, বাবা-মা আর আমাদের বিড়াল ছানা ক্যাটি।

    দাদু : এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাবো।

    ছোটু : কুকুরটা তো বিড়াল ছানাটিকে মেরে ফেলবে, তখন আমরা আবার সাতজন হয়ে যাবো।

    দাদু : তুমি বিয়ে করে আনলে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।

    ছোটু : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

    দাদু : তোমার ছেলে-মেয়ে হলে আমরা আট-নয়জন হয়ে যাবো।

    ছোটু : কিন্তু তুমি আর দাদী মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

    দাদু : হারামজাদা তুই যা গিয়ে টিভি দেখ। 🤥

    উত্তরমুছুন
  26. হারুণ সাংবাদিক ,প্রেসক্লাবশুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

    প্রথম আলো সাংবাদিকের সংবাদ মিথ্যা হতে পারে, কিন্তু শ্বেতপএের চোর ও মাতালের সংবাদ মিথ্যা নয়৷

    শ্বেতপএের সাংবাদিক মোখলেছুরকে ধন্যবাদ সুন্দর সংবাদ পরিবেশনের জন্য৷ কারণ মদের পরিণাম ভয়াবহ! সৎ সাংবাদিকতার জয় হোক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হারুন ভাই শ্বেতপত্র একটি সাহিত্য, সংবাদপত্র নয় এটি, এর কোন সাংবাদিক নেই। এ পত্রিকা সম্পাদনা করেন সম্পাদক, এখানে লেখে লেখক।

      মুছুন
  27. সাহসী সাংবাদিক মোখলেসুর রহমানকে সাধুভাদ জানাই সাহসী সংবাদ প্রকাশ করার জন্য

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই শ্বেতপত্র সাহিত্য পত্রিকা এর সম্পাদক ও লেখক আছে কিন্তু সাংবাদিক তো হয় না।

      মুছুন
  28. এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।

    উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।

    ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
    ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।

    তখন পুরো বাড়িতে বৌমার অধিকার দিয়ে দিলেন।ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।

    ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!

    খাবার খেয়ে বাবা বাইরে হাটতে চলে গেল।কিছুক্ষন পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।

    খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।

    কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---
    "আজ আপনাকে কোর্টে যেতে
    হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।

    পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন-
    "বাবা! আমার আর বিয়ের
    দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??

    ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!

    আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি!
    কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।

    *মোখলেছ আপনি এমন গল্প লিখুন৷ গল্প পড়ুন বুঝুন৷ এসব কী বাল লিখেছেন? পাঠকের সময়, মেগা সব নষ্ট করলেন৷ ইচ্ছে করছে আপনাকে গু খাওয়াই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি লিখতে থাকুন এমন সব গল্প।
      অনেক শুভ কামনা রইলো।
      আর নিজে নিজের মল ভোজন করুন পরমানন্দে।
      যোগ্যতা থাকলে কবিতা ধরে ধরে সমালোচনা করবেন, আর তা না পারলে আপনার সময়-শ্রম ও মেগা নষ্ট করতে কে বলেছে- মি. প্রণব পাল?

      মুছুন
  29. মেহবুব মল্লিক . বিকাশ 01929370363শনিবার, ০১ এপ্রিল, ২০২৩

    আমার ফ্যান ফলোয়ার অনেক। তবে দেখছি অধিকাংশ বন্ধু আমাকে এড়িয়ে যাচ্ছেন। এমনকি শত্রুতাও করছে। এর কারণ জানতে চাই৷

    আর 'পায়খানা মল্লিক' নামের একজন আমার ছবি দিয়ে আইডি খুলেছে এবং সে সকল বন্ধুর ইনবক্সে এবং ফেসবুকে বাজে ভিডিও এবং বাজে কথা পোস্ট দিচ্ছে। এতে করে আমার বন্ধুরা মনে করছে আমিই এসব করছি। শ্বেতপত্রের সাহসী সাংবাদিক মোখলেছুর রহমান স্যারকে বিষয়টি নিয়ে একটি প্রতিবাদী খবর প্রকাশের জন্য অনুরোধ করছি।

    উত্তরমুছুন
  30. মখলেছ সাংবাদিকের চুৎরী ফাইট

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আক্কাছ আলী আপনি কী বোঝাতে চেয়েছেন বোধগম্য হল না?
      শ্বেতপত্রের সম্পাদক ও লেখক গোষ্ঠী আছে কিন্তু এর সাংবাদিক নেই।

      মুছুন
  31. একটা বিষয় লক্ষ্য করেছি যারা লেখালেখির সাথে মোটামুটিভাবে জড়িত, যারা নরনারীর প্রেমবিরহ ইত্যাদি নিয়ে কবিতা লেখে, লেখায় ডান-বাম ব্যালেন্স করে লেখে, মানে অনেকটা নিরপেক্ষভাবে লেখে,তাদেরকেও কেন জানি পাঠকরা নাস্তিকস্মন্য মনে করে বসে। এটা ঠিক না।
    এমন লিখিয়েদের কেউ কেউ গভীরভাবে আস্তিক আছে। ধর্ম-কর্ম করে।

    তো হিংসাবাদীরা এসব লোকদের ধর্ম-কর্মযাপনকে লোকদেখানো ধর্মকর্ম বলে উল্লেখ করতে চায়। আমার মতে কোনো পার্থিবভাবে জ্ঞানী লোক যদি ধর্মে-কর্মে মন দেয় বা করে তাহলে প্রকাশ্যভাবেই দেওয়া বা করা উচিত। এতে সাধারণ লোকজন উৎসাহিত হয়।

    উত্তরমুছুন
  32. আমি যখন ছোট ছিলাম তখন আমার মাকে ডিভোর্স করে আমার বাবা, অভিমানে পৃথিবী থেকে হাড়িয়ে যায় আমার মা! আমার বাবার গোপন প্রেমিকা কে বিয়ে করে আমাকে উপহার দেয় সৎ মা! আমার সৎ মা আমার বাবাকে কৌশলে বুঝিয়ে দেই আমি বড় হবার আগেই আমাকে হত্যা করলে তাকে উপহার দিবে হিরে! সেই হিরে আমার সৎ ভাই। জীবনের মায়াতে আমি ছাড়লাম আমার বাবার সংসার। আমার সৎ মায়ের উপহার দেওয়া হিরে আমার বাবাকে দেখিয়েছে বৃদ্ধাশ্রম।।।
    বাবা- সমাজ,
    মা- সত্য
    সৎ মা- মিথ্যা
    আমি- বিশ্বাস
    আমার সৎ ভাই- অবিশ্বাস।।।



    %%%%% এভাবে গল্প লিখতে হয় বুঝেছেন ? কি বালের গল্প লিখেছেন তার নাম মাতালের গল্প,,,, গাজা খেয়ে মাতাল হয়ে লিখেছেন নাকি আজব মাল শালা ভোক্চোদ লেখক,,,,,,শালার আসলে পুটকি শই করা দরকার,,

    উত্তরমুছুন
  33. এঞ্জ্যেল অঙ্কনা সিংহসোমবার, ০৩ এপ্রিল, ২০২৩

    আমার কবিতা প্ররকাশ করুন



    শূন্য অঙ্ক
    ---
    সব সময় আমি শূন্যে ভাসতে ভীষণ ভালোবাসি,

    সাহিত্য এক সুবিশাল অথৈই সমুদ্র,

    আমি বিন্দুবত বালুকণা মাত্র।

    কেউ মনের আনন্দে লেখালেখি করলে

    প্রতিদ্বন্দ্বিতার কোন প্রশ্নই ওঠে না।

    চোখে মুখে সামান্য অহংবোধ থাকা ভালো,

    তাতে সুরমার লালিত্য আরও প্রাণোচ্ছল হয়,

    নিখাদ গরিমা বাড়ে।

    ল্যামেটারের বিগ ব্যাং ত্বত্ত্বে

    কখনও সখনও নিহারীকাগুলি বড়ই অশান্ত হয়,

    নোয়ার নৌকা ভাসে,

    অতঃপর কিম,

    চঞ্চল জগৎ আবার শান্তিতে সুমধুর সুরে ভাসে।

    উত্তরমুছুন
  34. এই রোজা রমজানের মাসে মাতলামির কথা বল তুমি। খাঁড়াও আমি আইতাছি।

    উত্তরমুছুন
  35. কিসমত জাহান টুনিশুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩

    কবি , আপনার হাতে জাদু আছে নাকি, কি রোমান্টিক কবিতা। আহা, জীবনে আর কি চাই। আচ্ছা, আপনি সিঙ্গেল আছেন কি?

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়