New

শ্বেতপত্র

রাজবংশী কবিতা / নৃপেন বর্মণ



এক

সগায় চিকিরি চিকিরি গরজি উঠি
দ্যাশ ম্যাপ মাটি নিয়া তিন পুষ্যির খুটি 
পারটি বানাই দল বানাই মিছিলো
গোটো হবার ধরি,  ভূমিও আছিলো
পাথারে পাথারে জমিজাগা পাথারি
আথারি পাথারি জীবন বিতাঙ হাতারি ।

ইহা কি মুখের কতা, না হয় দেখি থোঙ
বাহারে বাহারে আসমানে চান্দের চোঙ
মাছগুলাও জলোত পরিমরি আহারে
দেশাচার দেশালী মানষি দুখ সুখ তাহারে 
এগিলা নিয়ায় আর ভাওয়াইয়া গান ধরি 
আসমানে আসমানে ভাসি যায় সুর করি ।

মন করে দূর দূর, জাগি ওঠে পরাণেরা 
হালিচা হালিচা মানষিরা বিরায় তাহারা 
দেখিলো ঠকিলো  কষ্ট করিলো বছরিয়া
কহিলো শুনালো শুনিলো নাতো ঠগিলা ।

দুই

মানষিগিলার দুঃখ চিরকাল
মানষিগিলার পেটোত আকাল
মানষিগিলার মন বড়ো বিশাল
মানষিগিলার পরাণ সোতাল ।

মানষিগিলার গোলাভরা ধান
মানষিগিলার মন করে আনচান
মানষিগিলার  ঠগ চারপাশে
মানষিগিলার আশ আশপাশে ।

মানষিগিলা করে দোকপোক
মানষিগিলা চারপাকে ঢক  ।

একটি মন্তব্য পোস্ট করুন

18 মন্তব্যসমূহ

  1. লাইফে আপনি যত বড় ফেইক পারসোন হবেন, আপনার সার্কেল তত বড় হবে।
    আপনি যত বাস্তববাদী ও সৎ হবেন, আপনার সার্কেল ততটাই ছোট হবে।
    বাস্তবিক অর্থে মানুষ মুখোশধারীকেই আপন এবং বিশ্বস্ত মনে করে।

    উত্তরমুছুন
  2. সুন্দুর কবিতা৷ আই লাইক করলাম

    উত্তরমুছুন
  3. পড়লাম।ভালো লাগলো।
    উত্তরের সাধারণ মানুষের মুখের ভাষারই প্রতিধ্বনি যেন।

    উত্তরমুছুন
  4. নৃপেনদা তোমার নতুন বইটার কী খবর গো
    তাড়াতাড়ি প্রকাশ করো

    উত্তরমুছুন
  5. মানহীন এসব কী যা তা প্রকাশ করো ছোটভাই ৷ তোমাকে নিয়ে আর পারি না ৷ তুমি বই পড় জ্ঞান অর্জন কর ,বড় হও

    উত্তরমুছুন
  6. পড়েছি এ কাব্যখানি
    দুঃখ পেলাম অনেকখানি
    ভেবেছিলাম কত কিছু
    পাবো কবিতাতে
    আশা মোর ভেস্তে গেল
    মকলুর গুয়ের স্রোতে৷

    মূর্খ মকু অশিক্ষিত
    বোঝে না সে কাব্য
    তবু প্রকান করে দিলো
    রাজবংশি কাব্য
    হোক তবু মেনে নিলাম
    মকলুর হোক উন্নতি
    নইলে মকলুর পাছা ফাটাম
    এই জানালাম প্রণতি৷

    উত্তরমুছুন
  7. সুন্দোর চেষ্টা

    উত্তরমুছুন
  8. এই কোবিতা মোর খুব ভাল নাইগচে মকলু ভাইয়ো ৷ তোমরা এদন কবিতা আরো প্রকাশ করি ফেলান ম্যালা ম্যালা ৷ এবার তোমার মুখোত আর কাইযো মুতি দিবার নয় মুই কইনু তোমার দেখেন মোর কতা বাসি হইলে ফলে

    উত্তরমুছুন
  9. গুলতেকিন কোবরা সুলতানাসোমবার, ০৩ এপ্রিল, ২০২৩

    এসব কবিতা হয়েছে মোকু দোস্ত তুই ক
    তোকে আর কত বলব আমি
    তুই কি কবিতা পড়িস না বুজিস না
    মানুষ তোর মুখে থু দিচ্চে তবু তুই ভাল কবিতা প্রকাশ করতে পারিস না কেন ? ভাল বড় কবিরা তোকে কবিতা দেয় না েকেন বুজিস না তুই?????????????????

    উত্তরমুছুন
  10. বাবু ভাই আপনার বৈশৈখ সংখ্যাপ আশায় আছি ভৈল কিছু পৈবো আপনার কাছে

    উত্তরমুছুন
  11. মকলু উওর দেয়না
    হাগি ফেলাইচে কাপড়ে চোপড়ে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লেখা নিয়ে আলোচনা করেন তা না করে ফালতু প্যাচাল পারেন কেন?

      মুছুন
  12. পায়খানা মল্লিকশনিবার, ০৮ এপ্রিল, ২০২৩

    আরো পরতে চাই রাজবংশি কবিতা

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য কাম্য নয়