এক
সগায় চিকিরি চিকিরি গরজি উঠি
দ্যাশ ম্যাপ মাটি নিয়া তিন পুষ্যির খুটি
পারটি বানাই দল বানাই মিছিলো
গোটো হবার ধরি, ভূমিও আছিলো
পাথারে পাথারে জমিজাগা পাথারি
আথারি পাথারি জীবন বিতাঙ হাতারি ।
ইহা কি মুখের কতা, না হয় দেখি থোঙ
বাহারে বাহারে আসমানে চান্দের চোঙ
মাছগুলাও জলোত পরিমরি আহারে
দেশাচার দেশালী মানষি দুখ সুখ তাহারে
এগিলা নিয়ায় আর ভাওয়াইয়া গান ধরি
আসমানে আসমানে ভাসি যায় সুর করি ।
মন করে দূর দূর, জাগি ওঠে পরাণেরা
হালিচা হালিচা মানষিরা বিরায় তাহারা
দেখিলো ঠকিলো কষ্ট করিলো বছরিয়া
কহিলো শুনালো শুনিলো নাতো ঠগিলা ।
দুই
মানষিগিলার দুঃখ চিরকাল
মানষিগিলার পেটোত আকাল
মানষিগিলার মন বড়ো বিশাল
মানষিগিলার পরাণ সোতাল ।
মানষিগিলার গোলাভরা ধান
মানষিগিলার মন করে আনচান
মানষিগিলার ঠগ চারপাশে
মানষিগিলার আশ আশপাশে ।
মানষিগিলা করে দোকপোক
মানষিগিলা চারপাকে ঢক ।
18 মন্তব্যসমূহ
লাইফে আপনি যত বড় ফেইক পারসোন হবেন, আপনার সার্কেল তত বড় হবে।
উত্তরমুছুনআপনি যত বাস্তববাদী ও সৎ হবেন, আপনার সার্কেল ততটাই ছোট হবে।
বাস্তবিক অর্থে মানুষ মুখোশধারীকেই আপন এবং বিশ্বস্ত মনে করে।
আপনার সাথে একমত
মুছুনসুন্দুর কবিতা৷ আই লাইক করলাম
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনপড়লাম।ভালো লাগলো।
উত্তরমুছুনউত্তরের সাধারণ মানুষের মুখের ভাষারই প্রতিধ্বনি যেন।
ধন্যবাদ
মুছুননৃপেনদা তোমার নতুন বইটার কী খবর গো
উত্তরমুছুনতাড়াতাড়ি প্রকাশ করো
মানহীন এসব কী যা তা প্রকাশ করো ছোটভাই ৷ তোমাকে নিয়ে আর পারি না ৷ তুমি বই পড় জ্ঞান অর্জন কর ,বড় হও
উত্তরমুছুনধন্যথাকুন
মুছুনপড়েছি এ কাব্যখানি
উত্তরমুছুনদুঃখ পেলাম অনেকখানি
ভেবেছিলাম কত কিছু
পাবো কবিতাতে
আশা মোর ভেস্তে গেল
মকলুর গুয়ের স্রোতে৷
মূর্খ মকু অশিক্ষিত
বোঝে না সে কাব্য
তবু প্রকান করে দিলো
রাজবংশি কাব্য
হোক তবু মেনে নিলাম
মকলুর হোক উন্নতি
নইলে মকলুর পাছা ফাটাম
এই জানালাম প্রণতি৷
সুন্দোর চেষ্টা
উত্তরমুছুনএই কোবিতা মোর খুব ভাল নাইগচে মকলু ভাইয়ো ৷ তোমরা এদন কবিতা আরো প্রকাশ করি ফেলান ম্যালা ম্যালা ৷ এবার তোমার মুখোত আর কাইযো মুতি দিবার নয় মুই কইনু তোমার দেখেন মোর কতা বাসি হইলে ফলে
উত্তরমুছুনএসব কবিতা হয়েছে মোকু দোস্ত তুই ক
উত্তরমুছুনতোকে আর কত বলব আমি
তুই কি কবিতা পড়িস না বুজিস না
মানুষ তোর মুখে থু দিচ্চে তবু তুই ভাল কবিতা প্রকাশ করতে পারিস না কেন ? ভাল বড় কবিরা তোকে কবিতা দেয় না েকেন বুজিস না তুই?????????????????
বাবু ভাই আপনার বৈশৈখ সংখ্যাপ আশায় আছি ভৈল কিছু পৈবো আপনার কাছে
উত্তরমুছুনযথা সময়ে পড়তে পাবেন
মুছুনমকলু উওর দেয়না
উত্তরমুছুনহাগি ফেলাইচে কাপড়ে চোপড়ে
লেখা নিয়ে আলোচনা করেন তা না করে ফালতু প্যাচাল পারেন কেন?
মুছুনআরো পরতে চাই রাজবংশি কবিতা
উত্তরমুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷