স্কুল একটি রাষ্ট্রপালিত প্রাণী৷ এর চারটি হাত ও একটি লেজ আছে৷ অন্যান্য প্রাণীর মতো চোখ, কান না থাকলেও তার একটি মুখ আছে, যা দ্বারা সে সকাল—সন্ধ্যা অনর্গল বকর বকর করতেই থাকে৷ আমরা বিরক্ত হই৷ কিন্তু যেহেতু স্কুল একটি রাষ্ট্রপালিত প্রাণী তাই মুখ বুজে স-ব সয়ে যাই৷ রাষ্ট্র একটি রাখাল ছেলে৷ কয়েক বছর আগে আমার বাড়ির পাশে একটি স্কুল দাঁড়িয়ে ছিলো৷ আমার বন্ধু রাকিব— স্কুলের বকবকানিতে বিরক্ত হয়ে তার পশ্চাৎদেশে সজোড়ে লাথি মেরে পালিয়ে গেছিলো৷ তারপর ওর সাথে আর কোনোদিন দেখা হয়নি৷
30 মন্তব্যসমূহ
নামটা কিন্তু সেই হইছে
উত্তরমুছুনপারফেক্ট নাম
মুছুনরাষ্ট্রের স্কুলের গোয়া মেরে দিছে রে
উত্তরমুছুনতোর গোয়া মারা যায় নি তো?
মুছুনসম্বাদকের ঘুম ভাঙচে এতদিনে চেতন হইচে
উত্তরমুছুনসম্পাদক জেগে আছে
মুছুনএটা কেমন গল্প??????
উত্তরমুছুনব্যতিক্রম গল্প এটি
মুছুনঅনেকদিন পর শেতপত্র আবার যাত্্রা শুরু করেছে , শুভকামনা
উত্তরমুছুনধন্যবাদ ভাই
মুছুনকবিতা না গল্প?
উত্তরমুছুনএটি গল্প
মুছুনঅনেকদিন আগে পড়েছি।
উত্তরমুছুনদারুণ বলেছেন ❤️
আগেও পড়েছি। দারুণ!
উত্তরমুছুনঅসাধারণ❤️🌻
উত্তরমুছুননতুন ফিল পাইলাম
আরো কয়েকটি এরকম গল্প একসাথে প্রকাশ করলে ভাল হত
ধন্যবাদ
মুছুনমাথায় থাকলো
এই পত্রিকার সম্পাদক কি মারা গেছে?
উত্তরমুছুনজীবিত আছি মিয়া ভাই
মুছুনআমার বন্ধু রাকিব— স্কুলের বকবকানিতে বিরক্ত হয়ে তার পশ্চাৎদেশে সজোড়ে লাথি মেরে পালিয়ে গেছিলো৷
উত্তরমুছুনএই লাইনটা মারাত্মক৷ পার্সোনাল লাইফে রিলেট করতে পারলাম কারন আমিও ড্রপআউট স্টুডেন্ট৷ শুভকামনা
মকলু এতদিন পর জীবিত হয়েছে
উত্তরমুছুনমকলু তুমি এগিয়ে চল
উত্তরমুছুনআমরা আছি তমার সাথে
থাক
মুছুনএত ছোট গল্প? আরো পড়তে চাই
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনআগামীতে পড়বেন
এযব কেমন গল্প সমপাদক যা তা ছাপলে হবে না
উত্তরমুছুনমন্তব্য করার জন্য সকল পাঠককে ধন্যবাদ।
মুছুনভালো লেগেছে গল্পটি
উত্তরমুছুনস্কুল আবার প্রাণি হয় নাকি? এটা কি ধরণের গল্প, বুঝলাম না। লেখকের মাথায় ছিট আছে বোধহয়।
উত্তরমুছুনঅনু গল্প।
উত্তরমুছুনএত মানুষিক চাপ নিয়ে কী লাভ.!
উত্তরমুছুনবয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর
নিম্ন শিক্ষিত সবাই সমান,
বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,
কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট
এটা নিয়ে আর কেউ ভাবেনা...
বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর
নিম্ন পজিশনে চাকুরী
এটা আর কোন ব্যাপার নয়।
এমনকি একজন পিয়নও অবসরে
যাওয়া বসের দিকে তাকায়না...
বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,
বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে
সেটা মেন্টেন করাই কঠিন হয়ে পড়ে,
ছোট একটি রুম হলেই আপনার চলে...
বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা।
আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে
সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...
বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই,
আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা....
বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর
বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা......
জীবনের মানে টা এতটুকুই...
এর বেশি কিছুই না... এত চাপ নিয়ে,
লোভ করে, হিংসা দেমাগ করে
টাকা-পয়সার গৌরব অহংকার এবং
অযথা মানুষের ক্ষতি করে লাভ কী???
সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে।
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷