New

শ্বেতপত্র

রক্তের কত দাম : আহম্মেদুল কবির


প্রান্তিক-সাদিক-রতন তোমাদের রক্তে ভেজা শাদা শার্ট আর দেখতে চাই না।
তোমরা আর এই বাংলায় কবিদের শব্দ হতে এসো না। তোমরা ফিরে যাও, তোমরা এখনো অবুঝ!
বলি কী দাবী নিয়ে এসেছ তোমরা,
কার কাছে করো দাবী?
তোমরা পথে নামলেই মায়ের বুক কেঁপে ওঠে,বাবার অজানা সংশয়ে ঘুম ভাঙ্গে। মনে করিয়ে দেয়, যুদ্ধে আছি যুদ্ধ চলছে। পেট বাঁচানোর যুদ্ধ, পিঠ বাঁচানোর যুদ্ধ।
অর্ধশত বছর পেরিয়ে গেছে
এখনো যুদ্ধ হয় দাবির জন্য
লজ্জা লজ্জা!!
তোমরা অবুঝ! দাবি জানাতে এসো না। দাবি জানানো তোমাদের কোন দায় নেই। কীসের জন্য কী মোহে তোমাদের এতো আয়োজন? কবিদের শব্দ হতে চাও, কবিরাও আজ নিস্তব্ধ নিথর।
হাত কাঁপা কলমের ডগায় লিখিত হয়
বেজন্মা শব্দমালা যেন চুইংগামের আঠা
লাগানো লেপ্টে চলা জীবন। 
দাবি আদায়ে বড় বড় সুধী আছে, সুশীল আছে, হোমরা চোমড়া বেয়োনেটধারী রাক্ষুসী মাছ আছে, প্যাকপ্যাক করা হাঁস আছে, ম্যানিকুইন বিরোধী দল আছে, জোট আছে মহাজোট আছে।
তোমরা অবুঝ! থাক্ তোমরা দাবি জানাতে এসো না,
তোমাদের কোন দায় নেই - দাবি করো না।
তোমাদের মা আছে বাবা আছে- আছে প্রিয় পরিবার, যারা স্বাধীনতা এনেছে তোমাদের বাঁচাবার। দাবি আছে তাদের
তোমরা ফিরে যাও। ফিরে যাও! ফিরবে না বুঝি, তবে থেকে যাও।
জানো নিশ্চয়ইঃ তোমরা দাবি জানালেই পা-চাটা কুত্তার দল, ভিক্ষুকের দল একজোটে গলায় বাঁধবে টাই,
মহাপ্রভূর তোষামোদকারী
ওরা রাস্তার টোকাই।
ওরা মূর্খের সাথে করে বসবাস
হয়েছে বেহুস, ওরা
চাদঁমুখ পূত্র সোনামূখী রাজকন্যা তানিয়া, সাঈদ আর রিতার জীবনের
অসুর। 
মানবো না, মানবো না, মানবো না আর ভিক্ষার থালায় দেব ছাই। তোমরা জেগে আছো আমিও জেগে উঠি এসো জেগে উঠি সবাই। 
চলো আজ যাবো মিছিলে 
                 দেখি রক্তের কত দাম।
আমরা আছি--থাকবো 
                 আমরাই ক্ষুদিরাম।

একটি মন্তব্য পোস্ট করুন

38 মন্তব্যসমূহ

  1. সাবাস কবির বেটা। গ্রেট

    উত্তরমুছুন
  2. আহা, কী কবিতা! শব্দঝংকারে দিকবিদিক কম্পিত, শিহরিত। দারূন হৈছে ভাই। চালায়া যান।

    উত্তরমুছুন
  3. সুন্দর কাব্য লিখিয়াছেন ভাই।

    উত্তরমুছুন
  4. কিসমত জাহান টুনিশনিবার, ২৪ আগস্ট, ২০২৪

    কি নিস্ঠুর এই গনক বিতা। তবুও আপনার জন্য ভালোবাসা ও সম্পাদকের জন্য চূমূ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিষ্ঠুরতাকে যে ভালোবাসতে জানে সেই তো ত্যাগী মানুষ! তার ভালোবাসা বৃথা যায় না। ভালোবাসতে পারলেন বলে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর সম্পাদককে চুমু দেয়ার বিষয়টি আপনার একান্তই ব্যক্তিগত। ভালো থাকবেন ধন্যবাদ!!

      মুছুন
  5. I like this important lines -- জানো নিশ্চয়ইঃ তোমরা দাবি জানালেই পা-চাটা কুত্তার দল, ভিক্ষুকের দল একজোটে গলায় বাঁধবে টাই,
    মহাপ্রভূর তোষামোদকারী
    ওরা রাস্তার টোকাই।

    উত্তরমুছুন
  6. খুব ভালো লাগলো কবি! আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হই সব সময়। এগিয়ে যান: আপনার সফলতা কামনা করি সব সময়!!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. খুব ভালোলাগলো আপনার কমেন্ট পড়ে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুক সবসময়!

      মুছুন
  7. ফারাক্কার ১০৯টি কপাট খু‌লে দি‌য়েছে ভারত। এক‌দি‌নেই ১১ লাখ কিউ‌সেক পা‌নি ছে‌ড়ে‌ছে। এবার তুমি কেমন করে বাচবা কবির সোনা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি লাইফ জ্যাকেট পরে সাঁতার কেটে বাঁচবো সোনা।

      মুছুন
    2. ফুলসজ্জার রাতে স্ত্রী যদি প্রথমেই স্বামীর পা ছুঁয়ে সালাম করে বাকি রাত স্বামী তার স্ত্রীর পা নিজ কাঁধে তুলে রাখে।

      সুতরাং হে কবির সোনা, সম্মান করিলেই সম্মান ফেরত পাওয়া যায়।

      মুছুন
    3. আমি তো অসম্মান করিনি সোনা। আমি কি একবারো বলেছি আমাদের পানিতে মারলে আমরা ইলিশে মারবো, আমরা বয়কটে মারবো। তা তো বলিনি আর একটা কথা এখন জেন' জির সময় এখনকার স্ত্রীরা ফুলসজ্জা রাতে স্বামীকে পা ছুঁয়ে সালাম করে না,চুমু দেয় সোনা।

      মুছুন
    4. আজ রাত ০৮ টা ২৮ মিনিট ৩২ সেকেন্ডে রংপুর বিভাগে ৪.৪ মাত্রার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
      ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভুটানে ভূ-পৃষ্ঠ থেকে ০৫ কিলোমিটার গভীরে। পানি থেকে লাইফ জ্যাকেট নিয়ে বাচলা, ভূমিকম্প থেকে কিভাবে বাঁচবা কবির সোনা?

      মুছুন
  8. Very much good poem. Come to India. you will be a biiiiiig kobi in our rastra.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. I don't know if the poem is a poem or not. Thank you very much for inviting me to India. I don't want to be a biiiiiiig poet of any kind. When I want to write something, I write. I don't care if someone likes it or not. Stay well, stay healthy!!

      মুছুন
  9. ঢোলগবিন্দ চক্রবর্তীসোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪

    যাদের জীবনের একমাত্র লক্ষ্য হবে আপনাকে অনুসরণ ও অনুকরণ করে আপনার বিরুদ্ধে বানোয়াট অপরাধের প্রমাণ প্রতিষ্ঠা করে বেড়ানো তারা ইতর। নিজেদের বলতে কেবল শয়তানি বুদ্ধিটুকু ছাড়া যাদের জন্মের আর কোনো তাৎপর্য নাই।

    এইসব ইতরদেরকে কি করা উচিত বলে আপনি মনে করেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না আমি তো কখনো দেখিনি কেউ আমাকে অনুসরণ ও অনুকরণ করে কিংবা শুনিনি আমার বিরুদ্ধে কেউ বানোয়াট অপরাধের প্রমাণ প্রতিষ্ঠা করে বেড়াতে। যারা অনুসরণ ও অনুকরণ করে তাদের আমি ইতর বলবোই না- না- না। আর যারা আমার বিরুদ্ধে বানোয়াট অপরাধের প্রমাণ খুঁজে বেড়ায় আর সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি তার চৌদ্দগুষ্টির নারী কেলেংকারী সহ যত অপকৃত্তি আছে জাতীর সামনে উন্মোচন করে দেব। আর সেটাই করা উচিৎ বলে আমি মনে করি।

      মুছুন
  10. আপনি জানেন কি ?

    রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের ' বিদ্রোহী ' কবিতাটি নিজের নামে চালিয়ে দিতে চেয়েছিলেন। তিনি নিজের খাতায় যখন কবিতাটি কপি করছিলেন তখন জীবনানন্দ দাশ তা দেখে ফেলেন। নজরুল ইসলামের প্রতি জীবনানন্দ দাশের সহানুভূতি ছিলো। তখন তিনি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলেন " মুরুব্বি মুরুব্বি উহু উহু " !

    উত্তরমুছুন
  11. ইয়া আল্লাহ!
    হিরো আলমের হাত থেকে তুমি জাতীয় সংগীতকে রক্ষা করিও!

    উত্তরমুছুন
  12. ওরা দিনে মাজার ভাঙতেছে আর রাতে গাওয়া হামদ নাতরে কাওয়ালী বইলা চালাইতেছে !

    উত্তরমুছুন
  13. আর্মিদের হাসপাতাল সরকারি; সুন্দর পরিবেশ, উন্নত চিকিৎসা ব্যবস্থা।

    ঢাকা মেডিকেল, রংপুর মেডিকেলও সরকারি। নোংরা পরিবেশ, গাদাগাদি চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসার সুযোগ পাইতে ঘুরতে হয় ফকিরের মত।

    কেন?

    আর্মিরা ব্রাক্ষ্মণ, আমরা সাধারণ জনগণ শুদ্র? এ বিষয়ে আপনারা বড় বড় কবিতা তীব্র পতিবাদ জানিয়ে কবিতা লিখুন৷ তাহলে প্রশাশনের টনোক নরবে ৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আর্মিরা বামুন না তারা নবি। তাদের ধোন চাটা জায়েজ আছে।

      মুছুন
    2. আমরা হৈলাম মিসকিন, আতরাফ

      মুছুন
  14. শান্তির আয়ূ কম, তাই অল্প দিনেই সে মারা যায়। কিন্তু মুক্তির মিছিল চিরজীবী, তাই আজীবন তার সাথে সাথে হাঁটতে হয়। আজ যাবোই মিছিলে দেখব মোরা রক্তের কত দাম
    চমৎকার লিখেছ কবি ,,,,

    উত্তরমুছুন
  15. অদ্ভুত গান কাওয়ালী!
    নিজে গান গেয়ে;
    নিজেই দেয় হাততালি
    😑😑

    উত্তরমুছুন
  16. রবীন্দ্রনাথ নজরুলের ' বিদ্রোহী ' কবিতাটা নিজের নামে চালায়ে দেওয়ার সময়ে জীবনানন্দ দাশের প্রতিরোধের মুখে পড়েন এই ঘটনাটা সত্য। তখন আমার সাথে সুকান্ত ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। তিনি এই টেনশন থেকেই “ঘুম নেই” বইটি লিখবার অনুপ্রেরণা পান। আপনারা যারা ফ্যাক্টচেক করতে চান তারা সুকান্ত ভট্টাচার্যের কবরের কাছে গিয়ে তিনবার “ঘুম নেই” “টেনশন” বলে ডাক দেবেন। তখন উনি আপনাদের ঘটনাটির বিস্তারিত জানাবেন !

    উত্তরমুছুন
  17. হিরো আলমের গানের অত্যাচার থেকে যেদিন জাতি মুক্তি পাবে সেদিনই দেশ প্রকৃত স্বাধীন হবে! 🤐

    উত্তরমুছুন
  18. হিরো আলমকে কঠোর নজরদারিতে রাখুন,
    যেকোনো সময় জাতীয় সংগীত নিয়ে হাজির হতে পারে 🤭

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷