যাদুকরের হাতে ছিলো লাঠি, কাধে ঝোলা। মাথায় পাগড়ী। যেতে যেতে থেমেছিলো বড় রাস্তার মোড়ে। তুকতাক আর ছু মন্তরে ভেলকিবাজির ঝড় তুলেছিলো। পাগড়ীর ভেতর থেকে খরগোস, আস্তিন থেকে পায়রা আর মাটি দিয়ে মিষ্টি! চমকে চমকে মহল্লাবাসী বুদ হয়েছিলো সারাটা বিকাল। ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই হাততালি দিয়ে।
যাদু দেখানো শেষ হলে, দুই চার পয়সা ছুড়ে দিয়ে সরে পড়লো সবাই৷ যাদুকর পয়সা কুড়িয়ে নিয়ে ঝোলায় ভরে নিলো। আমি তখনো মুগ্ধতা নিয়ে রাস্তার মোড়েই দাঁড়ানো৷ যাদুকর আমার দিকে তাকিয়ে হেসে বললো, 'তুমি তো যাদু দেখে পয়সা দিলে না'।
'আমার কাছে পয়সা নাই। তুমি আমাকে একটা যাদু শিখিয়ে দাও। সেই যাদু দেখিয়ে আমি পয়সা পেলে তোমায় দিবো'। সাহস করে বলে দিলাম মনের কথা।
'খুব সেয়ানা'! বলে এক মূহুর্ত ভেবে যাদুকর ঝোলা থেকে একটা বই বের করে আমার হাতে দিলো। এতটা আনন্দ আর কোন দিন আসে নাই। কোনদিন না।
বই দেখে দেখে যাদু শিখতে লাগলাম। দিন যায় রাত যায়, আমি যাদু শিখি। দিন যায় রাত যায়। অনেক দিন পর, একদিন দেখি- আমার হাতে লাঠি, কাধে ঝোলা। মাথায় পাগড়ী। দেখতে অবিকল সেই যাদুকরের মত। বুঝলাম, আমার যাদু শেখা শেষ৷ এবার সেই যাদুকরের ঋণ শোধ করতে হবে। যাদু দেখাতে হবে এমন কোন পথের মোড়ে যেখানে লোকে খুশি হয় ছুড়ে দেয় দুই চার পয়সা।
নেমে যাই পথে৷ হাতে লাঠি, কাধে ঝোলা। মাথায় পাগড়ী। যেতে যেতে থামবো কোন বড় রাস্তার মোড়ে।
(বানান চেক করা হয় নাই)
1 মন্তব্যসমূহ
অসাধারন, মারাত্মক, দুর্দান্ত, ফাটাফাটি, অস্থির, চখাম, মলন, সেন্ট, পার্ফিউম, হাত তালি
উত্তরমুছুনচালিয়ে যাও।
জয় বাংলা।
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷