New

শ্বেতপত্র

ছাগল দিয়ে জমি চাষ / ফিরোজ সরকার

হেমন্তকাল


সাধক, ফকির-বাউলের বা কবির স্মরণভা, জন্মোৎসবসহ সাহিত্যের অনুষ্ঠানে যেকোনো পেশার মানুষ জনের উপস্থিতি থাকতে পারে। বরং থাকাটা ভালো। তবে প্রত্যেকটি আয়োজন বা মূল সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট গুণীজনদের নিয়ে আয়োজন সম্পূর্ণ করলে আয়োজন সফল, পরিপূর্ণ হয়। যেমন সাহিত্যের আয়োজনে আপনাকে সাহিত্যিকের উপস্থিতি নিশ্চিত করতে হবে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে। তেমনি ফকির, বাউলের স্মরণসভা অথবা জন্মোৎসবে ফকির, বাউলের উপস্থিতি ও প্রথম সারিতে যথাযথ সম্মানের সাথে থাকতে হয়, এ বিষয়গুলো ঠিকঠাক না হলে সেই আয়োজনটি বিফলকাম, ফাইজলামি ইতরামি বলে গৃহীত হয়। আপনি যদি কুমারকে বলেন কামারের কাজ করতে, সেটা ভুল হবে। আবার যদি কামারকে বলেন কুমারের কাজ করতে, সেটাও ভুল হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. কিসমত জাহান টুনিরবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

    ফিরোজ তুমি সত্তি ১টা গেনি ছেলে ৷ তোমার কথা আমার অসাধারন লাগছে ৷ আর এই আসারাদন কবিতাটি লেখার জন্য কবিকে ধন্যবাদ ও প্রকাশ করার জন্য সম্মাদককে i love you 😘

    উত্তরমুছুন
  2. ফিরোজ তুমি খুব চতুর ছেলে
    সুচতুরভাবে আমাদেরকে চোদন দিছো
    বিসয়টা মাথায় রাখলাম
    তোমাকে এবং মকলুকে হাম্বুল দেয়া হবে

    উত্তরমুছুন
  3. ফিরোজের সাহসি লিখনীর জয় হোক ,, ধ্বংস হউক যত ভন্ডদের কারাগার,, ফিরোজ তুমি সাহসি লিখনি চালে যাও ৷৷৷৷৷ গোয়া ফাক করে ফেল ওদের৷আমি তোমার পাশে আছি

    উত্তরমুছুন
  4. বিখ্যাত কবি শামসুল এস চৌধুরীবুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

    খানকির ছেলেদের শাউয়া মাউয়া ছিরি ফেলাতে হবে ৷তুমি পারবে না ফিরোজ? বল ভাই তুমি পারবে না? আমার নাতি মকলুকে সাথে নিয়ে তুমি আন্দোলন করো ৷ সে একায় সবার হালুয়া টাইট করে দিবে

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷