New

শ্বেতপত্র

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা


রোদ আর জলের আল্পনা 

গাছের মতো রোদও অনেকটা হেঁটে এসে আমাদের সাড়া নেয়। উঠোন জুড়ে পাতা থাকে জলের গেলাস। পাতা থাকে আসন। স্বপ্নের মধ্যে ফেরি করে যে মানুষটা এক একদিন মাঝদুপুরে ক্লান্ত হয়ে উঠোন জুড়ে শুয়ে পড়ে। পাশে রাখা থাকে আসন গেলাস। কে যে কাকে দেখে বোঝা যায় না। গাছ অনেকটা ঝুঁকে এসে রোদের সঙ্গে মিশে গিয়ে সেই মানুষটার সঙ্গে কথা বলে আর দেখি উঠোন জুড়ে গাছের গায়ে রোদ আর জলের আল্পনা।


পাহাড় কোনো একক বিশেষ কণ্ঠসংগীত নয় 

এখন তুমি যাকে পাহাড় দেখছো কিছুক্ষণ পরে সে আর তা থাকবে না। একটা নদী নেমে আসবে তোমার কোল ঘেঁষে। তুমি যাকে নদী ভাবছো সে নদী নাও হতে পারে। আবার হতেও পারে নদী। আসলে একটা সংকেত এলো তোমার কাছে। পাহাড় মানে পাথর বুঝে যাওয়া যে অঞ্চলের বাসিন্দাদের থেকে সাড়া আসে তারা আসলে সকাল সন্ধ্যে জগৎ সংসার শাসনের স্বপ্ন দেখে। মানুষকে কোনো একটা জায়গায় বসিয়ে রাখাতে তাদের জুড়ি মেলা ভার। তাই পাহাড় কোনো একক বিশেষ কণ্ঠসংগীত নয়। তোমার কাছে আসা নদী বলে দেবে পাথরের বুকে যে জল সেখানে আরও একটা আকাশ। আর আকাশ মানে চৌকাঠ পার হওয়া জনসমুদ্রের কোলাহল।

একটি মন্তব্য পোস্ট করুন

10 মন্তব্যসমূহ

  1. ভালো লাগা।(ফেরদৌস)

    উত্তরমুছুন
  2. মিজান খনদকারের মত একজন সন্মানীত বেক্তিকে নেংটা করে এখন আবার অন্নের লেকা পকাশ করেছেন? মিজান ভাইয়ের লেখার বানান টিক করুন৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আব্দুল জলিল
      এ কবিতাটি পূর্বে শ্বেতপত্রের প্রিন্ট সংখ্যায় প্রকাশিত হয়েছিল। কবি মিজান খন্দকার তখন বেঁচে ছিলেন আর কবি তার কবিতা যেভাবে দিয়েছিল আমাকে সেভাবেই প্রকাশ করা হয়েছে।
      প্লিজ অশালীন ও অমার্জিত মন্তব্য না করে, সুনিদিষ্ট ও গঠনমূলক সমালোচনা করুন।

      মুছুন
    2. আপনি এতটাই গান্ডু যে আপনি ভুলগুলো ধরতেই অক্ষম৷নিজ কোয়ালিটি ডেভলপ করুন প্লিজ

      মুছুন
    3. গঠনমূলক মন্তব্য প্রদান করায় কৃতজ্ঞতা।

      মুছুন
    4. গঠনমুলক সমালোচনা করার জনেয খুব ত ধন্নবাদ দিলেন কিন্তু এত সামালোচনা করে লাভ হচ্ছে কিছু???আপনার কোয়ালিটি সেই তিমিরেই আটকে আছে৷কোন ডেভলপমেন্ট দেখা যাচ্চে নাকেন???????নতুন প্রবন্দ প্রকাশ করেছেন সেটার বানানের এমন করুন অবস্থা যে পাঠ করা যাচ্চে না৷আপনি কি ভাল হবে না?

      মুছুন
  3. ১য় কাব্য সুন্দর লাগল

    উত্তরমুছুন
  4. মোটামুটি লাগল
    অতটা ভালনা

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷